For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

খুশকি কিছুতেই দূর করতে পারছেন না? আপেল সাইডার ভিনেগার ব্যবহারেই ম্যাজিকের মতো কাজ হবে!

|

শুধু শীতকালেই নয়, এখন সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন অনেকে। নানা রকম রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করেও কোনও ফল মেলে না। তবে এখন উপায়? আপেল সাইডার ভিনেগার ব্যবহারে খুব সহজেই খুশকির সমস্যা নিয়ন্ত্রণে আসতে পারে। স্ক্যাল্পকেও হেলদি রাখে এই জিনিসটি।

Ways To Use Apple Cider Vinegar To Cure Dandruff

চলুন জেনে নেওয়া যাক, খুশকি সারাতে আপেল সাইডার ভিনেগার কী ভাবে ব্যবহার করবেন -

আপেল সাইডার ভিনেগার ম্যাসাজ

আপেল সাইডার ভিনেগার ম্যাসাজ

হাতে পরিমাণমতো ভিনেগার নিয়ে পুরো স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই পদ্ধতি প্রয়োগ করুন।

আপেল সাইডার ভিনেগার ও টি ট্রি অয়েল

আপেল সাইডার ভিনেগার ও টি ট্রি অয়েল

৩ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগারের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। তারপর ১০ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ফেলুন। সপ্তাহে একবার এটি করতে পারেন।

আপেল সাইডার ভিনেগার ও বেকিং সোডা

আপেল সাইডার ভিনেগার ও বেকিং সোডা

২ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মেশান। ঘন পেস্ট তৈরি করুন। স্ক্যাল্পে এই পেস্ট লাগিয়ে আলতো করে ম্যাসাজ করুন প্রায় ৫ মিনিট। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু'বার এটি করুন।

বাজারচলতি কন্ডিশনার নষ্ট করছে চুল? এবার ব্যবহার করুন ঘরে তৈরি কলার কন্ডিশনারবাজারচলতি কন্ডিশনার নষ্ট করছে চুল? এবার ব্যবহার করুন ঘরে তৈরি কলার কন্ডিশনার

অ্যালোভেরা ও আপেল সাইডার ভিনেগার

অ্যালোভেরা ও আপেল সাইডার ভিনেগার

৫ টেবিল চামচ নারকেলের দুধ, ৬ টেবিল চামচ অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে নিন। ভেজা চুলে এই মিশ্রণটি লাগিয়ে ম্যাসাজ করুন। পাঁচ মিনিট রাখার পর চুল ধুয়ে ফেলুন। এর পর ১ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার এবং এক কাপ জল একসঙ্গে মিশিয়ে চুল ধুয়ে ফেলুন। এর পর আর নর্মাল জল দিয়ে চুল ধোওয়ার দরকার নেই। সপ্তাহে দু'বার এটি করতে পারেন।

আপেল সাইডার ভিনেগার ও মধু

আপেল সাইডার ভিনেগার ও মধু

হাফ কাপ আপেল সাইডার ভিনেগার, ২ টেবিল চামচ মধু মিশিয়ে নিন ভাল করে। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ফেলুন। তারপর শাওয়ার ক্যাপ দিয়ে চুল ঢেকে রাখুন ১৫ মিনিট। এবার শ্যাম্পু করে নিন।

English summary

5 Ways To Use Apple Cider Vinegar To Cure Dandruff

This article has put together a list of the 5 apple cider vinegar methods to help you get rid of dandruff. Read on.
Story first published: Friday, October 28, 2022, 21:10 [IST]
X
Desktop Bottom Promotion