For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কেন্দ্রীয় বাজেট ২০২০ : জেনে নিন ২০২০ সালের স্বাস্থ্য বাজেট সম্পর্কে

|

আজ, ১ ফেব্রুয়ারি, পার্লামেন্টে ২০২০ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার, অর্থমন্ত্রী সংসদে তাঁর দ্বিতীয় বাজেট পেশ করলেন। বাজেট পেশের সময়, স্বাস্থ্যক্ষেত্রে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি যা, পূর্ববর্তী বাজেটের তুলনায় ১০% বেশি।

Health Budget 2020

যদিও স্বাস্থ্যক্ষেত্রে সরকারের বাজেট বৃদ্ধি করা হয়েছে, এটি গ্রস ডমেস্টিক প্রোডাক্ট বা মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GDP) মাত্র ১ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, দেশের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিয়ে যেতে জিডিপি বৃদ্ধির শতাংশ প্রায় ২.৫ শতাংশ (প্রায় ১৫০০০০ কোটি টাকা) হওয়া উচিত। এইভাবে, প্রান্তিক জনগোষ্ঠীর সমস্ত স্বাস্থ্য চাহিদা পূরণ হবে।

স্বাস্থ্য বাজেট ২০২০ সালের এর সমস্ত মূল হাইলাইটগুলি একবার দেখুন -

১) ২০২০ সালের মোট স্বাস্থ্য বাজেটে, জন আরোগ্য যোজনার জন্য ৬৪০০ কোটি টাকা অন্তর্ভুক্ত।

২) মিশন ইন্দ্রধনুষ প্রকল্প চালু হবে ৷ ১২টি বিশেষ রোগের চিকিৎসার জন্য এই প্রকল্প চালু হচ্ছে ৷

৩) বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অংশ ফিট ইন্ডিয়া মুভমেন্ট।

৪) জল ও শৌচালয়ের উন্নতি সাধন উন্নত ভারতের জন্য জরুরি। "জল জীবন মিশন" নামে একটি নিরাপদ পানীয় জলের কর্মসূচী এবং "স্বচ্ছ ভারত মিশন" শক্তিশালী করা হবে, যা দরিদ্রদের উপর রোগের বোঝা হ্রাস করবে।

৫) বর্তমানে, প্রায় ২০০০০ এরও বেশি হাসপাতাল রয়েছে, যেগুলি 'প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'- য় নথিভুক্ত। আগামিদিনে টিয়ার ২ ও টিয়ার ৩ শহরে আরও হাসপাতাল তৈরি হবে। যাতে এই অঞ্চলের দরিদ্র লোকেরা উপকৃত হতে পারে।

৬) বাজেটে পিপিপি মডেলের প্রস্তাবনা রাখা হয়েছে। পিপিপি মানে, বেসরকারী খাতের সঙ্গে অংশীদারিত্ব করে সরকার কর্তৃক একটি পাবলিক পরিকাঠামো স্থাপন করা।

৭) আয়ুষ্মান ভারত প্রকল্পে ১১২টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷

৮) আয়ুষ্মান ভারত ভুক্ত হাসপাতালগুলি তরুণদের বৃহত্তর কর্মসংস্থানের সুযোগ প্রদান করবে।

৯) সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব রয়েছে৷

১০) মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আয়ুষ্মান ভারত প্রকল্পে বাস্তবায়িত করা হবে।

১১) "টিবি হরেগা, দেশ জিতেগা" প্রচারটি ২০২৫ সালের মধ্যে যক্ষার অবসান ঘটাতে আরও শক্তিশালী করা হবে।

১২) "প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিযোজনা কেন্দ্র" প্রচারটি সমস্ত জেলায় প্রসারিত করা হবে।

English summary

12 Things To Know About Health Budget 2020

On Saturday, Finance Minister Nirmala Sitharaman announced that Rs 69,000 crore will be allocated for the health sector. Further, she mentioned about expanding Ayushman Bharat scheme.
Story first published: Saturday, February 1, 2020, 18:22 [IST]
X
Desktop Bottom Promotion