For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) মাদকদ্রব্য মারিজুয়ানা স্বাস্থ্য সংক্রান্ত এই উপকারিতা সম্পর্কে আপনি কি জানেন?

By Oneindia Bengali Digital Desk
|

গাঁজার নেশা বড্ড বাজে নেশা। এধারণা কম বেশি আমাদের সবার আছে। গাঁজাতে কয়েক টান মারা মানেই লোকে আপনাকে নেশারু ভাবতে শুরু করে। তারপর কিছু উপদেশ-পরামর্শর বন্যা। [নিয়ন্ত্রিত মদ্যপানের কী কী উপকারিতা আপনি কি জানেন?]

কিন্তু সত্য়িই কি গাঁজা এতটাই খারাপ। কোনও জিনিসেরই নেশা হওয়া ভাল না। ঠিক তেমনই মারিজুয়ানার নেশা মোটেই শরীর ও মনের পক্ষে ভাল না। কিন্তু তা বলে, মারিজুয়ানাকে যে নজরে আমরা দেখি তারও খুব একটা হয়তো প্রয়োজন নেই হয়তো। [(ছবি) দৈনন্দিন ব্যবহারের ৫টি খাদ্যদ্রব্য যা খেলে আপনার নেশা হবে!]

মারিজুয়ানার খারাপদিকগুলির পাশাপাশি কিছু ভাল দিকও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে মারিজুয়ানার একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তাহলে আসুন একঝলকে দেখে নেওয়া যাক মারিজুয়ানার স্বাস্থ্য উপকারিতাগুলি কী কী। [(ছবি) সিগারেট ও তামাকের নেশা থেকে বেরিয়ে আসার সহজ উপায়]

অ্যালজাইমার

অ্যালজাইমার

গবেষণায় দেখা গিয়েছে অ্যালজাইমার রোগের অগ্রগতির হার মন্থর করতে সাহায্য করে মারিজুয়ানা।

হাড়ের সমস্যা

হাড়ের সমস্যা

মারিজুয়ানা আর্থারাইটিস সংক্রান্ত হাড়ের যে কোনও ব্যথা বা প্রদাহ উপশম করতে সাহায্য করে।

ক্যানসার

ক্যানসার

একটি গবেষণার পর দাবি করা হয়েছিল, ল্যাবরেটরিতে পরীক্ষার সময় দেখা গিয়েছে মারিজুয়ানায় পাওয়া যাওয়া ক্যানাবিডিওল ক্যানসারের কোষকে নষ্ট করে এবং ক্যানসার কোষের বৃদ্ধি আটকায়।

গ্লুকোমা

গ্লুকোমা

গ্লুকোমা সারাতেও মারিজুয়ানা উপকারিতা অনস্বীকার্য। বিজ্ঞানীরা মারিজুয়ানা দিয়ে গ্লুকোমার যন্ত্রণা নিরাময়ের ওষুধ তৈরি করার কাজ শুরু কর দিয়েছে।

ফুসফুস

ফুসফুস

মারিজুয়ানা ফুসফুসের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। বিশেষজ্ঞদের মতে মারিজুয়ানা ফুসফুসের শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে। যদিও অনেকে ঠিক এর উল্টোটাই বিশ্বাস করেন, ভাবেন যে এর ফলে শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা কমে য়ায়।

স্ক্লেরোসিস

স্ক্লেরোসিস

অস্টিও স্ক্লেরোসিস বা মাল্টিপেল স্ক্লেরোসিসের ফলে যে যন্ত্রণা বা শারীরিক সমস্যা হয়, তা অনেকাংশে কম করে মারিজুয়ানা।

বমি বমি ভাব

বমি বমি ভাব

মারিজুয়ানায় ক্যানাবিনয়েড আছে। যার অন্যতম উপাদান হল টিএইচসি। গা গোলানো বা বমি বমি পাওয়ার চিকিৎসায় খুব উপকারি। এই চিকিৎসার অনেক ওষুধেরও অন্যতম উপকরণ টিএইচসি।

পারকিনসন

পারকিনসন

বিশেষজ্ঞদের কথায় মারিজুয়ানা পারকিনসন রোগীদের হাত ও পায়ের কম্পনকে অনেকটা কম করে থিতু হতে সাহায্য করে।

English summary

Really surprising health benefits from smoking cannabis

Really surprising health benefits from smoking cannabis
Story first published: Friday, July 1, 2016, 15:33 [IST]
X
Desktop Bottom Promotion