For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) মাথা জোড়া টাক আটকাতে পারে এই ঘরোয়া টোটকাগুলি

By OneIndia Bengali Digital Desk
|

যদি স্নান করতে গিয়ে বা আঁচড়ানোর সময় দেখেন, বেশিমাত্রায় চুল উঠছে তবে অবশ্যই সাবধান হোন। এখন থেকেই যত্ন না নিলে কিন্তু মাথা জোড়া টাক হতে বেশি সময় লাগবে না।

ক্লান্তি, অবসাদ, ভুল ডায়েট, শরীরচর্চা না করা, চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া ইত্যাদি নানা কারণে খুব কম বয়সেই মাথা হালকা হয়ে যেতে পারে আপনার। [অকালে চুল সাদা হওয়া আটকাবে এই খাবার]

আমরা অনেকেই চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে বেশ উদাসীন। চুল কীভাবে ভালো রাখা সম্ভব সে সম্পর্কেও খুব বেশি জ্ঞান আমাদের নেই। তাই চুল ওঠা শুরু হলেই আতঙ্কিত হয়ে নানা উপায় আমরা অবলম্বন করতে শুরু করি যা আদতে সমস্যাকে আরও বাড়িয়ে তোলে। [এই কটি ঘরোয়া পদ্ধতিতে অতি সহজেই টাক মাথাতেও চুল গজাবে!]

বিশেষজ্ঞরা চুল পড়া আটকাতে নানা পুষ্টিকর খাবার যেমন ডিম, মাছ, পালংশাক, বাদাম ইত্যাদি খাবার কথা বলেন। তবে এর পাশাপাশি কয়েকটি ঘরোয়া টোটকা অবলম্বন করলে টাক হওয়া আটকানো সম্ভব খুব সহজেই। নিচের স্লাইডে সেগুলি সম্পর্কে বিস্তারিত জানানো হল। [জেনে নিন নিজের চুল নিয়ে অজানা নানা তথ্য]

ঝিঙে

ঝিঙে

কয়েকটুকরো ঝিঙে নিয়ে বেশি করে নারকেল তেলে তা কালো করে ভেজে সেই তেল ঠান্ডা করে মাথায় মাখুন। ১৫ মিনিট মাথায় মাসাজ করে ধুয়ে ফেলুন।

চার্মোমাইল

চার্মোমাইল

চার্মোমাইল পাতা জলে ফুটিয়ে মিশ্রণটি ঘন করে তা মাথায় মাখুন।

পেয়ারা পাতা

পেয়ারা পাতা

পেয়ারা পাতা যেমন মুখ ও দাঁতের জন্য ভালো, তেমনই চুলের জন্যও তা বেশ কার্যকরী। পেয়েরা পাতার পেস্ট তৈরি করে স্কাল্পে লাগান। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।

অশ্বগন্ধা

অশ্বগন্ধা

টাক পড়া আটকাতে সরাসরি চুলে অশ্বগন্ধা লাগাতে পারেন। কিছুদিন ব্যবহার করলেই ফল বুঝতে পারবেন।

লাউ

লাউ

লাউয়ের রস বের করে তা মাথায় মাখুন। এতে চুল পড়া বন্ধ হবে ও চুল ঘন হবে।

আখরোট

আখরোট

কয়েকটি আখরোট জলে ফুটিয়ে সেই রস হালকা গরম অবস্থায় মাথায় মাসাজ করুন।

আমের আঁটি

আমের আঁটি

আমের আঁটি গুড়ো করে তার সঙ্গে আমলকির গুড়ো জলে মিশিয়ে সেই মিশ্রণটি মাথায় মাখুন। মিনিট ২০ রেখে ধুয়ে ফেলুন।

English summary

Home Remedies To Avoid Baldness

Home Remedies To Avoid Baldness
X
Desktop Bottom Promotion