For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাড়িতে বসে হেয়ার স্পা করার কিছু পদ্ধতি

By Tulika Goshal
|

আপনি খুব সুন্দরী, আপনার একটি আশ্চর্যজনক ব্যক্তিত্ব আছে, আপনি আপনার বিস্ময়কর ড্রেসিং ইন্দ্রিয়র জন্য পরিচিত, কিন্তু আপনার চুলের সমস্যার জন্য সবসময় একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়|বিউটি পার্লারে প্রচুর পরিমানে ব্যয়ের পর হয়তো আপনি তাৎক্ষণিক সুফল পেয়ে থাকেন কিন্তু কিছু পরেই আপনার চুল আবার নিস্তেজ দেখায়|

যদি আপনি প্রায়ই এই চুলের সমস্যার সম্মুখীন হন এবং খুব বেশি টাকা খরচ করে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে বাড়িতে একটি হেয়ার ট্রিটমেন্ট শুরু করুন|এটা কঠিন শোনাচ্ছে? চিন্তা করবেন না এটা সত্যিই খুব সহজ এবং কখনও আপনার পকেটের ওপর চাপ বাড়াবে না|

ঘরোয়া হেয়ার স্পা

বাড়িতে বসে গরম তেলের হেয়ার ট্রিটমেন্ট! দেখে নিন

বাড়ীতে হেয়ার স্পা মোটেও ব্যয়বহুল বা সাধ্যাতীত নয়| চুলের স্পার জন্য প্রয়োজন অধিকাংশ দ্রব্যই আপনার রান্নাঘরেই পাওয়া যায়|ঘরোয়া পদ্ধতিতে হেয়ার স্পা করার পাঁচটি ধাপ আছে যেমন মালিশ, গরম জলের ভাপ নেওয়া, ধোওয়া, কন্ডিশনিং এবং হেয়ার মাস্ক প্রয়োগ করা|

উজ্জ্বল চুলের জন্য ফলের মাস্ক

প্রয়োজনীয় জিনিস: আপনার পছন্দের হেয়ার অয়েল, কন্ডিশনার (ঘরোয়া বা বাজার থেকে কেনা), হেয়ার মাস্ক (ঘরোয়া বা বাজার থেকে কেনা)

ধাপ 1: আপনার মাথার ত্বক মালিশ করুন|
বাড়ীতে হেয়ার ট্রিটমেন্ট শুরু করার এটি প্রথম ধাপ|কোনো পুষ্টিকর তেল দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আপনার মাথা মালিশ করুন| আপনি জলপাই তেল, বাদাম তেল, নারিকেল তেল বা তিলের তেল ব্যবহার করতে পারেন|সবচেয়ে ভালো হয় যদি এই সব তেল সম পরিমান একসাথে মিশিয়ে ব্যবহার করেন| আপনার আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে মালিশ করুন|এটা রক্তসঞ্চালন বৃদ্ধি করে এবং চুল বৃদ্ধি করতে সাহায্য করে|

ধাপ 2: চুলে উষ্ণ বাষ্প
গরম জলে একটি তোয়ালে বা সুতিবস্ত্র ডুবিয়ে বাড়তি জল নিঙড়ে নিন| তেল মাখানো চুলে এই তোয়ালে ভালো করে জড়িয়ে নিন|এটি মাথার গভীরে তেল প্রবেশ করতে সাহায্য করে যা চুলের পুষ্টি যোগায়|অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন|

ধাপ 3: আপনার চুল ধুয়ে নিন
এবার একটি হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন|আপনার চুল ধোওয়ার জন্য ঠান্ডা অথবা ঈষদুষ্ণ জল ব্যবহার করতে পারেন|গরম জল খুশকি, মাথা শুষ্ক এবং চুলের শিকড় দুর্বল করে দেয়|

ধাপ 4: কন্ডিশনার প্রয়োগ
শ্যাম্পুর পর কন্ডিশনার প্রয়োগ করা প্রয়োজন|আপনার সুবিদার্থে হয় ঘরোয়া অথবা বাজারের তৈরী কন্ডিশনার ব্যবহার করতে পারেন|বাড়িতে তৈরী কন্ডিশনারের জন্য চা পাতা সিদ্ধ করে একটি পাতি লেবুর রস যোগ করুন| প্রতিবার এই মিশ্রণটি শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন|

ধাপ 5: হেয়ার মাস্কের প্রয়োগ
এই শেষ ধাপ আপনার চুলে সব প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে|আপনি বাজার থেকে একটি হেয়ার মাস্ক কিনতে পারেন বা আপনার চাহিদা অনুযায়ী বাড়ির সরঞ্জাম থেকে এটা তৈরী করতে পারেন|বিভিন্ন ঘরোয়া চুলের মাস্ক আপনার চুলের চিকিৎসার জন্য চেষ্টা করে দেখতে পারেন|

  • আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী অল্প নারিকেল তেলের সাথে একটি অথবা দুটি ডিম্ মেশান আর হেয়ার মাস্ক হিসাবে প্রয়োগ করুন|কুড়ি মিনিটের জন্য মাথায় একটি উষ্ণ তোয়ালে জড়িয়ে রাখুন ও তারপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন|
  • একটি পাকা কলা চটকে জলপাই তেল, ডিম, মধু ও দুধের সঙ্গে মেশান ও চুলে প্রয়োগ করুন|এটা কুড়ি মিনিটের জন্য বসতে দিয়ে ধুয়ে ফেলুন|
  • কলা, মধু, দই এবং জলপাই তেলের মিশ্রণও আপনার চুলে বিস্ময় সৃষ্টি করতে পারে|এই মিশ্রণ আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন|

এখন যখন আপনি বাড়িতে চুলের স্পা করতে জেনেছেন তখন সপ্তাহে একবার অথবা পনেরো দিনে একবার করুন ও পার্থক্য বুঝুন|আপনি কাঙ্ক্ষিত ফলাফল খুব শীঘ্রই পাবেন|

English summary

হেয়ার স্পা বাড়িতে | ঘরোয়া চুলের পরিচর্যা | ঘরোয়া হেয়ার মাস্ক

You are a beautiful woman, you have an amazing personality, you are known for your wonderful dressing sense, but your hair always puts you in an embarrassing situation. You spend hefty amounts in hair salon and beauty parlour; it relieves you for some time but again your hair looks dull.
Story first published: Friday, October 14, 2016, 15:24 [IST]
X
Desktop Bottom Promotion