For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আমের মধ্যেই আছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাওয়ার উপায়, দেখুন গবেষণা কী বলছে

|

গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে প্রত্যেকেই পছন্দ করে আম খেতে। সমস্ত বয়সের মানুষের কাছেই এই ফল ব্যাপক জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। আমের এই জনপ্রিয়তা কেবলমাত্র স্বাদের দিক থেকে নয়, রয়েছে প্রচুর স্বাস্থ্য উপকারিতাও।

আম প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি-৬, ভিটামিন কে এবং পটাশিয়াম সমৃদ্ধ, যা বিভিন্ন রোগের জন্য খুবই উপকারি। এছাড়াও, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের ত্বককে রক্ষা করতে পারে আম। তাই গরমের এই প্রবল তাপ থেকে দেহকে এবং ত্বককে রক্ষা করতে আমের বিকল্প আর হয় না। তবে চলুন জেনে নেওয়া যাক অতিবেগুনি রশ্মির হাত থেকে দেহকে রক্ষা করতে আম কতটা উপকারি।

Mango May Help Protect You From Ultraviolet (UV) Radiation

অতিবেগুনি রশ্মি থেকে আম কীভাবে রক্ষা করে

সূর্যজনিত ক্ষতি শব্দটির অর্থ, সূর্যের অতিবেগুনি রশ্মির দ্বারা চামড়ার ক্ষতিকে বোঝায়। সূর্যের এই অতিবেগুনি আলো বিকিরণ তৈরি করে, যাকে বলা হয় ইউভি রেডিয়েশন। এই বিকিরণ বৈদ্যুতিক চুম্বকীয় বিকিরণ এর একটি রূপ। নির্গত হওয়া ইউভি রেডিয়েশন মানবদেহের ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর, যা বলিরেখা, কালো দাগ অন্যান্য অনেক সমস্যা তৈরি করে।

সমীক্ষায় দেখা গেছে যে, আমের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট সূর্য থেকে হওয়া চামড়ার ক্ষতি রোধ করতে সাহায্য করে। চুল বিহীন ইঁদুরের উপর UVB দ্বারা ত্বকের ক্ষতিকর প্রভাবের বিরুদ্ধে আমের প্রতিরক্ষামূলক ভূমিকা মূল্যায়ন করার জন্য সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষায় পাকা আম ব্যবহার করা হয়।

আমে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং ইমিউনোমডিউলেটরি গুণগুলি সূর্যের ক্ষতি থেকে বাঁচায়। আবার, এতে থাকা ভিটামিন-সি ফ্রি রেডিক্যালস্-এর বিরুদ্ধে লড়াই করে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি দ্বারা ত্বকের ক্ষয়ক্ষতি হ্রাস করতে সাহায্য করে।

অন্য একটি গবেষণায় দেখা গেছে, আমের শাঁস ছাড়া আমের খোসাও ক্ষতিকারক ইউভি রশ্মির সঙ্গে লড়াই করতে সহায়ক। আমের খোসাটি Mangiferin, Norathyriol, Resveratrol এবং Quercetin এর মতো অ্যান্টি-অক্সিডেন্টে ভরা থাকে, যা ইউভি রশ্মির প্রভাবে হওয়া ত্বকের ক্ষয়ক্ষতিকে রক্ষা করতে অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন : আম কেনার আগে ভালভাবে পরীক্ষা করে নিন, দেখুন ক্যামিকেল দিয়ে পাকানো আম চেনার উপায়

পুষ্টিগুণ

আমে থাকে ভিটামিন এ, সি, বি-৬, ভিটামিন-কে, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ইত্যাদি। এছাড়া ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন, কপার, অ্যান্টি-অক্সিডেন্ট। এতে ফ্যাটের পরিমাণ খুব অল্প থাকে।

আম ছাড়া যে ফল এবং শাকসবজিগুলি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করতে সহায়তা করে তা দেখে নিন -

অন্যান্য স্বাস্থ্য উপকারিতা

১) আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন-ই, যা যৌন জীবনকে উন্নত করতে সাহায্য করে।

২) হজমের সমস্যা দূর করে।

৩) শরীরকে ঠাণ্ডা রাখে।

৪) রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে।

৫) চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে।

৬) গাছ পাকা আম ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুগার লেভেল ঠিক রাখতে সাহায্য করে।

৭) কোলন, স্তন, প্রস্টেট, লিউকেমিয়া প্রভৃতি ক্যান্সার থেকে রক্ষা করে।

৮) ব্রণ এবং ত্বক-কে অন্যান্য সমস্যা থেকে রক্ষা করে।

English summary

Mango May Help Protect You From Ultraviolet (UV) Radiation

Mangoes are packed with antioxidant, anti-inflammatory and immunomodulatory properties and the study links the antioxidant property to that of protection from sun damage.
X
Desktop Bottom Promotion