For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) জেনে নিন কীভাবে বুঝবেন ডায়বেটিস হয়েছে আপনার

|

আজকের দিনে ডায়বেটিস একটি অত্যন্ত কমন রোগ। ঘরে ঘরে ডায়বেটিস রোগী রয়েছে। রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে ডায়বেটিস রোগের শিকার হই আমরা। ইনসুলিন হরমোনের উৎপাদন রক্তে কমে গেলে ডায়বেটিস জাঁকিয়ে বসে শরীরে।

টাইপ ১ ডায়বেটিস খুব কমবয়সে হতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর তা কিছুটা নির্ভর করে। অন্যদিকে টাইপ ২ ডায়বেটিস সাধারণত চল্লিশের কোঠা পেরনোর পর হয়ে থাকে।

২০১৩ সালের হিসাব অনুযায়ী বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষ ডায়বেটিস বা মধুমেয় রোগে আক্রান্ত। আর এর মধ্যে ৯০ শতাংশই আক্রান্ত টাইপ ২-তে। আসুন নিচের স্লাইডে দেখে নিন ডায়বেটিসের নানা পূর্ব লক্ষণ।

ঘনঘন প্রস্রাব পাওয়া

ঘনঘন প্রস্রাব পাওয়া

যদি দেখেন দিনের মধ্যে বারেবারে আপনাকে বাথরুমে যেতে হচ্ছে প্রস্রাবের জন্য তাহলে সাবধান হোন। কিডনি তখন চেষ্টা করে রক্তের অতিরিক্ত গ্লুকোজকে বের করে দিতে।

অতিরিক্ত তৃষ্ণা

অতিরিক্ত তৃষ্ণা

ডায়বেটিসে আক্রান্ত হলে গলা বারবার শুকিয়ে আসে। প্রস্রাবের সময়ে শরীর থেকে বেশি পরিমাণে জল বেরিয়ে যাওয়ার তেষ্টা পায়।

খিদে বেড়ে যাওয়া

খিদে বেড়ে যাওয়া

হঠাৎ করে কিছুদিনের মধ্য়ে কিদে বেড়ে গেলে সাবধান হোক। ডায়বেটিসের প্রাথমিক লক্ষণ এটি।

মুখ শুকিয়ে যাওয়া

মুখ শুকিয়ে যাওয়া

মধুমেয় রোগে মুখের ভিতরের অংশ বারবার শুকিয়ে যায়। ডায়বেটিসের ফলে শুকনো মুখ হলে তা আরও নানা সমস্যা তৈরি করে। দাঁত ও মাড়ির সমস্যা হয় শুকনো মুখে।

ওজন কমা বা বেড়ে যাওয়া

ওজন কমা বা বেড়ে যাওয়া

কোনও কারণ ছাড়াই যদি দেখেন ওজন কমে গিয়েছে বা বেড়েছে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

ক্লান্তি

ক্লান্তি

ডায়বেটিস হলে অল্পতেই অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়বেন আপনি। এছাড়া ঘুমের মধ্যে বারবার বাথরুমে যাওয়া, ঠিকমতো ঘুম না হওয়াও আপনাকে ক্লান্ত করে দেবে।

দৃষ্টিশক্তিতে সমস্যা

দৃষ্টিশক্তিতে সমস্যা

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তা চোখেরও ক্ষতি করে। দৃষ্টিশক্তি কমে যায়, ঝাপসা দেখতে শুরু করবেন আপনি।

মাথাব্যথা

মাথাব্যথা

ডায়বেটিসের ফলে মাথাব্যথার সমস্যাও হতে পারে। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে মাথাব্যথা সঙ্গী হতে পারে। গ্লুকোজের পরিমাণ যত বাড়বে, ততই মাথাব্যথা তীব্র হবে।

কাটা-পোড়া সহজে শুকোবে না

কাটা-পোড়া সহজে শুকোবে না

ডায়বেটিস হলে কোন জায়গায় কেটে গেলে বা পুড়ে গেলে সহজে তা শোকাবে না।

সহজেই সংক্রমণ হবে শরীরে

সহজেই সংক্রমণ হবে শরীরে

মধুমেয় রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। ফলে যেকোনও রোগের সংক্রমণ সহজেই হতে পারে শরীরে।

হাত-পায়ে অসাড়তা

হাত-পায়ে অসাড়তা

ডায়বেটিসের ফলে আমাদের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। ফলে হাত-পা বা শরীরের নানা অঙ্গে অসাড়তা দেখা দিতে পারে।

চামড়ার রঙ বদলে যায়

চামড়ার রঙ বদলে যায়

গলা, কুঁচকি, বগল ইত্যাদি জায়গার চামড়ার রঙ গাঢ়় হয়ে যায়। ডায়বেটিস হলে নিম্নাঙ্গে, কুঁচকিতে চুলকানি অনুভব হয়।

যৌন অক্ষমতা

যৌন অক্ষমতা

ডায়বেটিসে আক্রান্ত রোগীর যৌন অক্ষমতা তৈরি হয়। তিন-চতুর্থাংশ ক্ষেত্রে ডায়বেটিক পুরুষরা সন্তানের জন্ম দিতে অক্ষম হন।

English summary

13 Early Warning Signs Of Diabetes Mellitus Or Type 2 Diabetes

13 Early Warning Signs Of Diabetes Mellitus Or Type 2 Diabetes
Story first published: Tuesday, June 16, 2015, 18:09 [IST]
X
Desktop Bottom Promotion