For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিশ্ব দৃষ্টি দিবস ২০১৯ : দিন, থিম ও ইতিহাস

|

আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চোখ খুবই শৌখিন এবং গুরুত্বপূর্ণ। চোখ না থাকলে আমরা দেখতে পেতাম না এই সুন্দর পৃথিবীকে এবং আমাদের প্রিয়জনদের। তাই, চোখ যাতে ভালো থাকে তার জন্য আমাদের উচিত সর্বদা চোখের যত্ন নেওয়া। আর এই চোখের প্রতি সচেতনতা বৃদ্ধিতেই পালন করা হয় 'বিশ্ব দৃষ্টি দিবস'।

World Sight Day 2019

আজ, ১০ অক্টোবর 'বিশ্ব দৃষ্টি দিবস'। সারা বিশ্বে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে গোটা বিশ্বজুড়ে পালন করা হয় এই দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) -র সহায়তায় আন্তর্জাতিক অন্ধত্ব দূরীকরণ সংস্থার পরিচালনায় এই দিবসটি গোটা বিশ্বে প্রচারিত হয়ে ভিশন ২০২০ পর্যন্ত উন্নীত করা হয়েছে। নানান জায়গায় বিভিন্ন অনুষ্ঠান, ক্যাম্পেইনের মধ্য দিয়ে পালিত হয় এই দিবস।

প্রতিবছরই কিছু না কিছু নতুন থিম থাকে, এবারের অর্থাৎ বিশ্ব দৃষ্টি দিবস ২০১৯ সালের থিম হল 'ভিশন ফার্স্ট'। এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল, দৃষ্টি প্রতিবন্ধকতা এবং অন্ধত্বের দিকে দৃষ্টি নিবদ্ধ করা এবং বিশ্বব্যাপী চোখের যত্নের প্রতি মনোযোগ বাড়ানো। বিশ্বে কোটি কোটি মানুষ চোখের সমস্যায় ভুগছে।

দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস (IAPB) ভিশন ২০২০ গ্লোবাল ইনিশিয়েটিভের আওতায় 'বিশ্ব দৃষ্টি দিবস' পালন করে। IAPB প্রতিবছর বিশ্ব দৃষ্টি দিবসের জন্য থিম তৈরি করে এবং এই সংগঠনের সদস্য ও সমর্থকরা এই দিবস সংক্রান্ত পৃথক পৃথক অনুষ্ঠান পরিচালনা করে। ভিশন ২০২০-এর মূল লক্ষ্য হল, ২০২০ সালের মধ্যে গোটা বিশ্বে পুরোপুরিভাবে অন্ধত্ব নির্মূল করা। এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে।

IAPB অনুসারে, বর্তমান বিশ্বে প্রায় ৩৬ মিলিয়ন মানুষ অন্ধ এবং ২১৭ মিলিয়ন মানুষের মধ্যে তীব্র দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে।এক পরিসংখ্যানে বলা হয়েছে,গোটা বিশ্বের দৃষ্টিহীনদের সমস্যা সমাধানে যে সব প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করছে তাদের একটি আন্তর্জাতিক জোটের নাম ভিশন ২০২০। অন্ধত্ব নিবারণে গণসচেতনতা সৃষ্টি করা এবং বিভিন্ন দেশের সঙ্গে মিলে জাতীয় অন্ধ নিবারণ কর্মসূচি গড়ে তোলাই এই সংস্থার কাজ।

বিশ্ব দৃষ্টি দিবসের ইতিহাস :

২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন(LCIF) কর্তৃক অনুষ্ঠিত সাইট-ফার্স্ট-ক্যাম্পেইনের ফলশ্রুতিতে এই দিবস পালন করা শুরু হয়। LCIF একটি বিশ্বব্যাপী সংস্থা যারা অন্ধত্ব প্রতিরোধে এবং চারপাশের মানুষের দৃষ্টি ফিরিয়ে আনতে সহায়তা করে।

এই সংস্থা চোখ সংক্রান্ত বেশ কয়েকটি অনুষ্ঠান পরিচালনা করে, যা চোখের প্রতি যত্নের বিকাশে সহায়তা করে, দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সার্জারি এবং চিকিৎসার জন্য সংস্থান সরবরাহ করে এবং চোখের রোগীদের মধ্যে ঔষুধও বিতরণ করে।

বিশ্ব দৃষ্টি দিবসের থিমগুলি :

২০০০-২০০৪ সাল পর্যন্ত বিশ্ব দৃষ্টি দিবসের কোনও বিশেষ থিম ছিল না। তবে, তার পরবর্তী বছরগুলির থিম ছিল, সেগুলি নীচে দেওয়া হল -

১) ২০০৫ - দ্য রাইট টু সাইট

২) ২০০৬ - লো ভিশন

৩) ২০০৭ - শিশুদের জন্য দৃষ্টি

৪) ২০০৮ - পরবর্তী জীবনে দৃষ্টি প্রতিবন্ধকতা লড়াই

৫) ২০০৯ - লিঙ্গ এবং চোখের স্বাস্থ্য

৬) ২০১০ - ২০২০- এর কাউন্টডাউন

৭) ২০১৩ - সর্বজনীন চোখের স্বাস্থ্য

৮) ২০১৪ - অন্ধত্ব এড়ানো যায় না

৯) ২০১৫ - সকলের জন্য চোখের যত্ন

১০) ২০১৮ - সর্বত্র চোখের যত্ন

Read more about: world sight day sight
English summary

World Sight Day 2019: Date, Theme And History

World Sight Day is observed on 10 October and the 2019 theme is 'Vision First'.
Story first published: Thursday, October 10, 2019, 11:34 [IST]
X
Desktop Bottom Promotion