For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ভ্রুর লোম উঠে পাতলা হয়ে যাচ্ছে? রইল ঘরোয়া পদ্ধতিতে ভ্রু ঘন করার ৫ উপায়!

|

এক জোড়া ঘন, কালো, সুন্দর ভ্রু মুখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়! সে জন্যই সুগঠিত ভ্রুর জন্য এত কাঠখড় পোড়াই আমরা। কিন্তু অনেক সময়ই ভ্রু থেকে রোম ঝরে যেতে থাকে। ফলে ভ্রু পাতলা হয়ে যায়। আর ভ্রুর শেপ ও ঘনত্ব ঠিকঠাক না থাকলে আমাদের মুখটা একদম অন্যরকম দেখায়! ফলে প্রথম থেকেই এর চিকিৎসা শুরু করা উচিত। আপনি চাইলে ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করেও ভ্রু আবার ঘন, সুঠাম করে তুলতে পারেন। ভ্রুর রোম যাতে নতুন করে গজায়, তার জন্য কাজে লাগাতে পারেন কিছু সহজ ঘরোয়া টোটকা। দেখে নিন, পাতলা ভ্রু ঘন করে তোলার ঘরোয়া উপায়।

Home remedies to prevent eyebrow hair loss

অ্যালোভেরা

ভ্রুর চুল পড়া আটকানোর অন্যতম সেরা উপায় হল অ্যালোভেরা। কয়েকটা অ্যালোভেরা পাতা পিষে নিন। এই রস আপনার ভ্রু উপর লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে দিন এ ভাবেই। অ্যালোভেরা ত্বক নিরাময়ে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল ভ্রু ও মাথার চুল ঘন করতে দারুণ কার্যকর। কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল লাগান ভ্রুতে। কয়েক মিনিট ম্যাসাজ করুন। কিছু দিন টানা এই পদ্ধতি প্রয়োগ করুন। ফল পাবেন হাতেনাতে! তবে ত্বকে এই তেল লাগানোর পর যদি চুলকানি বা জ্বালা হয়, তাহলে অবিলম্বে ক্যাস্টর অয়েল লাগানো বন্ধ করুন।

নারকেল এবং লেবু

নারকেল তেল এবং লেবুর খোসার মিশ্রণ ভ্রুতে পুনরায় চুল গজাতে সাহায্য করে। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার ভ্রুতে এই মিশ্রণটি লাগান।

পেঁয়াজ

পেঁয়াজ ভ্রু ঘন করতে এবং ভ্রুর চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। একটি ছোটো পেঁয়াজ পিষে নিয়ে রস বার করুন। তুলোর সাহায্যে এই রস উভয় ভ্রুতে লাগিয়ে ঘষুন।

দুধ

দুধ এবং দুগ্ধজাত দ্রব্য প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় চুলে পুষ্টি জোগায় এবং চুলের শিকড় দ্রুত বৃদ্ধি করে। রাতে ঘুমানোর আগে সামান্য তুলো দুধে ডুবিয়ে ভ্রুতে ঘষুন কিছুক্ষণ। সারা রাত এই ভাবে রেখে দিন।

English summary

Home remedies to prevent eyebrow hair loss in bengali

Here we are talking about the Home remedies to prevent eyebrow hair loss. Read on.
Story first published: Tuesday, November 29, 2022, 20:11 [IST]
X
Desktop Bottom Promotion