For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) কম বয়সে ত্বক বুড়িয়ে যাওয়ার মূল কারণগুলি জেনে নিন একনজরে

|

আজকে যুগে মানুষ খুব অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছে। শরীর হোক বা মন, সবতেই ত্রিশ বা চল্লিশ বছরের কোটা পেরতে না পেরতেই বার্ধক্য আসতে শুরু করে দেয়। গড় আয়ু মানুষের বাড়লেও আধবুড়ো, অসুস্থ হয়েই বাকী জীবন কাটাচ্ছে মানুষ। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]

ত্বকের ক্ষেত্রে তো সেটা আরও আগে হয়। মাঝ কুড়ি বয়স পার করলেই ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে অনেকের। ত্রিশের কোঠায় ঢুকতেই ত্বকের লাবণ্য কমতে শুরু করে। ফলে নানা প্রসাধনী ব্যবহার করা ছাড়া তখন আর কোনও উপায় থাকে না। [নিখরচায় বয়স ধরে রাখার মূল্যবান টিপস]

তবে তাতে বিশেষ কাজ হয় কি? বোধহয় না। ফলে অতীতে আপনার ত্বকে কেমন সুন্দর ছিল, সেই নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হা-পিত্যেশ করা ছাড়া আর কোনও উপায় থাকে না অনেকের কাছে। [রোদের পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাবে এই খাবার]

তবে জানেন কি কোন কারণে খুব কম বয়সে ত্বক ঔজ্জ্বল্য হারিয়ে বুড়িয়ে যাচ্ছে, কেন আপনার ত্বকে কালো ছোপ, ভাঁজ পড়েত শুরু করেছে? না জানা থাকলে জেনে নিন নিচের স্লাইডগুলি থেকে। [ত্বকের জেল্লা দীর্ঘস্থায়ী করবে এই খাবারগুলি]

বেশি শরীরচর্চা

বেশি শরীরচর্চা

শরীরচর্চা করা খুবই উপকারী। তবে প্রয়োজনের তুলনায় বেশি শরীরচর্চা করলে মুখের ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারে।

কাজের চাপ

কাজের চাপ

কর্মস্থলে কাজের চাপ শরীরিক ও মানসিকভাবে আপনাকে বিধ্বস্ত করে তুলতে পারে। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

এসির হাওয়া

এসির হাওয়া

বাড়িতে হোক বা কর্মস্থলে, অনেককেই দিনভর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে দীর্ঘক্ষণ কাটাতে হয়। যা ত্বকে শুকনে করে দেয় এবং তার ফলে কমবয়সেই ত্বকে ভাঁজ পড়তে শুরু করে।

খাদ্যাভ্যাস

খাদ্যাভ্যাস

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলে, বিশেষ করে বাইরের খাবার বেশি খেলে ত্বকে তার খারাপ প্রভাব পড়ে খুব কম বয়সেই। ত্বক স্থিতিস্থাপকতা হারিয়ে বুড়িয়ে যায়।

নেশা

নেশা

ধূমপান ও মদ্যপানের নেশা ত্বকের ক্ষতি করতে পারে নানাভাবে। দুটোই ত্বককে অল্প বয়সে বুড়িয়ে দেয়।

সানগ্লাস না পরা

সানগ্লাস না পরা

রোদে বের হলে সানগ্লাস পরা অবশ্যই উচিত। যদি এই অভ্যাস আপনার না থাকে তাহলে চোখের নিচের ত্বক খারাপ হতে শুরু করে, চোখের তলায় কালি পড়ে।

স্ট্র দিয়ে পানীয়

স্ট্র দিয়ে পানীয়

বাইরে কোনও ধরনের পানীয় নেওয়ার সময়ে তা আমরা স্ট্র দিয়ে পান করি। এমনটা নিয়মিত করতে শুরু করলে ত্বকে ভাঁজ পড়তে শুরু করে। নিয়মিত এই অভ্যাস থাকলে সেই দাগ স্থায়ী হয়ে যায়।

ওজন কমে যাওয়া

ওজন কমে যাওয়া

কেউ খুব বেশি মোটা থাকলে হঠাৎ করে রোগা হয়ে গেলে ত্বক ঔজ্জ্বল্য হারাতে পারে অথবা কুঁচকে যেতে পারে।

English summary

Shocking Causes For Early Skin Ageing!

Shocking Causes For Early Skin Ageing!
Story first published: Thursday, July 7, 2016, 19:23 [IST]
X
Desktop Bottom Promotion