For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্তনবৃন্তের এই সমস্যাগুলি অদেখা করবেন না!

By Oneindia Staff Writer
|

মহিলাদের ক্ষেত্রে নানা সময় শরীরের নানান পরিবর্তন ধরা পড়ে। আর এই সমস্ত সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মহিলাদের। কখনও তা ঋতুচক্র ঘিরে, কখনও বা ঋতুজরা, কখনও আবার স্তন সংক্রান্ত সমস্যা তো কখনও গর্ভাশয় নিয়ে।

আজকালকার মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় স্তন সংক্রান্ত। ক্যানসার ছাড়াও মহিলাদের ক্ষেত্রে স্তনবৃন্তে বিভিন্ন সমস্যা দেখা দেয়, যা আমরা অদেখা করে দিই। গুরুত্ব দিই না। তবে স্তনবৃন্তের সমস্যা যে শুধু মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় তা ভুল, অনেকসময় পুরুষদের ক্ষেত্রেও স্তনবৃন্ত সংক্রান্ত সমস্যা দেখা দেয়।

এতে চমকানোর বা আশ্চর্য হওয়ার কিছু নেই। মহিলাদের পাশাপাশি পুরুষদের ক্ষেত্রেও এই ধরণের সমস্যা দেখা গেলেও মহিলাদের অনুপাতে তা নেহাতই কম। তবে, স্বস্তির বিষয় একটাই, বিশেষজ্ঞদের মতে স্তনবৃন্তের যে কোনও সমস্যাই কিন্তু স্তন ক্যানসারের উপসর্গ নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতিকারক হতে পারে। তাই এই ধরণের সমস্যা নির্মূল করা অত্যন্ত প্রয়োজন।

এক্ষেত্র উপসর্গগুলি খুব সাধারণ মনে হলেও আসলে তা নয়। তাই ভালভাবে নজর রাখুন। নিচের স্লাইডে দেখে নিন এই ধরণের কোনও সমস্যা কী আপনার হচ্ছে, তাহলে আজই চিকিৎসকের পরামর্শ নিন।

অতিরিক্ত স্তনবৃন্ত

অতিরিক্ত স্তনবৃন্ত

এই ধরণের সমস্যা অত্য়ন্ত বিরল। মহিলা ও পুরুষ উভয় ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত স্তনবৃন্ত স্বাভাবিক দেখতে হয় না। তবে এ জন্য শারীরিকভাবে সমস্যা তৈরি না হলেও আপনার যৌনজীবন ব্যহত হতে পারে।

লোমশ স্তনবৃন্ত

লোমশ স্তনবৃন্ত

যদি আপনার স্তনের পাশে অতিরিক্ত চুল বা লোম গজাতে থাকে তাহলে বুঝতে হবে আপনি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে ভুগছেন। এই অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে পেটের স্ক্যান করান।

স্তনবৃন্ত

স্তনবৃন্ত

যদি কোনও মহিলার স্তনবৃন্ত ভিতরের দিকে ঢোকা হয় তাহলে চিন্তা করার কিছু নেই। অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এ ধরণের সমস্যা দেখা যায়। কিন্তু যদি কারোর স্তনবৃন্ত কখনওই ভিতরের দিকে না ঢোকে তাহলে তা ক্যানসারের লক্ষণ হতে পারে।

খসখসে স্তনবৃন্ত

খসখসে স্তনবৃন্ত

অনেক সময় স্তনবৃন্তের চারিপাশের চামড়া খসখসে হয়ে যায়, হাল্কা চিড় দেখা যায়, চুলকোতে থাকে। লোকসমাজে চুলকোতে থাকলে সমস্যায় পড়তে হয় বটেই পাশাপাশি, এই উপসর্গগুলি এগজিমা, ত্বকের এক ধরণের সমস্যা। ডাক্তারের পরামর্শ, ওষুধ বা কিছু ক্রিমের মাধ্যমেই এই সমস্যা দূর করা সম্ভব।

স্তনবৃন্ত থেকে তরল নির্গমন

স্তনবৃন্ত থেকে তরল নির্গমন

প্রসবের পর অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এতে ভয়ের কিছু নেই। কিন্তু যদি স্তনবৃন্ত থেকে নির্গমন হওয়া তরলের সঙ্গে রক্তও বেরয় তবে তা উদ্বেগের। এটা স্তন ক্যানসারের ইঙ্গিতও হতে পারে। তাই সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ নিন।

স্তনবৃন্তে যন্ত্রণা

স্তনবৃন্তে যন্ত্রণা

৯০ শতাংশ মহিলাদের ক্ষেত্রে এই ধরণের সমস্যা দেখা যায়। অনেকসময় যন্ত্রণার পাশাপাশি ফুলেও যেতে পারে স্তনবৃন্ত। ঋতুচক্রের সময়ে এই ধরণের সমস্যা আরও বেড়ে যায়। কিন্তু এর সঙ্গে যদি স্তনবৃন্তের পাশের এলাকা লালচে বা কালচে হয়ে যায় বা স্তনবৃন্তের রংয়ে পরিবর্তন আসে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

(ছবি) ২০ হাজার ডলার খরচে তৃতীয় স্তনের অধিকারিণী যুবতী(ছবি) ২০ হাজার ডলার খরচে তৃতীয় স্তনের অধিকারিণী যুবতী

(ছবি) পুরুষ 'স্তন'-এর ক্রমবর্ধমান সমস্যায় চক্ষু চড়কগাছ চিকিৎসকদের!(ছবি) পুরুষ 'স্তন'-এর ক্রমবর্ধমান সমস্যায় চক্ষু চড়কগাছ চিকিৎসকদের!

শ্যাম্পু, বডি লোশন, সানস্ক্রিন থেকে হতে পারে ব্রেস্ট ক্যানসার!শ্যাম্পু, বডি লোশন, সানস্ক্রিন থেকে হতে পারে ব্রেস্ট ক্যানসার!

English summary

Nipple Problems Women Suffer From

Nipple Problems Women Suffer From
Story first published: Wednesday, January 6, 2016, 15:45 [IST]
X
Desktop Bottom Promotion