For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পোশাক থেকে কিছুতেই ঘামের দাগ উঠছে না? দূর করুন এই সহজ উপায়ে

|

গরমকাল মানেই কাঠফাটা রোদ আর প্রবল ঘাম। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে অনেক সময় জামাকাপড়ে চাকা চাকা দাগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভাল করে ধুলেই এই দাগ উঠে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কড়া দাগ তোলা বেশ ঝক্কির হতে পারে।

How To Remove Sweat Stains On Clothes

তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি প্রয়োগে সহজেই উঠবে ঘামের কড়া দাগ। দেখে নিন কী করবেন -

অ্যাসপিরিন ট্যাবলেট

অ্যাসপিরিন ট্যাবলেট

জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে দুই টেবিল চামচ জলে গুলে পোশাকে লাগান। টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তারপর জলে ধুয়ে ফেলুন।

খাবার সোডা

খাবার সোডা

আধ কাপ গরম জলে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর জলে ধুয়ে ফেলুন।

লেবুর রস

লেবুর রস

ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দুর্দান্ত কার্যকর। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধ কাপ জলে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে, বাড়িতেই বানান প্রাকৃতিক ডিওডোরেন্ট!ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে, বাড়িতেই বানান প্রাকৃতিক ডিওডোরেন্ট!

লবণ

লবণ

গরম জলে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

হাইড্রোজেন পারক্সাইড

হাইড্রোজেন পারক্সাইড

হাইড্রোজেন পারক্সাইড ও জল সমপরিমাণ মিশিয়ে নিন। দাগের জায়গাটা আধ ঘণ্টা এই জলে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন নর্মাল জল দিয়ে। তবে এই মিশ্রণ কিন্তু ভুল করেও রঙিন জামাকাপড়ে ব্যবহার করবেন না।

English summary

How To Remove Sweat Stains On Clothes In Bengali

Here Are Some Easy Hacks To Get Rid Of Sweat Stains From Clothes. Read on.
Story first published: Thursday, May 12, 2022, 20:35 [IST]
X
Desktop Bottom Promotion