For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Winter Skin Care : ঠান্ডা আবহাওয়ায় হাত ও পায়ের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? যত্ন নিন ঘরোয়া পদ্ধতিতে

|

রুক্ষ, শুষ্ক ত্বক শীতকালের একটা বড় সমস্যা। শীতের রুক্ষ আবহাওয়ায় ত্বক ফাটতে শুরু করে, খসখসে হয়ে যায়। তাই ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজনীয়। বিশেষ করে হাত আর পায়ের ত্বক সবসময় শুষ্ক থাকে। ত্বকে টান অনুভব হয়। এর মূল কারণ হল, শরীরের এই দু'টি অঙ্গ সর্বক্ষণ কোনও না কোনও কাজে ব্যস্ত থাকে। পায়ে রাজ্যের ধুলো-ময়লা লাগে সারা দিন ধরে। সেটা পরিষ্কার করার জন্য ঘন ঘন সাবান আর জলের ব্যবহার হয়। খাওয়ার আগে-পরে, প্রতিবার টয়লেট ব্যবহারের পর আমরা সাবান দিয়ে হাত ধুই। এছাড়া, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা তো আছেই। বারবার জল ব্যবহারের কারণে হাতও আর্দ্রতা হারায় খুব দ্রুত।

Tips to deal with dry hands and feet during the winter

শুধু মুখের ত্বকের কথা ভাবলেই হবে না, শীতে হাত ও পায়েরও সমান যত্ন নেওয়া দরকার। কী ভাবে নেবেন হাত, পায়ের ত্বকের যত্ন? আজকের আর্টিকেলে তারই কিছু সহজ টিপস রইল।

হাত ময়েশ্চারাইজ করুন

হাত ময়েশ্চারাইজ করুন

মার্কেটে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। এমন কিছু ময়েশ্চারাইজার আছে, যেগুলি কেবলমাত্র হাত ও পায়ে ব্যবহারের জন্য। আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার কিনুন। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রতিবার হাত ধোওয়ার পর ময়েশ্চারাইজার লাগান। নারকেল তেলের মতো বেশ কিছু তেল ময়েশ্চারাইজারের মতো কাজ করে।

রাতে ময়েশ্চারাইজার প্রয়োগ করুন

রাতে ময়েশ্চারাইজার প্রয়োগ করুন

হাতে ও পায়ে পরিমাণমতো ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান। তারপর মোজা, গ্লাভস পরে নিন। এতে ত্বকে ময়েশ্চারাইজার ভালোভাবে শোষণ হবে। সকালে দেখবেন ত্বক কোমল ও মসৃণ হয়ে উঠেছে।

অ্যালোভেরা ব্যবহার করুন

অ্যালোভেরা ব্যবহার করুন

অ্যালোভেরায় অনেক গুণাগুণ রয়েছে। এর অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য ত্বকের নানা সমস্যা দূর করে। সাধারণত অ্যালোভেরার কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা ত্বকে প্রয়োগ করতে পারেন।

সাবান ব্যবহার করবেন না

সাবান ব্যবহার করবেন না

সাবানে থাকা রাসায়নিক হাত, পায়ের ত্বক আরও শুষ্ক করে তোলে। তাই ঘন ঘন সাবান দিয়ে হাত ধোওয়া বন্ধ করুন।

গ্লাভস পরুন

গ্লাভস পরুন

সারা দিনে বহু বার জল ব্যবহার করেন? অত্যধিক জল ব্যবহারে হাতের ত্বকে প্রাকৃতিক তেল অপসারিত হয়। ফলে হাত শুষ্ক, নিস্তেজ হয়ে ওঠে। তাই বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছার মতো জলের কাজ করার আগে রাবারের গ্লাভস পরে নিন। এতে হাতের ত্বক সুরক্ষিত থাকবে এবং শুষ্ক হবে না।

এয়ার ড্রায়ার ব্যবহার করবেন না

এয়ার ড্রায়ার ব্যবহার করবেন না

কয়েক সেকেন্ডে ভেজা হাত শুকানোর দুর্দান্ত উপায় হট এয়ার ড্রায়ার। কিন্তু এতে হাতের ত্বক শুষ্ক হয়ে যায়। গরম, শুষ্ক বাতাস ত্বককে অতিরিক্ত শুষ্ক করে দিতে পারে। তাই টিস্যু বা পেপার টাওয়েল দিয়ে ভেজা হাত মোছা সবচেয়ে ভাল।

English summary

Tips to deal with dry hands and feet during the winter in bengali

How do you treat dry hands and feet during the winter? You can find the answer right here. Read on.
Story first published: Friday, December 9, 2022, 17:01 [IST]
X
Desktop Bottom Promotion