For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কফি : জেনে নিন কফি পানের কিছু উপকারিতা ও ঝুঁকি

|

আড্ডা দেওয়ার সময়, ক্লান্তিবোধ থেকে মুক্তি পেতে কিংবা কাজের ফাঁকে ঘুম তাড়াতে চা বা কফি-র জুড়ি মেলা ভার। এছাড়া, আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তত চার,পাঁচ বার চা বা কফি তো থাকবেই! অনেকেই আছেন যাঁরা তাঁদের দিনই শুরু করেন বেড টি বা কফি দিয়ে। তাই মানুষের মেজাজ পরিবর্তনে যে এগুলির ভূমিকা অন্যতম তা আর বলার অপেক্ষা রাখে না।

Coffee Benefits

বিশ্বব্যাপী অত্যধিক জনপ্রিয় পানীয়ের মধ্যে 'কফি' হল অন্যতম। 'কফি বীজ' নামে পরিচিত এক প্রকার বীজ পুড়িয়ে গুঁড়ো মিশিয়ে কফি তৈরি করা হয়। এই বীজ কফি চেরি নামক এক ধরনের ফলের বীজ। সবুজ কফি বিশ্বের সব থেকে বেশি বিক্রীত কৃষিপণ্যের মধ্যে একটি। কফিতে ক্যাফেইন নামক এক প্রকার উত্তেজক পদার্থ থাকে। ৮ আউন্স কফিতে প্রায় ১৩৫ মিলিগ্রাম ক্যাফেইন থাকে। কফির মূল উপাদান ক্যাফেইনের জন্য কফি মানুষের উপর উত্তেজক প্রভাব ফেলে ও উদ্দীপক হিসেবে কাজ করে। কফি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিক্রিত পণ্য।

কফির উপকারিতা :

একটি গবেষণায় দেখা গেছে, কফি লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং ক্যান্সার রোধ করে। এছাড়াও, আমাদের মানসিকভাবে সতেজ রাখে। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। গবেষকদের মতে, প্রতিদিন তিন থেকে চার কাপ কফি পান করা হলে আমাদের কিছু শারীরিক সমস্যার কমতে পারে।

ক) হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি কমায়

খ) করোনারি অ্যাস্টিরি রোগের ঝুঁকি কমায়

গ) ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়

ঘ) লিভার সেরোসিসের ঝুঁকি কমায়

ঙ) ক্যান্সারের হওয়ার ঝুঁকি কমায়

চ) ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায়

ছ) কফি পান করলে সতেজ অনুভূতি হয়। কফি শরীরে উদ্যম ও উৎসাহ তৈরি করে।

কফি পানের ঝুঁকি :

সবকিছুরই যেমন ভালো দিক আছে তেমন আবার খারাপ দিকও আছে। কফি পানের উপকারিতার পাশাপাশি এর কিছু ঝুঁকিও দেখা যায়। যারা খুব বেশি কফি পান করেন তাদের ক্ষেত্রে কফি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া, খালি পেটে কফি শরীরের পক্ষে মারাত্মক। বিশেষ করে ব্ল্যাক কফি ক্ষতির পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে দেয়, সেগুলি হল -

ক) খালিপেটে কফি খেলে বমি হতে পারে

খ) কোলেস্টেরলের মাত্রা বাড়ে

গ) মাথাব্যাথা

ঘ) ঘুমে ব্যাঘাত হয়

ঙ) বেশি কফি খেলে গর্ভধারণের ক্ষমতা কমে যেতে পারে

চ) স্নায়বিকতা এবং উদ্বেগ

ছ) অনিয়মিত হৃৎস্পন্দন বা উচ্চ রক্ত চাপের আশঙ্কা বাড়ায়

জ) হরমোন ক্ষরণে ব্যাঘাত ঘটায়

Read more about: coffee
English summary

Coffee: Benefits, nutrition, and risks

Coffee is the most popular drink in the world. Here some benefits and risks Of drink Coffee.
Story first published: Monday, September 30, 2019, 16:55 [IST]
X
Desktop Bottom Promotion