For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মস্তিষ্ক থেকে কিডনি, শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে উচ্চ রক্তচাপ!

|

রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। কারুর উচ্চ রক্তচাপ, কেউ কেউ আবার নিম্ন রক্তচাপের শিকার।তাই অনেকেই বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র কিনে রেখে দেন। সহজে রক্তচাপের কোনও উপসর্গ দেখা দেয় না। তবে রক্তচাপ মারাত্মক পরিস্থিতিতে পৌঁছে গেলে মাথা ঘোরা, বমি-বমি ভাব, নাক দিয়ে রক্ত পড়া, শ্বাসকষ্টের মতো একাধিক উপসর্গ দেখা দেয়। বিশেষ করে, উচ্চ রক্তচাপের জন্য শরীরের বিভিন্ন অঙ্গের উপর খারাপ প্রভাব পড়ে।

How high blood pressure impact different organs in the body

আসুন জেনে নেওয়া যাক উচ্চ রক্তচাপের জন্য শরীরের কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় -

উচ্চ রক্তচাপ কী ভাবে সংবহনতন্ত্রের উপর প্রভাব ফেলে?

উচ্চ রক্তচাপ কী ভাবে সংবহনতন্ত্রের উপর প্রভাব ফেলে?

আমাদের সংবহনতন্ত্র হৃদপিন্ড, ধমনী, শিরা এবং রক্ত, ​​এই চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত। উচ্চ রক্তচাপ মানবদেহের গোটা সংবহনতন্ত্রেই প্রভাব ফেলতে পারে। যার ফলে রক্ত সঞ্চালনে সমস্যা হয়।

উচ্চ রক্তচাপ ধমনীর ক্ষতি করে, হৃৎপিণ্ডে রক্ত ​​এবং অক্সিজেনের প্রবাহ কমায়, ফলে রক্তবাহিকাগুলি তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। হৃদ্‌যন্ত্র থেকে ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়া বিশুদ্ধ রক্ত, অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনার কাজে লাগে। সেখানে রক্তের ঘাটতি হলে সেই অঙ্গ-প্রত্যঙ্গগুলি কাজ করা বন্ধ করে দেয়। যার ফলে হৃদরোগ হয়।

মস্তিষ্কের উপর প্রভাব

মস্তিষ্কের উপর প্রভাব

উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্ক-সহ শরীরের বিভিন্ন অংশে রক্ত ​​প্রবাহ ও অক্সিজেন কমে যায়। এর ফলে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার অভাব ঘটে। হার্টের ধমনীর মতোই মস্তিষ্কের ধমনীরও ক্ষতি করে উচ্চ রক্তচাপ।

যখন মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত ধমনীতে রক্তের গতি অবরুদ্ধ হলে তখনই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া, মস্তিষ্কে রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটলে স্নায়ুর সমস্যাও দেখা দেয়।

কিডনির ক্ষতি

কিডনির ক্ষতি

কিডনির আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থ, অ্যাসিড এবং অতিরিক্ত তরল বের করে দেয়। রক্তে জল, লবণ এবং বিভিন্ন খনিজ, যেমন - সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং পটাশিয়ামের সঠিক ভারসাম্য বজায় রাখে।

উচ্চ রক্তচাপ কিডনিরও ক্ষতি করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিনে না রাখলে কিডনির কার্যকারিতায় বাধা পড়ে, ফলে কিডনি রোগ দেখা দেয়।

চোখের উপর প্রভাব

চোখের উপর প্রভাব

চোখের মধ্যে রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য যে সূক্ষ্ম রক্তবাহিকাগুলি থাকে, সেগুলিরও ক্ষতি করে উচ্চ রক্তচাপ। রেটিনার পিছনে থাকা টিস্যুগুলি নষ্ট হয়ে গেলে পুনরায় চোখের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। এর ফলে চোখে ঝাপসা দেখা, সম্পূর্ণ দৃষ্টিশক্তি নষ্ট, চোখে রক্ত পড়ার মতো ঘটনাও ঘটতে পারে।

উচ্চ রক্তচাপের কারণে চোখের রক্ত ​​প্রবাহে বাধা পড়ে, ফলে অপটিক স্নায়ুর ক্ষতি হতে পারে, চোখের মধ্যে রক্তপাত বা দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে।

প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে

প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে

মায়ো ক্লিনিকের মতে, যে পুরুষদের উচ্চ রক্তচাপ আছে তাদের ইরেক্টাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ উচ্চ রক্তচাপের কারণে লিঙ্গে রক্ত ​​​​প্রবাহে বাধা পড়ে। মহিলাদেরও উচ্চ রক্তচাপের ফলে যৌন জীবনে সমস্যা দেখা দেয়।

মায়ো ক্লিনিকের মতে, ভ্যাজাইনায় রক্ত ​​প্রবাহ কমে যাওয়ার কারণে, যৌন ইচ্ছা বা উত্তেজনা কমে যায়, যোনিপথে শুষ্কতা বা অর্গ্যাজমে সমস্যা দেখা দেয়।

English summary

How high blood pressure impact different organs in the body in bengali

High blood pressure can have a dangerous effect on not just your heart, but also your entire body, negatively impacting the quality of life. Read on.
Story first published: Saturday, November 26, 2022, 16:38 [IST]
X
Desktop Bottom Promotion