Just In
- 5 hrs ago
Ajker Rashifal : কেমন যাবে আজকের দিন? দেখুন ২৫ মে-র রাশিফল
- 13 hrs ago
Almond Face Packs : উজ্জ্বল ত্বক পেতে দামি দামি প্রোডাক্ট নয়, ব্যবহার করুন আমন্ডের ফেস প্যাক!
- 15 hrs ago
অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত খান এই ৮ পানীয়, সুস্থ থাকবে মা এবং গর্ভস্থ শিশু!
- 21 hrs ago
Apara Ekadashi 2022 : অপরা একাদশীর দিন ভুলেও এই ৬ কাজ করবেন না, হতে পারে ঘোর অমঙ্গল!
পোশাক থেকে কিছুতেই ঘামের দাগ উঠছে না? দূর করুন এই সহজ উপায়ে
গরমকাল মানেই কাঠফাটা রোদ আর প্রবল ঘাম। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে অনেক সময় জামাকাপড়ে চাকা চাকা দাগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভাল করে ধুলেই এই দাগ উঠে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কড়া দাগ তোলা বেশ ঝক্কির হতে পারে।
তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি প্রয়োগে সহজেই উঠবে ঘামের কড়া দাগ। দেখে নিন কী করবেন -

অ্যাসপিরিন ট্যাবলেট
জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে দুই টেবিল চামচ জলে গুলে পোশাকে লাগান। টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তারপর জলে ধুয়ে ফেলুন।

খাবার সোডা
আধ কাপ গরম জলে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর জলে ধুয়ে ফেলুন।

লেবুর রস
ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দুর্দান্ত কার্যকর। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধ কাপ জলে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন :ঘামের দুর্গন্ধ দূর করুন ঘরোয়া উপায়ে, বাড়িতেই বানান প্রাকৃতিক ডিওডোরেন্ট!

লবণ
গরম জলে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

হাইড্রোজেন পারক্সাইড
হাইড্রোজেন পারক্সাইড ও জল সমপরিমাণ মিশিয়ে নিন। দাগের জায়গাটা আধ ঘণ্টা এই জলে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন নর্মাল জল দিয়ে। তবে এই মিশ্রণ কিন্তু ভুল করেও রঙিন জামাকাপড়ে ব্যবহার করবেন না।