For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পেঁপের গুণেই ত্বক হবে উজ্জ্বল, মসৃণ! জেনে নিন কী ভাবে বানাবেন পেঁপের ফেস প্যাক

|

উজ্জ্বল মসৃণ ত্বক পেতে কে না চায়? তবে তার জন্য প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা। কিন্তু সব সময় পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা করানো সম্ভব হয় না। আবার রাসায়নিক-যুক্ত জিনিস ত্বকে বেশি ব্যবহার করলে ত্বকের ক্ষতিও হতে পারে। তবে চিন্তার কিছু নেই! বাড়িতে থেকে কেবল একটি ফল দিয়েই আপনি নিতে পারেন ত্বকের যত্ন। সেই ফলটি হল পেঁপে।

Papaya Face Packs For Glowing And Smooth Skin

পেঁপে খাওয়া যেমন স্বাস্থ্যের পক্ষে ভাল, তেমনই পেঁপে দিয়ে নানা রকম ফেস প্যাক বানিয়েও ত্বকের পরিচর্যা করতে পারেন। পেঁপে ত্বককে উজ্জ্বল করে তোলে, ত্বকের দাগ ছোপ দূর হয়ে যায়। কী ভাবে বানাবেন পেঁপের ফেস প্যাক? রইল উপায় -

পেঁপে এবং মধু

পেঁপে এবং মধু

পাকা পেঁপে চটকে তাতে ২ চা চামচ দুধ এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন ভাল করে। এর পর এই প্যাকটি মুখে ও গলায় লাগান। সপ্তাহে ১-২ বার এটি করতে পারেন।

দুগ্ধজাত পণ্যে অ্যালার্জি থাকলে ফেস প্যাকে দুধ ব্যবহার করবেন না। এর পরিবর্তে, আরও এক টেবিল চামচ মধু মেশান।

পেঁপে, মধু ও লেবু

পেঁপে, মধু ও লেবু

পাকা পেঁপে ম্যাশ করে তাতে ১ চা চামচ মধু, ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ মুলতানি মাটি মিশিয়ে নিন ভাল করে। এই প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে নিন ভাল করে। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

পেঁপে, শসা ও কলা

পেঁপে, শসা ও কলা

পাকা পেঁপে, শসা ও পাকা কলা একসঙ্গে ব্লেন্ড করে নিন। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন।

পেঁপে এবং ডিমের সাদা অংশ

পেঁপে এবং ডিমের সাদা অংশ

পাকা পেঁপের সঙ্গে একটা ডিমের সাদা অংশ ব্লেন্ড করে নিন ভাল ভাবে। এই প্যাকটি মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর জলে ধুয়ে ফেলুন।

পেঁপে এবং হলুদ গুঁড়ো

পেঁপে এবং হলুদ গুঁড়ো

পাকা পেঁপের সঙ্গে আধ চা চামচ হলুদ গুঁড়ো একসঙ্গে ব্লেন্ড করে নিন। মুখে ও গলায় এই প্যাকটি লাগিয়ে শুকোতে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

English summary

Papaya Face Packs For Glowing And Smooth Skin In Bengali

This article discusses the various papaya face packs you can make at home and its benefits on your skin. Keep reading!
Story first published: Monday, October 31, 2022, 16:53 [IST]
X
Desktop Bottom Promotion