For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Covid Vaccine : করোনা টিকা আসল না নকল, বুঝবেন কীভাবে? নির্দেশিকা জারি করল কেন্দ্র

|

নকল করোনা ভ্যাকসিনের ব্যবহার, অনেক দেশকেই চিন্তায় ফেলেছে। শুধু বাংলা নয়, পুরো বিশ্বেই ভুয়ো টিকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অনেক দেশেই আসল নাম করে ভুয়ো ভ্যাকসিন প্রয়োগের ঘটনা ঘটেছে। যে কারণে কেন্দ্রীয় সরকার, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আসল ও নকল করোনা ভ্যাকসিন সম্পর্কে সতর্ক করেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকায় নকল কোভিশিল্ড ভ্যাকসিন বিক্রির বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্কতা জারি করার পরে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

How to identify fake COVID-19 vaccines? Health ministry issues guidelines

করোনা ভ্যাকসিন শনাক্ত করণের ব্যাপারে কেন্দ্রীয় সরকার একটি গাইডলাইন জারি করেছে। কোভিড টিকা আসল না নকল, তা কীভাবে বোঝা যাবে, সেই বিষয়ে জানানো হয়েছে।

কোভিশিল্ড ভ্যাকসিনটি আসল কিনা বুঝবেন কীভাবে?

কোভিশিল্ড ভ্যাকসিনটি আসল কিনা বুঝবেন কীভাবে?

১) আসল কোভিশিল্ডের শিশিতে লেবেলের রঙ গাঢ় সবুজ। অ্যালুমিনিয়াম ফ্লিপ অফ সিলের রঙও হবে গাঢ় সবুজ।

২) ট্রেডমার্ক-সহ ব্র্যান্ডের নাম আসল ভ্যাকসিনে উল্লেখ করা আছে।

৩) শিশিতে লেখা অক্ষরগুলো স্পষ্টভাবে পড়ার জন্য এবং বোঝার জন্য বিশেষ সাদা কালি দিয়ে প্রিন্ট করা। জেনেরিক নামের টেক্সট ফন্ট আন-বোল্ড এ আছে।

৪) SII লোগো একটি অনন্য ভঙ্গি এবং পজিশনে প্রিন্টেড আছে, যা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজনই বুঝতে পারবে, যারা সঠিক বিবরণ সম্পর্কে আগে থেকেই জ্ঞাত।

৫) এর পুরো লেবেলটিকে একটি বিশেষ এফেক্ট দেওয়া হয়েছে, যা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোণেই দৃশ্যমান। বিভিন্ন কৌশলগত জায়গায় বিশেষ ধরনের ডিজাইনের কিছুটা হেরফের করা হয়েছে।

৬) ‘CGS NOT FOR SALE' লেখা থাকবে।

কোভ্যাক্সিন আসল কিনা বুঝবেন কীভাবে?

কোভ্যাক্সিন আসল কিনা বুঝবেন কীভাবে?

১) লেবেলে অদৃশ্য ইউভি হেলিক্স, যা শুধুমাত্র ইউভি আলোর নীচেই দৃশ্যমান। কোভ্যাক্সিনের ‘X'-এ গ্রিন ফয়েলের এফেক্ট থাকে।

২) কোভ্যাক্সিনের উপর হলোগ্রাফিক এফেক্ট দেওয়া হয়েছে।

৩) লেবেলে একেবারে ক্ষুদ্র আদ্যক্ষর থাকবে, যাতে লেখা থাকবে কোভ্যাক্সিন।

স্পুটনিক ভি আসল কিনা বুঝবেন কীভাবে?

স্পুটনিক ভি আসল কিনা বুঝবেন কীভাবে?

১) স্পুটনিক ভি দু'টি সাইট থেকে আমদানি করা হয়েছে, যার কারণে এতে দু'টি আলাদা আলাদা লেবেল ব্যবহার করা হচ্ছে। এতে সমস্ত তথ্য এবং ডিজাইন একই রাখা হয়েছে। শুধুমাত্র উৎপাদকের নাম আলাদা।

২) এখনও পর্যন্ত আমদানি করা ভ্যাকসিনের পাঁচটি অ্যাম্পুল প্যাকের কার্টনের সামনে এবং পিছন দিকে শুধুমাত্র ইংরেজি লেবেল থাকে। বাকি সর্বত্র রাশিয়ান লিপি থাকে।

English summary

How to identify fake COVID-19 vaccines? Health ministry issues guidelines ; All you need to know in Bengali

Health Ministry Issues Guidelines To Identify Fake COVID-19 Vaccines, Here are the Parameters to check the authencity of Covid-19 vaccines. Read on.
X
Desktop Bottom Promotion