For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চোখের মেক আপের সময় অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলে বিরাট ক্ষতি হতে পারে!

|

বিয়ে বাড়ি হোক বা পার্টি, একটু-আধটু মেক আপ আমরা সকলেই করে থাকি। আর মেক আপের কথা বললে সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় তা হল চোখ। চোখের মেক-আপ নিখুঁত না হলে পুরো সাজটাই মাটি! তবে চোখে মেক আপ প্রয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত, নাহলে আপনি দৃষ্টিশক্তি পর্যন্ত হারাতে পারেন।

Tips to protect your eyes while doing makeup

আসুন জেনে নিন, চোখে মেক আপ প্রয়োগের আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন -

হাইপো অ্যালার্জেনিক পণ্য

হাইপো অ্যালার্জেনিক পণ্য

সর্বদা হাইপো অ্যালার্জেনিক পণ্য ব্যবহার করুন। এছাড়া, প্রোডাক্ট ব্যবহারের আগে সেটা আপনার হাতে লাগিয়ে দেখে নিন যে সেই পণ্য থেকে আপনার অ্যালার্জি হচ্ছে কিনা। মেক আপে উপস্থিত সুগন্ধি, রং, প্রিজারভেটিভস, নিকেল, ইত্যাদির কারণে আপনার অ্যালার্জি হতে পারে।

মেকআপ শেয়ার করবেন না

মেকআপ শেয়ার করবেন না

চোখের মেক আপ প্রোডাক্ট এবং মেক আপ ব্রাশ কখনই কারুর সঙ্গে শেয়ার করবেন না। কারণ কসমেটিক্স জীবাণুর প্রজনন স্থল। তাই অন্যের মেক আপ ব্যবহার করলে বা নিজের পণ্য কাউকে দিলে ইনফেকশন হওয়ার ঝুঁকি থেকেই যায়।

মেক আপ তুলে ফেলুন

মেক আপ তুলে ফেলুন

আইলাইনার, কাজল, মাস্কারা চোখের ভেতরে ঢুকে যেতে পারে। তাই ঘুমানোর আগে অবশ্যই মেক আপ তুলে ফেলবেন। চোখের মেক আপ অপসারণ করতে অ্যালকোহল ফ্রি মেক আপ রিমুভার ব্যবহার করুন।

ওয়াটারলাইন ফাঁকা রাখুন

ওয়াটারলাইন ফাঁকা রাখুন

চোখের পাতায় অর্থাৎ ওয়াটারলাইনে অনেকগুলো গ্রন্থি খোলা থাকে, যা আমাদের চোখকে লুব্রিকেট করতে সাহায্য করে। কিন্তু সেই আইল্যাশ লাইনেই মেক আপ করলে এই গ্রন্থিগুলি ব্লক হয়ে যাবে, ফলে ইনফেকশনের সম্ভাবনা আরও বাড়বে।

কনট্যাক্ট লেন্স পরেন? চোখের মেকআপের সময় মাথায় রাখুন এই বিষয়গুলিকনট্যাক্ট লেন্স পরেন? চোখের মেকআপের সময় মাথায় রাখুন এই বিষয়গুলি

কোহল আই লাইনার

কোহল আই লাইনার

কোহল আই লাইনারে প্রচুর পরিমাণে সীসা থাকে, যা আমাদের চোখের ক্ষতি করতে পারে। তাই এগুলি ব্যবহার না করাই ভাল।

মেয়াদ শেষ হওয়ার তারিখ

মেয়াদ শেষ হওয়ার তারিখ

সমস্ত প্রসাধনীর মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে তবেই কিনবেন। মেয়াদ শেষ হওয়ার পরেও কোনও পণ্য ব্যবহার করলে ইনফেকশনে ভুগতে পারেন। কারণ সেই সব পণ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি হয়।

কন্ট্যাক্ট লেন্স

কন্ট্যাক্ট লেন্স

যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তারা সর্বদা মেকআপ করার আগে লেন্স পরে নেবেন এবং খুব সাবধানে চোখের মেক আপ করবেন।

মেক আপ করার পরে যদি চোখ লাল হয়, ঝাপসা দেখেন এবং চোখ দিয়ে জল পড়তে থাকে তাহলে অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের কাছে যান।

English summary

Tips to protect your eyes while doing makeup in bengali

Here are some tips on how to use eye make up safely while protecting our eyes. Read on.
Story first published: Monday, December 5, 2022, 18:06 [IST]
X
Desktop Bottom Promotion