For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ড্রাই স্কিনের সমস্যায় তেলের ভূমিকা

শীত পরলেই ড্রাই স্কিনের সমস্যা খুব মাথাচারা দিয়ে ওঠে। চিন্তা নেই। কিছু তেলের ব্যবহারে কমে যেতে পারে এই সমস্যা। কী তেল ব্যবহার করবেন? এই প্রবন্ধটি পড়ে জেনে নিন কী কী তেল ব্যবহার করলে দূরে পালাবে ড্রাই

By Lekhaka
|

শীত আসতে না আসতেই যে সমস্যায় আমরা প্রায় সবাই কাবু হয়ে পরি তা হল ড্রাই স্কিনের সমস্যা। আর যাদের এমনিতেই ড্রাই স্কিন তাদের তো আসুবিধা সবথেকে বেশি। চিন্তা নেই, উপায় আছে। এমন কিছু তেল আছে যার সাহায্যে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব।
আসলে এমন ধরনের অসুবিধা তখনই হয় যখন আমাদের ত্বক নিজের আদ্রতা হারায়। তাই এদিকটা খেয়াল রাখাটা একান্ত প্রয়োজন। তাছারা আমাদের ত্বক যত আদ্র থাকবে তত আপনাকে ত্বেকের জৌলুস বারবে, সঙ্গে বারবে আমাদের সৌন্দর্য।

যাদের এমনিতেই তৈলাক্ত ত্বক তাদেরও কিন্তু শীত কালে ড্রাই স্কিনের সমস্যা হয়। বিশেষত মুখের আশপাশে শুকিয়ে যায় বেশি। তাই শীত আসতে না আসতেই সারা শরীরে ময়েসচারাইজার ব্যবহার শুরু করে দেওয়াটা খুব দরকার। আর তেল যে আমাদের ত্বককে ময়েসচারাউজড বা তৈলাক্স রাখে একথা কারও আজ আর অজানা নেই। তাই শীতের বন্ধু বানিয়ে ফেলুন তেলকে। এখন প্রশ্ন কী তেল ব্যবহার করবেন। চিন্তা নেই, বোল্ডস্কাইয়ের এই প্রবন্ধটি পড়ে জেনে নিন কী তেল ব্যবহার করলে কমতে পারে আপনার ড্রাই স্কিনের সমস্যা।

১, ফ্রেঙ্কিনসেন্স তেল:

১, ফ্রেঙ্কিনসেন্স তেল:

ত্বকের আদ্রতা বারানোর পাশাপাশি পিগমেন্টটেশন এবং বলিরেখা কমাতেও সাহায্য করে।

২. ইয়েলং ইয়েলং তেল:

২. ইয়েলং ইয়েলং তেল:

তৈলাক্ত ত্বক, সেই সঙ্গে ব্রণর সমস্যাও কি পিছু ছারছে না? তাহলে এই তেলটি একবার মুখে লাগিয়ে দেখুন। দারুন ফল পাবেন। সেই সঙ্গে

৩. গ্রেনিয়াম তেল:

৩. গ্রেনিয়াম তেল:

ত্বকের আদ্রতা বারাতে এই তেলটির কোনও জুরি মেলা ভার। তাই আদ্র ত্বক বা ড্রাই স্কিনের সমস্যা হলেই চোখ বুজে এই তেলটি মুখে মাখতে পারেন।

৪. ল্যাভেন্ডার তেল:

৪. ল্যাভেন্ডার তেল:

গন্ধ যেমন সুন্দর, তেমনি ত্বকের পরিচর্যাতেও এই তেলটি দারুন কাজে দেয়। ত্বকের দাগ কমানোর পাশাপাশি ত্বককে আদ্র রাখতেও ল্যাভেন্ডার তেল দারুন কার্যকরি।

৫. রোজহিপ তেল:

৫. রোজহিপ তেল:

ত্বকের কি বয়স হচ্ছে বলে মনে হচ্ছে? চিন্তা নেই! আজ থেকেই রোজ রাতে মুখে লাগাতে শুরু করুন এই তেল। কিছু দিনেই দেখবেন সমস্যা কমতে শুরু করে দিয়েছে।

৬. নেরইলি তেল:

৬. নেরইলি তেল:

ত্বকের আদ্রতা এবং সৌন্দর্য ফেরাতে এই তেলটি দারুন কাজে দেয়। ভিটামিন আর মিনারেলে ভরপুর এই সেলটি রোজ দিন মাখুন। অল্প দিনেই দেখবেন ড্রাই স্কিনের সমস্যা দূরে পালাচ্ছে।

৭. জুনিপার তেল:

৭. জুনিপার তেল:

ড্রাই স্কিনের কারেণ কি আপনার ত্বক ফেটে যাচ্ছে? সেই সঙ্গে বারংবার ত্বকে সংক্রমণ হচ্ছে? আজই সংগ্রহ করুন এই তেল। কারণ এই ধরনের সমস্যায় জুনিপার অয়েলের কোনও বিকল্প নেই।

৮. ক্যামোমিল তেল:

৮. ক্যামোমিল তেল:

এই তেলটিকে অনেকে মিরাকেল তেলও বলে ডেকে থাকেন।কারণ এটি শুধু ড্রাই স্কিনের সমস্যা দূর করে না। সেই সঙ্গে একজিমা, ব্রণ এবং ত্বকের আরও নানা সমস্যা কমাতেও সাহায্য করে।

English summary

ড্রাই স্কিনে তেল। গ্রেনিয়াম তেল।

The winters usually spell havoc for our skin, especially if you have dry skin. But it does not mean that you give up hope, as these top essential oils, which we have listed below, are all miracle workers for dry skin.
Story first published: Wednesday, January 4, 2017, 11:21 [IST]
X
Desktop Bottom Promotion