For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Corbevax Vaccine : ১২-১৮ বছর বয়সীদের জন্য ছাড়পত্র পেল কর্বেভ্যাক্স টিকা, কতটা কার্যকরী এই ভ্যাকসিন?

|

দেশে আরও একটি করোনা টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পেল। ১২-১৮ বছর বয়সী ছেলে-মেয়েদের এই টিকা প্রয়োগ করা যাবে। ২১ ফেব্রুয়ারি ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বায়োলজিকাল-ই লিমিটেডের কোভিড ভ্যাকসিন কর্বেভ্যাক্স (Corbevax) এর জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে। খবর অনুযায়ী, প্রথম ব্যাচে ভারত সরকারের হাতে পাঁচ কোটি কর্বেভ্যাক্স ডোজ তুলে দেবে হায়দরাবাদ ভিত্তিক টিকা প্রস্তুতকারী সংস্থাটি। ২৮ দিনের ব্যবধানে কর্বেভ্যাক্স-এর দু'টি ডোজ নেওয়া যাবে। প্রতিটি ডোজের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা স্টোরেজ করা যায়। এটি ০.৫ এমএল (সিঙ্গেল ডোজ), ৫ মিলি (১০ ডোজ) এবং ১০ মিলি (২০ ডোজ) শিশি প্যাকে উপলব্ধ।

Corbevax

১৫ থেকে ১৭ বছর বয়সীদের টিকাকরণ ৩ জানুয়ারি থেকেই শুরু হয়েছে৷ টিনএজারদের জন্য দেশে প্রথম কোভিড টিকা কোভ্যাকসিন আনে ভারত বায়োটেক৷ এবার ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য ছাড়পত্র পেল কর্বেভ্যাক্স৷ পুরোপুরি ভারতে তৈরি প্রথম কোভিড টিকা হল কর্বেভ্যাক্স। এটি কোভিড-১৯ রোধক আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন।

বায়োলজিক্যাল ই-র কর্মকর্তা শ্রীনিবাস কোসারাজু আগেই জানিয়েছিলেন, গত বছরের সেপ্টেম্বরে বায়োলজিক্যাল-ই শিশু এবং কিশোর-কিশোরীদের উপর Corbevax-এর দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল করার অনুমতি পায়। গবেষণায় দেখা গিয়েছে যে, এই টিকা সম্পূর্ণ সুরক্ষিত ও রোগ প্রতিরোধে সক্ষম৷

২০২১-এর ডিসেম্বর মাসে জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্কদের এই টিকা দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছিল। এবার কিশোর-কিশোরীদের এই টিকা দেওয়া হবে।

English summary

Corbevax: Third Covid vaccine for 12-17 age group gets emergency approval from DCGI

Corbevax, Biological E Ltd’s (BE) Covid vaccine, has received emergency-use authorisation from the Drug Controller General of India (DCGI) for use in an emergency situation in adolescents aged 12 to 18 years. Know more.
X
Desktop Bottom Promotion