For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শত চেষ্টার পরেও দেওয়াল থেকে তেলের দাগ তুলতে পারছেন না? রইল কিছু সহজ ঘরোয়া পদ্ধতি

|

ঘরের দেয়ালে দাগ লেগে থাকলে তা একদমই দেখতে ভাললাগে না, বিশেষত সেটা যদি হয় তেলের দাগ তাহলে তো আরও বিরক্তিকর লাগে। কোনও সময় হয়তো আপনি নিজেই ভুল করে আপনার তেল হাতটা দেওয়ালে লাগিয়ে দিলেন, ব্যস একটা বড় ছোপ বসে গেল আপনার সুন্দর দেওয়ালে। সাধারণত রান্নাঘরের দেওয়ালে তেলের দাগ বেশি দেখা যায়। আর একবার তেলের দাগ লাগলে তা সহজে উঠতেও চায় না, বরং দেওয়ালটি আরও বেশি ময়লা দেখায়।

How To Remove Oil Stains From A Wall

এই ধরনের দাগ সাবান-জলের সাহায্যে সহজেই পরিষ্কার করা যায় না। তবে আপনার চিন্তা করার দরকার নেই। আজ আমরা আপনাকে দেওয়াল থেকে তেলের দাগ দূর করার কিছু ঘরোয়া পদ্ধতি জানাব -

সাদা ভিনেগার

সাদা ভিনেগার

অনেকেই নিজেদের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন যে, দেওয়ালে লেগে থাকা তেলের দাগ পরিষ্কারের জন্য সাদা ভিনেগার খুবই কার্যকর। এই পদ্ধতি প্রয়োগের জন্য, সাদা ভিনেগারের মধ্যে একটি স্পঞ্জ ডুবিয়ে রাখুন এবং তারপর এটি হালকাভাবে নিঙড়ে নিন যাতে অতিরিক্ত ভিনেগার স্পঞ্জ থেকে বেরিয়ে যায় এবং স্পঞ্জটি হালকা ভেজা থাকে। দাগ অপসারণ না হওয়া অবধি আপনার দাগযুক্ত দেওয়ালে স্পঞ্জটি ঘষতে থাকুন। এই পদ্ধতিটি আপনার দেওয়াল পরিষ্কার করতে এবং সহজেই তেলের দাগ তুলতে সহায়তা করবে।

কর্নস্টার্চ

কর্নস্টার্চ

জল এবং কর্নস্টার্চের সাহায্যেও দেওয়াল পরিষ্কার করা যায়। জলে তিন চামচ কর্নস্টার্চ দিয়ে ভালভাবে মেশান। দাগ লাগা দেওয়ালে পেস্টটি ছড়িয়ে দিন এবং কয়েক মিনিটের জন্য পেস্টটি সেখানে লাগিয়ে রেখে দিন। এরপর হালকা ভেজা কাপড় ব্যবহার করে পেস্টটি তুলুন। তেলের দাগ অপসারণ না হওয়া অবধি প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করুন।

বেকিং সোডা

বেকিং সোডা

বিভিন্ন ক্ষেত্রে বেকিং সোডা ব্যবহৃত হয়। তেলের দাগ তোলার ক্ষেত্রেও বেকিং সোডার জুড়ি মেলা ভার। বেকিং সোডা এবং জল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার একটি স্পঞ্জের মাধ্যমে পেস্টটি দাগের উপর স্ক্রাব করুন।

রান্নাঘরের তেল চিটচিটে টাইলস পরিষ্কার করা নিয়ে চিন্তিত? দেখুন কিছু সহজ ঘরোয়া পদ্ধতিরান্নাঘরের তেল চিটচিটে টাইলস পরিষ্কার করা নিয়ে চিন্তিত? দেখুন কিছু সহজ ঘরোয়া পদ্ধতি

English summary

How To Remove Oil Stains From A Wall in Bengali

Oil stains are more difficult to remove from walls with a flat finish or from unfinished wood paneling; you may have to resort to touch-up paint or a new penetrating oil finish.
X
Desktop Bottom Promotion