For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

তেলতেলে ত্বক নিয়ে সমস্যায় পড়েছেন? ঘরোয়া ময়েশ্চারাইজারেই মিলবে সমাধান!

|

তৈলাক্ত ত্বকে সারা বছরই কোনও না কোনও সমস্যা লেগেই থাকে। ত্বকে তেলের সঙ্গে খুব সহজেই বাইরের ধুলোবালি ও ময়লা আটকে যায়। ফলে ব্রণ, পিম্পল, ব়্যাশ এবং আরও নানা সমস্যা দেখা দেয়। সারাক্ষণ ত্বকে চিটচিটে ভাব থাকে। এই কারণেই যাঁদের ত্বক তৈলাক্ত তাঁরা অনেকে ত্বকে ময়েশ্চারাইজার লাগানো এড়িয়ে যান। কিন্তু ত্বক ভাল রাখতে সারা বছরই ত্বকে ময়েশ্চারাইজার প্রয়োগ করা দরকার।

Natural Ways To Moisturize Oily Skin

ত্বকে কেমিকেল-যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে অনেকেই চান না। আপনি চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন ময়েশ্চারাইজার। কী ভাবে? দেখে নিন কিছু টিপস -

দুধ

দুধ

দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড ত্বককে ময়শ্চারাইজ করে। এটি ত্বকের নানা সমস্যাও দূর করে।

একটি কাপের এক চতুর্থাংশ কাঁচা দুধ নিন। এতে কয়েক ফোঁটা লেবুর রস ভাল করে মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য এই ময়েশ্চারাইজার দারুণ উপকারী।

গোলাপের পাপড়ি

গোলাপের পাপড়ি

সসপ্যানে পরিমাণমতো গোলাপ জল ও এক কাপ গোলাপের পাপড়ি নিয়ে বেশ কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এ বার মিশ্রণটি ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিন। এতে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে মিশ্রণটি ফ্রিজে রাখুন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করতে পারেন।

এই ময়েশ্চারাইজারটি ব্রণ ও ব়্যাশের সমস্যা কমাতে এবং ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে কাজ করবে। ত্বককে অতিরিক্ত তৈলাক্ত করবে না।

লেবু এবং মধু

লেবু এবং মধু

লেবু কেবল ত্বককে ময়েশ্চারাইজ করে না, পাশাপাশি ব্রণ ও ব়্যাশের সমস্যাও কমাতে পারে।

একটি পাত্রে লেবুর রস ছেঁকে তাতে মধু মিশিয়ে নিন ভাল করে। এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এটি করতে পারেন।

তৈলাক্ত ত্বকের সমস্যা? ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি!তৈলাক্ত ত্বকের সমস্যা? ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি!

স্ট্রবেরি

স্ট্রবেরি

স্ট্রবেরি ত্বকে পুষ্টি যোগায়, ত্বক ময়েশ্চারাইজ এবং হাইড্রেট রাখে।

২-৩টে স্ট্রবেরি পেস্ট করে, এতে এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং এক চা চামচ ভাল করে মেশান। মিশ্রণটি আপনার মুখে এবং গলায় লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার আপনি এটি করতে পারেন।

গ্রিন টি

গ্রিন টি

গ্রিন টি ত্বকে আর্দ্রতার ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে।

গরম জলে গ্রিন টি ব্যাগ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। জলটি ঠান্ডা হলে তাতে মধু মিশিয়ে মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই ময়েশ্চারাইজারটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।

English summary

Natural Ways To Moisturize Oily Skin In Bengali

Continue reading to learn how to make moisturizers suitable for oily skin. Scroll down.
Story first published: Wednesday, November 16, 2022, 12:38 [IST]
X
Desktop Bottom Promotion