For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মশার উপদ্রব রুখতে বাড়িতে এই গাছগুলি লাগান!

|

মশার উপদ্রব প্রত্যেকের বাড়িতেই আছে। এই ক্ষুদ্র পোকা সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশেষত, গরমকালে মশার আনাগোনা আরও বেড়ে যায়। তাই মশার হাত থেকে বাঁচতে আমরা কত কীই না করি! ক্রিম ব্যবহার, মশারি টাঙিয়ে শোওয়া, জল না জমানো, আরও কত কিছু। কিন্তু কিছুতেই কোনও ফল পাওয়া যায় না!

Mosquito Repellent Plants To Grow In Your Balcony

তবে এমন কিছু গাছ আছে, যা বাড়িতে রাখলে মশা আসার সাহসও পাবে না, আর আপনিও মশার উপদ্রব থেকে নিশ্চিন্ত থাকবেন! তাহলে দেখে নিন কোন কোন গাছ বাড়িতে লাগাবেন -

ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার গন্ধ পছন্দ করেন না এমন মানুষ নেই! এটি অন্দরের সৌন্দর্য বৃদ্ধিতে দারুণ কার্যকরী। এর তীব্র গন্ধে মশা ধারে কাছেও আসতে পারে না। তাই বারান্দায় ল্যাভেন্ডার গাছ রাখতে পারেন। মশা কমবে। ল্যাভেন্ডার গাছ সূর্যের আলোর দিকে রাখলে ভাল।

গাঁদা

গাঁদা

বাড়ির চারপাশে, ছাদে বা বারান্দায় সৌন্দর্য বাড়াতে অনেকেই গাঁদা ফুলের গাছ লাগিয়ে থাকেন। গাঁদা ফুলের গন্ধেও মশা আসে না। টবে গাঁদা গাছ বসিয়ে বাড়ির বারান্দা কিংবা বাড়িতে ঢোকার মুখে রাখতে পারেন। শুধুমাত্র মশাই নয়, নানা ধরনের মাছি তাড়াতেও গাঁদার জুড়ি মেলা ভার!

লেমন গ্রাস

লেমন গ্রাস

বাড়িতে জায়গা থাকলে লেমন গ্রাস লাগাতে পারেন। এটি ঘাস প্রজাতির গাছ। এই ঘাসের তীব্র গন্ধে মশা ধারে-কাছে ঘেঁষে না। তাই, বাড়িতে লেমন গ্রাস লাগান এবং মশা থেকে দূরে থাকুন।

ঝাল খাবার খেয়ে মুখ জ্বলতে শুরু করেছে? ঘরোয়া এই টোটকায় নিমেষেই স্বস্তি পাবেন!ঝাল খাবার খেয়ে মুখ জ্বলতে শুরু করেছে? ঘরোয়া এই টোটকায় নিমেষেই স্বস্তি পাবেন!

ক্যাটনিপ

ক্যাটনিপ

মশা এবং অন্যান্য পোকামাকড় তাড়াতে এই উদ্ভিদের জুড়ি মেলা ভার। ক্যাটনিপ গাছের জোরালো ঘ্রাণ মশা তাড়ায়। অনেকে সন্ধের দিকে মশা তাড়াতে ক্যাটনিপের পাতা ঘষে ছড়িয়ে রাখেন। এটি আপনি ইন্ডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতেই পারেন।

বেসিল

বেসিল

মশা তাড়ানোর ক্ষেত্রে বেসিল খুব কার্যকর। বেসিল বা তুলসীর ঝাঁঝালো গন্ধ মশা দমনের ক্ষেত্রে অত্যন্ত উপকারি। বারান্দায়, বাগানে বা ছাদে অন্যান্য গাছপালার সঙ্গে এটা লাগাতে পারেন।

রোজমেরি

রোজমেরি

রোজমেরি উদ্ভিদের গন্ধেও মশা পালায়। এটি বাড়ির অভ্যন্তরেই রাখতে পারে। তবে গাছে সঠিকভাবে জল দিন এবং ঘন ঘন সূর্যের আলোতে রাখুন। তবে অতিরিক্ত জল দেবেন না।

English summary

Mosquito Repellent Plants To Grow In Your Balcony

Here we are discussing about few mosquito repellent plants that you can easily grow in your balcony or garden area. Read more.
X
Desktop Bottom Promotion