For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শখের কাপে চায়ের দাগ পড়ে গিয়েছে? ঘরোয়া উপায়েই দাগ উঠবে নিমেষে!

|

প্রতিদিন একই কাপে চা-কফি খাওয়ার ফলে এবং সঠিক পরিচর্যার অভাবে কাপে দাগ পড়ে যায়। তাছাড়া, চা-কফি খেয়ে সঙ্গে সঙ্গে কাপ না ধুয়ে রাখলেও এই সমস্যা হতে পারে। কাপে এমনভাবে দাগ পড়ে যে হাজার ঘষামাজার পরও কিছুতেই উঠতে চায় না। তখন বাধ্য হয়েই সেই কাপ বাতিল করতে হয়। কিন্তু পছন্দের কাপ আবার ফেলে দিতেও ইচ্ছে করে না। তাহলে উপায়?

How to Remove Coffee and Tea Stains from Cups

ঘরোয়া উপায়েই দূর হতে পারে এই সমস্যা। কাপ থেকে চা-কফির জেদি দাগ তুলতে আপনি এই চারটি ঘরোয়া উপায়ের সাহায্য নিতে পারেন। দেখে নিন কী করবেন -

বাসন মাজার সাবান

বাসন মাজার সাবান

কাপ থেকে চা-কফির দাগ তোলার জন্য বাসন মাজার সাবান ব্যবহার করতে পারেন। প্রথমে কাপে একটু সাবান দিন, তারপর আধ কাপ গরম জল ভর্তি করুন। কয়েক মিনিট এভাবে রেখে স্পঞ্জ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন।

বেকিং সোডা

বেকিং সোডা

দাগের উপর সামান্য বেকিং সোডার সঙ্গে একটু জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ভেজা নরম স্পঞ্জ দিয়ে দাগটি ঘষুন ভালভাবে। তারপর কাপ ধুয়ে ফেলুন।

পোশাক থেকে কিছুতেই ঘামের দাগ উঠছে না? দূর করুন এই সহজ উপায়েপোশাক থেকে কিছুতেই ঘামের দাগ উঠছে না? দূর করুন এই সহজ উপায়ে

ভিনেগার

ভিনেগার

ভিনেগার দিয়েও কাপ পরিষ্কার করতে পারেন। সাদা ভিনেগারের সঙ্গে জল মিশিয়ে হাফ কাপ ভর্তি করুন, তারপর গরম জল দিয়ে কাপের বাকি অংশটা পূর্ণ করুন। ১০ মিনিট এভাবে রেখে দিন। তারপর বাসন মাজার সাবান, আর নরম স্পঞ্জ দিয়ে ঘষে দাগ তুলে ধুয়ে ফেলুন।

পাতিলেবু

পাতিলেবু

আধ চামচ পাতিলেবুর রসের সঙ্গে নুন মিশিয়ে কাপের ভেতরে ভাল করে বুলিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম জলে কাপ ধুয়ে নিলেই দূর হবে কাপের দাগছোপ।

English summary

How to Remove Coffee and Tea Stains from Cups In Bengali

Use one of these methods to combat coffee and tea stains from cups. Read on.
Story first published: Monday, May 23, 2022, 20:57 [IST]
X
Desktop Bottom Promotion