For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

রুপান্তরকামী মহিলাদের আশার আলো দেখালো নতুন গবেষণা, ভবিষ্যতে তারাও হতে পারেন প্রজননক্ষম

|

এই আধুনিক যুগে দাঁড়িয়েও আমাদের সমাজে এখনও পর্যন্ত সমকামী, রুপান্তরকামীদের পুরোপুরি ভাবে জায়গা হয়নি। সমাজে সমকামী, রুপান্তরকামীরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বহু বছর ধরে লড়াই করে চলেছে। যেসব নারী বা পুরুষ লিঙ্গ পরিবর্তন করে বা যাদের সঠিক লিঙ্গ নির্ধারণ সম্ভব হয়নি তাদের বলা হয় রুপান্তরকামী। শারীরিকভাবে কোনও পুরুষ মানুষের বৈশিষ্ট্য বহন করলেও মানসিকভাবে সে হয় একজন মেয়ে বা শারীরিকভাবে মেয়ে হলেও মানসিকভাবে সে হয় একজন ছেলে। ছোটোবেলা থেকেই তাদের বিপরীত লিঙ্গের মানুষের সাথে মিশতে বেশি ভালো লাগে। তবে, কোনও রুপান্তরকামী মহিলার শরীরে শুক্রাণু তৈরি হতে পারে কি না তা গবেষণার বিষয়।

transgender

এই ব্যাপারে গবেষকরা গবেষণা করে দেখেছে, রুপান্তরকামী মহিলারা তাদের শরীরে অদূর ভবিষ্যতেও শুক্রাণু তৈরি করতে পারে। জানা গেছে, রুপান্তরকামীরা তাদের বয়ঃসন্ধিজনিত শারীরিক ও মানসিক পরিবর্তনগুলি কমাতে কিছু ওষুধ ব্যবহার করেন। গবেষকরা মনে করছেন, এই বয়ঃসন্ধিজনিত ওষুধগুলি যদি রুপান্তরকামীরা বন্ধ করেন তাহলে তা বন্ধ করার কয়েক মাস পরে তাদের শরীরে শুক্রাণু তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

ইউ.পি.এম.সি ম্যাগি-উইমেনস হাসপাতালের চিকিৎসকগণ এবং পিটসবার্গের ইউ.পি.এম.সি শিশু হাসপাতালের গবেষকদের সহযোগিতায় একটি গবেষণা করা হয়েছিল ম্যাগি-উইমেনস রিসার্চ ইনস্টিটিউটে। পেড্রিয়াট্রিক্স জার্নালে প্রকাশিত হওয়া ওই গবেষণায় দেখা গিয়েছিল যে, একজন রুপান্তরকামী মহিলা তার বয়ঃসন্ধিজনিত ওষুধগুলি বন্ধ করার পরে তার শরীরে শুক্রাণু উত্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু, হরমোন থেরাপিতে থাকা অন্য একজন রুপান্তরকামী মহিলা তার শরীরে শুক্রাণু উত্পাদন করতে সক্ষম হননি।

গবেষণাটি দ্বারা প্রকাশিত হয়েছে, গবেষকরা দু'জন রুপান্তরকামী মহিলার মেডিকেল রিপোর্ট পরীক্ষা করেছিলেন যারা হরমোন থেরাপি শুরু করার পরে তাদের শুক্রাণু সংরক্ষণের চেষ্টা করেছিলেন। পরে, গবেষকরা ওই দু'জন রুপান্তরকামী মহিলার শুক্রাণু অন্য আট রুপান্তরকামী মহিলাদের শুক্রাণুর সাথে তুলনা করেছিলেন, যারা হরমোন থেরাপির শুরুতে তাদের শুক্রাণু সংরক্ষণ করেছিলেন।

এই পরিণতি রুপান্তরকামী মহিলাদের মনে আশা যুগিয়েছে যে, তারা তাদের শরীরে শুক্রাণু উত্পাদন করতে সক্ষম হবে যা তাদের প্রজননক্ষম হয়ে উঠতে সাহায্য করবে।

Read more about: transgender
English summary

Study Reveals Transgender Women Can Become Fertile

Researchers believe that if a transgender woman stop using her puberty-halting medication, they may have a chance of developing sperm in their body.
Story first published: Wednesday, August 7, 2019, 18:46 [IST]
X
Desktop Bottom Promotion