For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ক্রমাগত বাড়ছে ওজন, জটিল রোগে আক্রান্ত মিস ইউনিভার্স হরনাজ সান্ধু! কী এই সিলিয়াক রোগ?

|

দীর্ঘ ২১ বছর পর বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। ২০২১ সালে মিস ইউনিভার্সের খেতাব পান তিনি। সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে শো স্টপার হিসেবে দেখা যায় তাঁকে। লাল রঙের পোশাকে হরনাজকে দেখে হতবাক সকলেই। মুকুট জয়ের মাত্র তিন মাসেই কী ভাবে এতটা ওজন বেড়ে গেল! তাঁর বাড়তি ওজন নিয়ে আলোচনা শুরু হয়েছে সর্বত্র। ২১ বছরের তরুণীকে এভাবে মোটা হতে দেখে তাঁর উদ্দেশে নেটিজেনদের বহু কটাক্ষবাণও আসে সোশ্যাল মিডিয়ায়। এরপরই হরনাজ জানিয়েছেন যে, তিনি এক জটিল রোগে আক্রান্ত। সিলিয়াক ডিজিজ তাঁর শরীরে বহু দিন ধরে থাবা বসিয়েছে। তাঁর ওজন বৃদ্ধির মূল কারণ এই রোগ।

What is celiac disease, the condition that Miss Universe 2021 Harnaaz Sandhu suffers from

এখন প্রশ্ন উঠছে, কী এই সিলিয়াক ডিজিজ? আসুন জেনে নেওয়া যাক এই রোগ সম্পর্কে বিস্তারিত।

সিলিয়াক রোগ কী?

সিলিয়াক রোগ কী?

সিলিয়াক এক ধরনের অটোইমিউন রোগ, যা গ্লুটেনযুক্ত খাবারের কারণে হয়। এই রোগের ফলে শরীরে গ্লুটেন ভেঙে ফেলা কঠিন হয়ে যায়। গ্লুটেন হল এক ধরনের প্রোটিন যা গম, রাই, বার্লি, ওটস-এ পাওয়া যায়। এছাড়াও পাউরুটি, পাস্তা, পিৎজা এবং সিরিয়ালের মতো খাবারে গ্লুটেন পাওয়া যায়।

সুতরাং, যারা এই রোগে ভোগেন তাদের গ্লুটেনযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি তাদের ছোটো অন্ত্রের ওপর প্রভাব ফেলে এবং অন্ত্রের ক্ষতি করে। শরীরকে পুষ্টির শোষণে বাধা দেয়, ফলে শরীর প্রয়োজনীয় সমস্ত পুষ্টি থেকে বঞ্চিত হয়। প্রভাব পড়ে হজমের ক্ষেত্রেও। সময়মতো চিকিত্‍সা করা না হলে সমস্যা আরও গুরুতর হতে পারে। এই রোগের আক্রান্ত হলে ওজন আচমকা কমেও যেতে পারে, আবার অনেকের ওজন বেড়েও যেতে পারে।

সিলিয়াক রোগের লক্ষণ

সিলিয়াক রোগের লক্ষণ

এই রোগের কারণে পেটে ব্যথা, ডায়ারিয়া, ওজন কমে যাওয়া, পেট ফুলে থাকে, খিদে কমে যাওয়া, গ্যাসের সমস্যা, ত্বকে চুলকানি ও ব়্যাশ দেখা দেয়। চিকিৎসকরা বলছেন, এই সব উপসর্গ ছাড়াও মাথার যন্ত্রণা, বমিভাব, কোষ্ঠকাঠিন্য, জয়েন্টে ব্যথা, মুখে ঘা, রক্তাল্পতা, দুর্বলতা, এমনকি হাড়ের ঘনত্ব কমে যাওয়াও এই জটিল রোগের লক্ষণ। অপুষ্টিজনিত সমস্যা তৈরি হয়। তবে এই রোগে আক্রান্ত কিছুজনের মধ্যে আবার কোনও উপসর্গ দেখা যায় না।

কীভাবে নিশ্চিত হওয়া যাবে রোগ সম্পর্কে?

কীভাবে নিশ্চিত হওয়া যাবে রোগ সম্পর্কে?

এই রোগ রক্ত ​​পরীক্ষা এবং duodenal biopsy-র মাধ্যমে নির্ণয় করা যেতে পারে। সিলিয়াক রোগীদের ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হয়। গ্লুটেন মুক্ত খাদ্য খাওয়ার কথা বলা হয়।

English summary

What is celiac disease, the condition that Miss Universe 2021 Harnaaz Sandhu suffers from?

Here's all you want to know about celiac disease, its symptoms, causes, and if it could cause weight gain or weight loss in some people. Read on.
X
Desktop Bottom Promotion