For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কী কী কারণে মাথা যন্ত্রণা হতে পারে? জেনে নিন এখানে

By Oneindia Bengali Digital Desk
|

মাথা ধরা বা মাথা যন্ত্রণা এখনকার দিনে বহু মানুষের সমস্যা। অনেকে রয়েছেন যাদের মাঝে মাঝেই মাথা ধরে। আবার অনেকে রয়েছেন, যারা প্রায় প্রতিদিনই মাথা যন্ত্রণার সমস্যায় ভোগেন। আর ফলে নিত্যদিনের বহু সহজ কাজ করতে অসুবিধার মধ্যে পড়তে হয়। [জেনে নিন ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য]

আমাদের জীবনযাত্রা যেমন কিছুটা এর জন্য দায়ী তেমনই নানা শারীরিক কারণেও অনেকের মাথা যন্ত্রণা হয়। সর্দি লাগা, গ্যাস সমস্যায় ভুগে মাথা যন্ত্রণার শিকার হন অনেকেই। [মাইগ্রেনের সমস্যা বাড়িয়ে তোলে এই জিনিসগুলি]

মাথা যন্ত্রণা রোজকার সমস্যা হলে কষ্ট পাওয়া অনেকেরই অভ্যাস হয়ে যায়। ফলে মাথা যন্ত্রণা হলেও অনেকেই তা পাত্তা না দিয়ে এড়িয়ে যান। ফলে বড় কোনও সমস্যা চোখ এড়িয়ে যায়। [মাথা যন্ত্রণা বহুগুণ বাড়িয়ে দেয় এই খাবারগুলি]

ঠিক কোন কোন কারণে আপনার মাথা যন্ত্রণা হতে পারে তার কারণ জানা থাকলে তা সারানোও সহজ হতে পারে। নিচের সেগুলিই বিস্তারিত আলোচনা করা হল। [সাইনাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার সহজ দাওয়াই]

হঠাৎ অত্যধিক যন্ত্রণা

হঠাৎ অত্যধিক যন্ত্রণা

হঠাৎ করে যদি আপমনার মাথা অত্যধিক বেশি যন্ত্রণা হতে থাকে তাহলে চিকিৎসা পরিভাষায় একে বলে 'থান্ডারক্ল্যাপ হেডঅ্যাক'। একমিনিটের মধ্যেই এটি মারাত্মক আকার নেয়। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে এমনটা হয়ে থাকে।

সহবাসের পরে যন্ত্রণা

সহবাসের পরে যন্ত্রণা

যদি দেখেন সহবাসের পরে আপনার মাথা যন্ত্রণা করছে বা শরীরচর্চার পরে মাথা যন্ত্রণা করছে তাহলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা প্রবল। দেরি না করে চিকিৎসকের কাছে যান।

যন্ত্রণা ও স্মৃতিভ্রম

যন্ত্রণা ও স্মৃতিভ্রম

যদি দেখেন মাথা যন্ত্রণার সঙ্গে সঙ্গে মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে বা দৃষ্টিশক্তি আবছা হয়ে আসছে তাহলে এটা স্ট্রোকের সঙ্কেত। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে ছুটে যান।

বেশি বয়সে মাথা যন্ত্রণা

বেশি বয়সে মাথা যন্ত্রণা

রক্তচাপ বেড়ে গেলে অনেক সময়ে বেশি বয়সে মাথা যন্ত্রণার সমস্যা হয়। রক্তচাপের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসক দেখিয়ে নিন।

আঘাতের পর মাথা ব্যথা

আঘাতের পর মাথা ব্যথা

কোনও আঘাতের পরে মাথায় যন্ত্রণা হলে সাবধান। ব্রেন ড্য়ামেজের কারণে এমন হতে পারে।

ক্যানসারের কারণ

ক্যানসারের কারণ

ক্যানসারের বিপদ সঙ্কেত বহন করে মাথা যন্ত্রণা। যদি পরিবারে কারও ক্যানসারের ইতিহাস থাকে আর আপনার নিয়মিত মাথা ধরা চলতে থাকে তাহলে সঠিক সময়ে সচেতন হোন।

English summary

Do You Know The Reason Behind Your Headache?

Do You Know The Reason Behind Your Headache?
Story first published: Tuesday, March 22, 2016, 13:25 [IST]
X
Desktop Bottom Promotion