For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rift Valley Fever: গৃহপালিত পশুদের থেকে মানুষের মধ্যে ছড়ায় এই ভাইরাস! জেনে নিন এর উপসর্গ

|

গত কয়েক মাসে দেশে কোভিড সংক্রমণ অনেকটা কমলেও, ফের নতুন করে বাড়তে শুরু করেছে গ্রাফ। উঁকি দিচ্ছে চতুর্য ঢেউয়ের সম্ভাবনা। এরই মাঝে কাশ্মীরের একজন ভাইরোলজিস্ট মানুষের কোষে রিফ্ট ভ্যালি ফিভার (RVF) আবিষ্কার করেছেন। রিপোর্ট অনুসারে, এই ভাইরাসটি পোষা প্রাণী এবং মশার মাধ্যমে ছড়ায়, যা মানুষকেও সংক্রামিত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই রোগ ভবিষ্যতে মহামারীর কারণ হতে পারে।

Rift Valley Fever

চলুন জেনে নেওয়া যাক, কী এই রিফ্ট ভ্যালি ফিভার এবং এর উপসর্গই বা কী -

রিফ্ট ভ্যালি ফিভার (RVF) কী?

রিফ্ট ভ্যালি ফিভার (RVF) কী?

রিফ্ট ভ্যালি ফিভার এক ধরনের ভাইরাল রোগ। সাব-সাহারান আফ্রিকার গৃহপালিত পশু, যেমন - গরু, মহিষ, ভেড়া, ছাগল এবং উট, এদের মধ্যে এই রোগটি খুবই সাধারণ। রক্ত, শরীরের তরল বা সংক্রামিত প্রাণীর টিস্যুর সংস্পর্শে এলে বা মশার কামড়ের মাধ্যমে এই রোগ সংক্রমিত হতে পারে। তবে একজন ব্যক্তির থেকে আরেকজনের মধ্যে এই সংক্রমণ ছড়ায় না। RVF ভাইরাস, Bunyavirales order-এর Phlebovirus genus-এর সদস্য।

রিফ্ট ভ্যালি ফিভারের লক্ষণ

রিফ্ট ভ্যালি ফিভারের লক্ষণ

এই ভাইরাসের সংস্পর্শে আসার সাধারণত দুই থেকে ছয় দিনের মধ্যে লক্ষণগুলি দেখা দেয়। অনেক ক্ষেত্রে কোনও উপসর্গই দেখা দেয় না, আবার অনেক ক্ষেত্রে হালকা উপসর্গ দেখা দেয়। জ্বর, দুর্বলতা, পিঠে ও কোমরে ব্যথা এবং মাথা ঘোরা এর অন্যতম লক্ষণ। RVF-এর উপসর্গগুলি সাধারণত ৪-৭ দিন পর্যন্ত থাকে। এর পরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং রক্ত থেকে ভাইরাসটি অদৃশ্য হয়ে যায়। সাধারণত উপসর্গ বা লক্ষণগুলি দেখা দেওয়ার দুই দিন থেকে এক সপ্তাহের মধ্যে রোগী ঠিক হয়ে যায়।

এই রোগের চিকিত্‍সা

এই রোগের চিকিত্‍সা

রিফ্ট ভ্যালি ফিভারের চিকিত্‍সা এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ওষুধ বেরোয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই খুব হালকা উপসর্গ দেখা দেয়, তাই নির্দিষ্ট কোনও চিকিত্‍সার প্রয়োজন হয় না। সাধারণত জ্বর, দুর্বলতা, গায়ে-হাতে ব্যথা হওয়ার মতো হালকা উপসর্গের জন্য ওষুধই দেওয়া হয়। বেশিরভাগ রোগীই অসুস্থ হওয়ার দুই থেকে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠে। তবে পরিস্থিতি খুব সিরিয়াস হলে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে।

English summary

Rift Valley Fever: What is RVF? know about symptoms & treatment in Bengali

Rift Valley Fever: What is RVF? Here's all you need to know about symptoms & treatment in bengali. Read on.
Story first published: Saturday, April 16, 2022, 14:11 [IST]
X
Desktop Bottom Promotion