For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সাবধান! দুধের সঙ্গে এই খাবারগুলি খেলে হতে পারে মারাত্মক শরীর খারাপ!

আমরা অনেকেই দুধের সঙ্গে কখনও কাঁচা ফল, তো কখনও ফল এবং দুধ মিশিয়ে মিল্ক শেক বানাই। এমনটা করা একেবারেই উচিত নয়।

|

আয়ুর্বেদ শাস্ত্রে "ভিরুধু আহার" নামে একটি অধ্যায় আছে তাতে কী কী খাবার একসঙ্গে খাওয়া চলবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই শাস্ত্র মতে প্রতিটি খাবারেরই নিজস্ব একটা চরিত্র রয়েছে, যা অন্য খাবারের চরিত্রের সঙ্গে না মিললে শরীরের উপর মারাত্মক কু-প্রভাব পরে। তাই তো এই বিষয়ে সচেতন থাকাটা একান্ত প্রয়োজন।

এখন প্রশ্ন হল, কেউ যদি এই নিয়ম মেনে খাবার না খান, তাহলে কী হতে পারে। সেক্ষেত্রে যৌন ক্ষমতা চলে যাওয়া, অন্ধত্ব, জটিল রোগ সহ নানাবিধ শারীরিক জটিলটা হওয়ার আশঙ্কা থাকে। এবার বুঝতে পারছেন তো খাবার সম্পর্কিত ছোট ছোট বিষয়গুলি কতটা গুরুত্বপূর্ণ হয়।

সাবধান! দুধের সঙ্গে এই খাবারগুলি খেলে হতে পারে মারাত্মক শরীর খারাপ!

"ভিরুধু আহার" এ দুধের সঙ্গে যে যে খাবারগুলি খেতে মানা করা হয়েছে সে সম্পর্কে এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হবে। যদি প্রশ্ন করেন দুধকে কেন বেছে নিলাম, তাহলে বলব, পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশেরও বেশি মানুষ প্রতিদিন দুধ বা দুধ সম্পর্কিত খাবার খেয়ে থাকেন। তাই তো প্রথমেই দুধকে বেছে নেওয়া হয়েছে। এক্ষেত্রে দুধের সঙ্গে ভুলও যে খাবারগুলি খাওয়া চলবে না সেগুলি হল...

দুধ এবং ফল:

১. আমরা অনেকেই দুধের সঙ্গে কখনও কাঁচা ফল, তো কখনও ফল এবং দুধ মিশিয়ে মিল্ক শেক বানাই। এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ দুধের সঙ্গে ফলের চরিত্র একেবারেই মেলে না। তাই তো এমনটা দীর্ঘদিন ধরে করলে শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে দেয়।

২. কলা, স্ট্রবেরি, লেবু এবং কমলা লেবু শরীর গরম করে দেয়, যেখানে দুধে উপস্থিত কুলিং এজেন্ট একেবারে উল্টো কাজটা করে।

৩. ফল এবং দুধ একসঙ্গে খেলে হজম সংক্রান্ত নানাবিধ সমস্যা দেখা দেয়। কারণ বিপরীত চরিত্র হওয়ার কারণে হজম যে প্রক্রিয়া তা ঠিক মতো কাজ করতে পারে না। ফলে বদ-হজম সহ নানাবিধ পেটের রোগ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

৪. ফল এবং দুধ একসঙ্গে খেলে নানা কারণে স্টমাকে টক্সিনের পরিমাণ খুব বেড়ে যায়। ফলে ঠান্ডা লাগা, সর্দি-কাশি এবং অ্যালার্জির মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

দুধ এবং মাংস:
১. চিকিৎসা বিজ্ঞান দুধকে একটি সম্পূর্ণ খাদ্য হিসেবে গণ্য করে থাকে। কারণ নানাবিধ পুষ্টি গুণে ভরপুর থাকে এই পানীয়টি। তাই তো দুধ এবং মাংস একসঙ্গে খেলে শরীরের পক্ষে পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ এই দুটি খাবারকে একই সময় হজম করা বেশ কষ্টকর হয়ে পরে। ফলে ঠিক মতো হজম না হওয়ার কারণে পেট খারাপ সহ নানাবিধ শরীরিক সমস্যা দেখা দেয়।

২. আমাদের শরীরের হজম ক্ষমতা এই দুটি খাবারকে কোনও মতেই কিন্তু একসঙ্গে ভাঙতে পারে না। কারণ দুটিই একই চরিত্রের খাবার।

৩. দীর্ঘদিন ধরে কেউ যদি দুধের সঙ্গে মাংস খেয়ে থাকেন তাহলে এক সময়ে গিয়ে তার হজম ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়।

৪. বাকি খাবারের মতো দুধ, ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর ভেঙে যায় না। ফলে হজমে সহায়ক জুসও সে সময় কাজ করে না। তাই তো দুধের সঙ্গে মাংস খেলে তা হজম না হয়ে ক্ষুদ্রান্তেই থেকে যায়। আর কোনও খাবার হজম না হলে কি হতে পারে তা নিশ্চয় কারও অজানা নেই।

দুধ এবং মাছ:
১. দুধ এবং মাছ একসঙ্গে খেলে শরীরে "এমা" নামে এক ধরনের ক্ষতিকর টক্সিনের পরিমাণ খুব বেড়ে যায়, ফলে শরীরের ভিতর থেকে বিকল হতে শুরু করে।

২. আয়ুর্বেদ মতে শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যাওয়ার অর্থ হল বিষের পরিমাণ বেড়ে যাওয়া, যা একাধিক রোগকে ডেকে আনার পক্ষে যথেষ্ট।

৩. মাছ এবং দুধ একসঙ্গে খেলে মারাত্মক রকমের অ্যালার্জি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

৪. একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাছ এবং দুধ একসঙ্গে শরীরে প্রবেশ করলে রক্তচলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সেই সঙ্গে হার্টের স্বাস্থ্যেরও অবনতি ঘটে। তাই ভুলেই এই দুটি খাবার একসঙ্গে খাবেন না।

দুধ এবং নুনের পরিমাণ বেশি রয়েছে এমন খাবার:
১. নুন এবং দুধ একে অপরের থেকে একেবারেই আলাদা চরিত্রের খাবার, যা একসঙ্গে খেলে ক্ষতি ছাড়া আর কিছুই হয় না।

২. একাধিক খাবার দুধ এবং নুন সহযোগে বানানো হয়, যা কোনও মতেই খাওয়া উচিত নয়।

৩. দুধে উপস্থিত ক্যালসিয়াম আর নুনে উপস্থিত সোডিয়াম একসঙ্গে মিশলে শরীরের অন্দরে নানা ক্ষতিকর পরিবর্তন হতে থাকে, যা সুস্থ থাকার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়ায়।

Read more about: আয়ুর্বেদ
English summary

দুধের সঙ্গে এই খাবারগুলি খেলে হতে পারে মারাত্মক শরীর খারাপ!

There is something called 'Virudhu Ahar' in Ayurveda, which means food combinations that must never be taken. By consuming these, you are inviting more trouble to yourself, as it can wreak havoc on your health.
X
Desktop Bottom Promotion