For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জন্ডিসের লক্ষণ হতে পারে এগুলি

By Oneindia Bengali Digital Desk
|

জন্ডিস কোনও রোগ নয়। এটি রোগের লক্ষণ মাত্র। আমাদের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস হয়। বিলিরুবিনের কারণে ত্বক, চোখ ইত্যাদি হলুদ হয়ে যায়। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসের কারণে জন্ডিস আক্রান্ত হয় শরীর।

৮ টি খাবার যা জন্ডিস নিরাময়ে সাহায্য করে!

ওভারিতে সিস্ট হয়েছে কীভাবে বুঝবেন?

এছাড়া বংশগত নানা কারণ ও লিভারের রোগের কারণেও অনেকে জন্ডিস আক্রান্ত হন। এর পাশাপাশি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, পেটে পাথর জমলে, বা টিউমার হলে জন্ডিজ আক্রান্ত হতে পারে যেকেউ।

থাইরয়েডের এই লক্ষণগুলি সম্পর্কে সতর্ক থাকুন

পার্কিনসন রোগের পূর্ব লক্ষণ

জন্ডিসের লক্ষণ কি হতে পারে সেটা প্রথমেই আমাদের জেনে রাখা প্রয়োজন। কোনও একটি লক্ষণ নজরে এলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসায় দেরি হলে ফল মারাত্মক হতে পারে। তার আগে জেনে নিন জন্ডিসের লক্ষণগুলি সম্পর্কে।

চোখ হলুদ হওয়া

চোখ হলুদ হওয়া

আমাদের রক্তের লোহিত কণিকাগুলি স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে। পরে তা মলের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কোনও কারণে তা শরীর থেকে বেরতে না পারলে শরীর জন্ডিসে আক্রান্ত হয়। এর ফলে চোখ ও শরীর হলুদ হয়ে যায়।

শরীর দুর্বল

শরীর দুর্বল

জন্ডিস হলে শরীর ভিতর থেকে দুর্বল হতে শুরু করে। ফলে দীর্ঘদিন দুর্বলতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নিন।

বমি ভাব

বমি ভাব

যেহেতু এটি পেটের সঙ্গে সম্পর্কিত তাই এই সময়ে খাবার প্রতি অরুচি তৈরি হতে পারে। বমি ভাব, গা গুলিয়ে ওঠা ইত্যাদি হতে পারে।

ত্বকে চুলকানি

ত্বকে চুলকানি

জন্ডিস হলে অনেক সময়ে ত্বক শুষ্ক হয়ে যায় ও চুলকানির অনুভব হতে পারে।

মলের রঙ ফ্যাকাসে

মলের রঙ ফ্যাকাসে

মূলত পেটের সমস্যা থেকেই জন্ডিস হয়। মলত্যাগের সময় তার রঙ সাদাটে হয়ে যায়। শরীরও দুর্বল লাগে।

পেট ব্যথা

পেট ব্যথা

জন্ডিসে আক্রান্ত হয় পেট। ফলে এর লক্ষণ দেখা দিলে পেটে অসহ্য যন্ত্রণা হতে পারে। তাই কারণ না জেনে ওষুধ খাবেন না।

জ্বর

জ্বর

জন্ডিস হলে জ্বর জ্বর ভাব আসে। অনেক সময়ে কাঁপুনি দিয়েও জ্বর আসতে পারে। এইরকম বুঝলে প্যারাসিটামলের উপরে ভরসা না করে চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।

English summary

Know the symptoms of Jaundice

Know the symptoms of Jaundice
Story first published: Monday, June 20, 2016, 14:59 [IST]
X
Desktop Bottom Promotion