For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জল বসন্তের দাগ কমাতে ঘরোয়া চিকিৎসা

জল বসন্তের দাগ সারাতে ঘরোয়া চিকিৎসার কোনও বিকল্প নেই। তাই এখনই পড়ে জেনে নিন এইসব শতাব্দী প্রচীন পদ্ধতিগুলি সম্পর্কে।

|

চিকেন পক্স হওয়ার পিছনে দায়ী একটি ভাইরাস। আর এই সংক্রমক রোগে আক্রান্ত হতে পারে বাচ্চা থেকে বুড়ো, যে কেউ। তবে একটা নিশ্চিন্ত যে, একবার চিকেন পক্স হয়ে গেলে সাধারণত জীবনকালে আর এমন সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না।

এই রোগে কেউ আক্রান্ত হলে তার সারা শরীরে ফোসকা বেরয়। সেই সঙ্গে চুলকানিও হয় মারাত্মকভাবে। ফলে সারা গায়ে কালো কালো দাগ হয়ে যায়। এই প্রবন্ধে এমন কিছু ঘরোয় উপায় নিয়ে আলোচনা করা হল, যেগুলি মেনে চললে এই ধরনের দাগ একেবারে মিলিয়ে যায়।

১. মধু:

১. মধু:

ময়েসচারাইজারে ভরপুর থাকার কারণে প্রতিদিন যদি অল্প করে মধু এই দাগগুলির উপর লাগানো যায় তাহলে সেগুলি কমতে শুরু করে। এখানেই শেষ নয় প্রতিদিন মধু লাগালে ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত। তাই চিকেন পক্সের ক্ষত সারাতে এই পদ্ধতিটি অবলম্বন করতেই পারেন। প্রসঙ্গত, সরাসরি যদি মধু লাগাতে ইচ্ছা না করে তাহলে পরিমাণ মতো দইয়ের সঙ্গে মধু মিশিয়ে সারা গায়ে লাগাতে পারেন। গায়ে লাগানোর পর এই মিশ্রন একবার শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এমনটা প্রতিদিন করলে দেখবেন ভালো ফল পাবেন।

২. ডাবের জল:

২. ডাবের জল:

দাগ কমানোর পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ডাবের জলের কোনো বিকল্প নেই। তাই চিকেন পক্সের দাগ কমাতে এটি ব্য়বহার করতে পারেন। সারা শরীরে ডাবের জল লাগাবো কী করে? খুব সহজ! একটা তুলো নিন। তারপর সেটি ডাবের জলে ডুবিয়ে ক্ষত স্থানে লাগান। এমনটা করলে নতুন স্কিন তৈরি হওয়ার প্রক্রিয়া আরও দ্রত হয়। ফলে অল্প দিনেই দাগগুলি গায়েব হতে শুরু করে।

৩. কোকো বাটার:

৩. কোকো বাটার:

ড্রাই স্কিনের সমস্য়া কমাতে কোকো বাটার দারুন কাজে আসে। এতে প্রচুর পরিমাণে ময়েসচারাইজার আছে। তাই তো ত্বকের নানা রোগে এটি অব্য়র্থ দাওয়াই হিসেবে ব্য়বহৃত হয়। প্রসঙ্গত, এটি দিনে দু-তিনবার চিকেন পক্সের ক্ষতের উপর লাগান। দেখবেন ভালো ফল পাবেন।

৪. অ্যালো ভেরা জেল:

৪. অ্যালো ভেরা জেল:

চিকেন পক্সের দাগ কমাতে এটির কোনও বিকল্প নেই। যেমনটা আমরা সকলেই জানি যে ড্রাই স্কিনের সমস্য়া এবং ডেমেজ স্কিন সারাতে অ্যালো ভেরা দারুন কাজে আসে। তাই আজ থেকেই ত্বকে লাগাতে শুরু করুন এটি। দেখবেন কেমন অল্প দিনেই গায়েব হতে শুরু করে আপনার শরীরের সব দাগ।

English summary

জল বসন্তের দাগ কমাতে ঘরোয়া চিকিৎসা

Varicella, also known by several people as chicken pox, is a disorder caused by a virus. This disease is infectious and it affects children as well as adults. You may safely say that if you have had chicken pox whenever you had been a young kid, you will never suffer from it again.
Story first published: Wednesday, January 18, 2017, 16:08 [IST]
X
Desktop Bottom Promotion