For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন ঠিক কী কারণে ব্রেন টিউমারে আক্রান্ত হতে পারেন আপনিও

|

মানুষের শরীর এক অজানা রহস্য। কোন সময়ে কি হবে তা আগে থেকে ঠাহর করা কোনওমতেই সম্ভব নয়। শরীরের যেকোনও ছোট-বড় অসুবিধা প্রাণের ঝুঁকি তৈরি করতে পারে। সেখান থেকে ফিরে আসা খুব একটা সহজ কাজ নয়। [ফুসফুসের ক্যানসারের পিছনের প্রধান অনুঘটকগুলি কি কি]

ব্রেন টিউমার এমন এক সমস্যা যা হঠাৎ করে জীবনকে বিপন্ন করে তুলতে পারে। এটি এমন এক সমস্যা যাতে জীবনের ঝুঁকি রয়েছে। তাই সবার আগে এই রোগ সম্পর্কে সম্ম্যক ধারণা থাকা আবশ্যক। নিচের স্লাইডে জেনে নিন ঠিক কী কারণে ব্রেন টিউমার হয়ে থাকে।

বংশগত রোগ

বংশগত রোগ

অনেক পরিবারে বংশানুক্রমিকভাবে নানা রোগ গেড়ে বসে থাকে। ব্রেন টিউমার তার মধ্যে অন্যতম। যদি তারকোট সিনড্রোম বা নিউরোফাইব্রোমাটোসিসের লক্ষণ চোখে পড়ে তবে সাবধান হোন। এগুলি ব্রেন টিউমারকে ডেকে আনে।

ক্ষতিকর বিকিরণের সংস্পর্শ

ক্ষতিকর বিকিরণের সংস্পর্শ

যেকোনও ধরনের রেডিয়েশন সমৃদ্ধ চিকিৎসা, তা সে শরীরের যেকোনও অঙ্গেই হোক না কেন, তা ব্রেন টিউমারের কারণ হতে পারে।

ক্যানসার

ক্যানসার

শরীরের অন্য কোনও অংশে ক্যানসার হলে মস্তিষ্কেও এর প্রভাব পড়তে পারে। ব্রেস্ট ক্যানসার, কিডনি ক্যানসার, ফুসফুসে ক্যানসার ইত্যাদি হলে ব্রেন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

বয়স

বয়স

কিছু ক্ষেত্রে শিশুরাও ব্রেন ক্যানসারে আক্রান্ত হতে পারে। তবে সাধারণত প্রাপ্তবয়স্কদেরই এই সমস্যা বেশি দেখা যায়। মেনিনজিওমাস একধরনের ব্রেন টিউমার যা মহিলাদের ক্ষেত্রেই বিশেষত দেখা যায়।

ঘরোয়া ব্যবহারের জিনিসের বিকিরণ

ঘরোয়া ব্যবহারের জিনিসের বিকিরণ

ঘরে ব্যবহৃত নানা সামগ্রীতে ইলেক্ট্রোম্যাগনেটিক ক্ষেত্র ও বিকিরণের সমস্যা রয়েছে। এর ফলে প্রতিদিনের ব্যবহৃত মোবাইল বা মাইক্রোওয়েভের মতো জিনিস ব্রেন টিউমারের সমস্যাকে বাড়িয়ে তোলে।

পরিবারের ইতিহাস

পরিবারের ইতিহাস

পরিবারে যদি কারও ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে তাহলে দেরি না করে প্রথমেই সাবধান হোন। একজন ভালো নিউরোলজিস্টের পরামর্শ নিন।

আরও খবর পড়ুন এখানে :

থাইরয়েড ক্যানসার সম্পর্কে জেনে নিনথাইরয়েড ক্যানসার সম্পর্কে জেনে নিন

জেনে নিন ওভারির ক্যানসারের প্রধান লক্ষণগুলিজেনে নিন ওভারির ক্যানসারের প্রধান লক্ষণগুলি

জেনে নিন কেন ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেনজেনে নিন কেন ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন

ব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্যব্রেন ক্যানসার সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

জেনে নিন জরায়ুর ক্যানসারের পূর্ব লক্ষণগুলিজেনে নিন জরায়ুর ক্যানসারের পূর্ব লক্ষণগুলি

English summary

Actual Causes For A Brain Tumour

Actual Causes For A Brain Tumour
Story first published: Friday, January 8, 2016, 14:11 [IST]
X
Desktop Bottom Promotion