For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নিম ও দই আপনার ত্বকে লাগালে কি হয় জানেন?

By Riddhi Ghosh
|

দামী সব রুপচর্চা ও প্রসাধনী সামগ্রী কিনে ব্যবহার করে কোন ফল পাননি, শুধু পকেট খালি হয়েছে আপনার?উত্তর যদি হ্যাঁ হয়,তাহলে এবার কিছু প্রাকৃতিক রুপটান (প্যাক) চেষ্টা করে দেখুন।

যদি কুশ্রী কালো দাগ ও খুঁত আপনার ত্বকে আপনার লজ্জার কারণ হয়ে থাকে,যার ফলে ত্বক অনুজ্জ্বল লাগে - যেনে নিন আপনি একা নন। এরকম অনুভূতি অনেক মানুষেরই এবং তারাও একই রকম নিরাশ ত্বক নিয়ে।

আজকাল বেশির ভাগ লোকেরই চাকরিতে অধিক পরিমাণে স্ট্রে্স থাকে।যাতায়াত করার পথে দূষণ,এছাড়া ত্বকের যত্ন নেওয়া বা স্বাস্থ্যকর খাওয়া দাওয়ার সময় হয় না, যার ফলে ত্বকের সমস্যা বেড়ে যাচ্ছে।

আপনি কি জানেন যে নিম ও দই-র মত অনেক প্রাকৃতিক উপাদানের মধ্যে আছে অনেক রুপচর্চার গুণ, যা অদ্বিতীয় ও খুব কাজের?

স্রেফ কিছু নিমপাতা ধুয়ে,সেগুলো বেটে নিন, তার সাথে দিন দুই চামচ জল। এবার ভাল একটা মিশ্রণ তৈরী করুন পেস্টের মত। ব্যস আপনার প্রাকৃতিক সাধারণ ত্বকের জন্য প্যাক তৈরী।

এটা আপনার ত্বকের ওপর লাগান, এবং ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এবার জানুন নিম ও দইের প্যাক ত্বকের জন্য কতটা উপকারি।

১.উজ্জ্ল বর্ণ

১.উজ্জ্ল বর্ণ

এটা একটা প্রকৃতিক প্যাক যাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও পুষ্টিকর উপাদান আছে, যা আপনার ত্বকের কোষগুলো পুষ্টি দেয় ভেতর থেকে। এর ফলে ত্বক আরও স্বাস্থ্যকর ও উজ্জ্বল দেখায়।

২.ত্বকের দাগ হালকা করে

২.ত্বকের দাগ হালকা করে

ঘরে বানানো এই প্যাকের পক্ষে স্বাভাবিক উপায়ে ত্বকের সমস্যা মেটায় ও নষ্ট হয়ে যাওয়া টিস্যু ঠিক করে।নিয়মিত ব্যবহার করলে ত্বকের দাগ কম করে ও ত্বক মসৃণ করে।

৩.সূর্য্য থেকে সুরক্ষা

৩.সূর্য্য থেকে সুরক্ষা

দই ও নিমের মিশ্রণ প্রাকৃতিক সানস্ক্রীন হিসেবে কাজ করে। এটা ত্মককে সূর্য্য থেকে ট্যান হওয়া থেকে বাঁচায় এবং ক্ষতিকারক ইউ ভি রশ্মির হাত থেকে রক্ষা করে।

৪.ব্রণ কমায়

৪.ব্রণ কমায়

জীবাণু প্রতিরোধ করার ক্ষমতা সমৃদ্ধ এই প্যাক ব্রণ সৃষ্টিকারি ব্যাকটেরিয়া মারে এবং ব্রণ হওয়ার সম্বাবনা কমায় আপনার মুখ ও শরীরের।

৫.ত্বকের বর্ণ উজ্জ্বল করে

৫.ত্বকের বর্ণ উজ্জ্বল করে

এই ঘরোয়া ত্বকের প্যাক ত্বকের বর্ণ হালকা করতে সহায়ক, কারণ এটা প্রাকৃতিক ব্লিচিং মাধ্যম হিসেবে কাজ করে।

৬.ছোটিখাট ত্বকের সমস্যা সারায়

৬.ছোটিখাট ত্বকের সমস্যা সারায়

নিম ও দই-র এই মিশ্রণ ছোটিখাট কাটাছেড়া ঠিক করতে পারে, কারণ এতে এ্যান্টিসেপ্টিক অনেক গুণ আছে।

৭.ত্বক নরম করে

৭.ত্বক নরম করে

দই স্বাভাবিক ভাবেই ভাল ত্বক আদ্র রাখতে সাহায্য করে। এটি আপনার চামড়া ময়েশ্চারাইজ রাখে এবং তাতে চামড়া নরম থাকে।

৮.কালো দাগ কমানো

৮.কালো দাগ কমানো

ব্ল্যাকহেড ও বিশ্রী কালো দাগ কমানোর জন্য নিম ও দই-এর মিশ্রণের এই ঘরোয়া প্যাক খুবই কার্যকরি।

English summary

প্রাকৃতিক রুপটান (প্যাক)| ঘরোয়া ত্বকের প্যাক

Tired of trying all the expensive beauty products that do nothing good to your skin but burn a hole in your pockets? If yes, then it is time to make natural skin packs a part of your beauty routine.
Story first published: Tuesday, November 15, 2016, 8:56 [IST]
X
Desktop Bottom Promotion