For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) ডায়বেটিসের এই অচেনা লক্ষণগুলি জেনে নিয়ে সচেতন হোন

By Oneindia Bengali Digital Desk
|

আজকের যুগে ঘরে ঘরে যে রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তা হল ডায়বেটিস। এক্ষেত্রে প্রথম বিশ্বের দেশ অথবা তৃতীয় বিশ্বের দেশের মধ্যে কোনও ফারাক নেই। সব দেশের লক্ষ লক্ষ ডায়বেটিস রোগী ছেয়ে রয়েছেন। আর যত দিন যাচ্ছে, ততই লাফিয়ে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। [ডায়বেটিস রোগীরা এই ধরনের ডায়েট টিপস মেনে চলুন]

প্রতি বছর এই রোগের কারণে ভারতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়। সারা ভারতে ৬ কোটিরও বেশি মানুষ আজ এই রোগে আক্রান্ত। আরও যত দিন যাবে, এই রোগে আক্রান্তের সংখ্যা ঘরে ঘরে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। [ডায়বেটিস থেকে বাঁচতে ঘরোয়া টোটকা]

ডায়বেটিসে আক্রান্ত রোগীর হৃদরোগ, স্ট্রোক, বিকলাঙ্গ অবস্থা, নার্ভের সমস্যা, দৃষ্টিশক্তি লোপ পাওয়া, কিডনির নানা রোগ হতে পারে। ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা নষ্ট হতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাও তলানিতে এসে ঠেকে। [রোজকার কোন খাবার ডায়বেটিসের বিপদ ডেকে আনে]

এর হাত থেকে বাঁচতে গেলে কীভাবে ডায়বেটিসকে প্রতিরোধ করতে হবে তা জানা প্রয়োজন। তবে তার আগে জানতে হবে এর নানা অজানা কারণ। নিচের স্লাইডে জেনে নিন, কোন কোন অজানা কারণে ডায়বেটিসে আক্রান্ত হতে পারে আপনিও। [ডায়বেটিস নিয়ন্ত্রণ করার ঘরোয়া কিছু টোটকা]

ত্বকে সমস্যা

ত্বকে সমস্যা

রক্তে ইনসুলিনের মাত্রা ওঠানামা করলে ত্বকে কালচে ছোপ পড়তে পারে, ত্বক কুঁচকে যেতে পারে। যদি ত্বকে কোনও রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করেন তাহলে সাবধান হোন। ডায়বেটিস হয়েছে কিনা তা বুঝতে রক্তপরীক্ষা করে নিতে ভুলবেন না।

কানে শুনতে অক্ষমতা

কানে শুনতে অক্ষমতা

ডায়বেটিস কানে শোনার ক্ষমতা কমিয়ে দেয়। এমন কিছু বুঝতে পারলে চিকিৎসকের পরামর্শ নিন।

চোখে দেখার ক্ষমতা বেড়ে যাওয়া

চোখে দেখার ক্ষমতা বেড়ে যাওয়া

ডায়বেটিস হলে অনেক সময়ে চোখে দেখার ক্ষমতা হঠাৎ করে উন্নতি হয়। তবে তা সাময়িক। এক্ষেত্রে তেমন বুঝলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।

চুলকানি

চুলকানি

অনবরত সারা গায়ের ত্বকে চুলকানি অনুভব করলে সাবধান হোন। ডায়বেটিস আক্রান্ত হলে এমনটা হতে পারে। বিশেষ করে হাতে ও পায়ে বেশি চুলকানি অনুভূত হয়।

অস্বস্তিকর অনুভূতি

অস্বস্তিকর অনুভূতি

যদি শরীরের কোনও অংশে অস্বস্তি অনুভব করেন অথবা অসাড় লাগে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়বেটিস পরীক্ষা করিয়ে নিন।

সংক্রমণ

সংক্রমণ

যদি অবিরত নানা ধরনের সংক্রমণে ভুগতে শুরু করেন, ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ হতে থাকে শরীরে তাহলে তা ভালো লক্ষণ নয়। দুর্বল ইম্যুনিটি হলে এমন হয়। যার কারণ ডায়বেটিসও হতে পারে।

শ্বাসে দুর্গন্ধ

শ্বাসে দুর্গন্ধ

মুখের ভিতরের সবরকম যত্ন নেওয়ার পরও যদি দেখেন মুখে দুর্গন্ধ হচ্ছে তাহলে সাবধান হোন। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ায় এমন হতে পারে। এর ফলে ডায়বেটিসে আক্রান্ত হতে পারেন। যা মুখে দুর্গন্ধ তৈরির অন্যতম কারণ।

English summary

Symptoms Of Diabetes That You Never Knew!

Symptoms Of Diabetes That You Never Knew!
Story first published: Tuesday, July 19, 2016, 17:11 [IST]
X
Desktop Bottom Promotion