Just In
- 3 hrs ago
Mangal Gochar 2022 : মীন রাশিতে মঙ্গলের প্রবেশ, ৪০ দিন দুর্দান্ত কাটবে এই রাশির জাতকদের!
- 11 hrs ago
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ১৬ মে-র রাশিফল
- 1 day ago
Weekly Horoscope : এই সপ্তাহটি আপনার কেমন কাটবে? দেখে নিন
- 1 day ago
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ১৫ মে-র রাশিফল
চটজলদি পেটের চর্বি কমাতে চান? তাহলে খাওয়া শুরু করুন এই পানীয়টি
এমন অনেক খাবার আছে যা মেদ ঝরাতে দারুন কাজে আসে। আর এই সব খাবারগুলিকে একসঙ্গে মিলিয়ে যদি একটি পানীয় তৈরি করা ফেলা যায়। তাহলে একবার ভাবুন তো চর্বি গলানো কত সহজ হয়ে যাবে। তাই না! অনেকেই বলেন পেটের মেদ কমানো খুব কঠিন কাজ। ঠিক কথা! কিন্তু এই প্রবন্ধে আলোচিত পানীয়টি খেলে এই কঠিন কাজটাই খুব সহজ হয়ে যাবে কিন্তু!
এই পানীয়টি বানানো খুব সহজ। শুধু তাই নয়, এটি বানাতে যে যে উপাদানগুলির প্রয়োজন হয়, সেগুলি শুধু মেদ ঝরায় না, সেই সঙ্গে শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও প্রদান করে। তবে এই ঘরোয়া ওষুধটিকে কাজে লাগানোর আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে ভুলবেন না যেন!

উপকরণ:
১. জল- ৫০০ এম এল
২. অ্যালো ভেরা জুস- ৩ চামচ
৩. লেবুর রস- ১ চামচ
৪. আদার পাউডার- ১ চামচ
৫. মধু- ১ চামচ

ধাপ ১:
পরিমাণ মতো জলের সঙ্গে অ্যালো ভেরা জুসটা মেশান।

ধাপ ২:
এবার লেবুর রস এবং আদার পাইডারটা মিশিয়ে ভাল করে নারাতে থাকুন। যাতে সবকটি উপকরণ ভাল করে মিশে যেতে পারে। যখন দেখবেন উপকরণগুলি মিশে গেছে তখন তাতে পরিমাণ মতো মধু মেশান।

কখন খেতে হবে এই পানীয়টি?
সকালে খালি পেটে টানা ১৫ দিন যদি এই ঘরোয়া ওষুধটি খাওয়া যায়, তাহলে দেখবেন ওজন কমবে একেবারে চোখে পরার মতো।

মনে রাখবেন...
এই পানীয়টি খাওয়ার পাশপাশি দিনে যত বেশি করে সম্ভব জল খাবেন। সেই সঙ্গে জাঙ্ক ফুড খাওয়া থেকেও কিন্তু নিজেকে বিরত রাখতে হবে।

উপকরণগুলি সম্পর্কে কিছু কথা:
মধুতে এমনকিছু উপাদান রয়েছে, যা চর্বি গলিয়ে ফেলতে দারুন কাজে দেয়। আপরদিকে আদা হজম ক্ষমতা বাড়ায়, আর লেবুর রস, শরীরে ভিটামিন- সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি মেটায়। আর অ্যালো ভেরা কী কাজে লাগে? এতে রয়েছে প্রচুর মাত্রায় খনিজ এবং ভিটামিন, যা শরীরের ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।