For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

কেবল চুলের জন্যই নয়, পেঁয়াজের রস ত্বকের জন্যও দারুণ উপকারি, জানুন কীভাবে ব্যবহার করবেন

|

পেঁয়াজের রস চুলের যত্নে ব্যবহার করার কথা আমরা প্রায় প্রত্যেকেই জানি। পেঁয়াজের রস লাগালে নতুন চুল গজায়, চুলের গোড়া শক্ত হয়। তবে আমরা অনেকেই জানি না যে, পেঁয়াজের রস ত্বকের যত্নেও ব্যবহার করা হয়।

Right Ways To Apply Onion Juice On Face For Glowing Skin

মুখের ত্বক উজ্জ্বল করতে, ব্রণ-পিম্পলের সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজের রস ব্যবহার করা যেতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ত্বকের জন্য পেঁয়াজের রসের উপকারিতা কী এবং কীভাবে এটি মুখে প্রয়োগ করবেন।

পেঁয়াজের রস মুখে লাগালে কী হয়?

পেঁয়াজের রস মুখে লাগালে কী হয়?

পেঁয়াজের রস মুখে লাগালে ত্বকের নিস্তেজতা ও কালো ছোপ দূর হয়। মুখে ব্রণ-পিম্পলের দাগ দূর করতেও পেঁয়াজের রস খুব উপকারি। পেঁয়াজের রসে ভিটামিন এ, সি এবং ই পাওয়া যায়, যা ত্বকের জন্য উপকারি। এতে মুখের ত্বকের ফাইন লাইনস ও রিঙ্কেলস কমে।

ব্রণ-পিম্পল থেকে মুক্তি পেতে পেঁয়াজের রস ব্যবহার করুন

ব্রণ-পিম্পল থেকে মুক্তি পেতে পেঁয়াজের রস ব্যবহার করুন

পেঁয়াজের রসে ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায়, যা ব্রণ-পিম্পল কমাতে সহায়তা করে। তাই আপনি যদি ব্রণর সমস্যায় ভুগছেন, তবে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। জেনে নিন মুখে কীভাবে পেঁয়াজের রস ব্যবহার করবেন।

এক চামচ পেঁয়াজের রস এবং এক চামচ অলিভ অয়েল নিন। দুটি উপাদান ভাল করে মিশিয়ে ব্রণর উপরে লাগান। এই মিশ্রণটি পুরো মুখেও লাগাতে পারেন।

বর্ষায় নিন পায়ের অতিরিক্ত যত্ন, এই ৮টি ঘরোয়া উপায়েই পা থাকবে কোমল ও মসৃণবর্ষায় নিন পায়ের অতিরিক্ত যত্ন, এই ৮টি ঘরোয়া উপায়েই পা থাকবে কোমল ও মসৃণ

উজ্জ্বল ত্বকের জন্য পেঁয়াজের রস

উজ্জ্বল ত্বকের জন্য পেঁয়াজের রস

পেঁয়াজের রস ন্যাচরাল ক্লিনজারের মতো কাজ করে। পেঁয়াজের রসে থাকা পুষ্টি উপাদান ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। পেঁয়াজের রস ক্লিনজার, টোনার এবং মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। ত্বক উজ্জ্বল করতে চাইলে পেঁয়াজের রসের ফেস মাস্ক ব্যবহার করুন।

ফেস মাস্ক তৈরি করতে - এক চামচ বেসন, এক চামচ পেঁয়াজের রস, আধা চামচ দুধের সর নিন। সমস্ত উপকরণ একসাথে ভালভাবে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। মুখে পেস্ট লাগানোর আগে কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপরে মুখে ফেস মাস্ক লাগান। ১৫ মিনিটের পরে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্কটি সপ্তাহে একবার ব্যবহার করুন। রেজান্ট পাবেন হাতেনাতে!

English summary

Right Ways To Apply Onion Juice On Face For Glowing Skin In Bengali

Here We Are Talking About Skin care, Right Way To Apply Onion Juice On Face For Glowing Skin In Bengali. Read On.
X
Desktop Bottom Promotion