For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) স্বাভাবিক উপায়ে মুখের দাগ-ছোপ দূর করার উপায়

By Oneindia Bengali Digital Desk
|

শারীরিক অসুস্থতা, ক্লান্তি, অবসাদ ও অতিরিক্ত সূর্যালোকে থাকার কারণে মুখে দাগ-ছোপ ভরে যেতে পারে। চিকিৎসা পরিভাষায় যাকে বলে 'হাইপারপিগমেন্টেশন'। [তৈলাক্ত ত্বকের জন্য ব্যবহার করুন এই স্বাভাবিক টোনার]

এই ধরনের দাগ আকারে ও রঙে একএকজনের মুখে ভিন্ন হতে পারে। ঠিক কী কারণে তা হয়েছে তার উপরে নির্ভর করে এই সমস্যার আকার ও চরিত্র। মুখ ছাড়াও গলা, হাত কাঁধ ও নিতম্ভে দাগ-ছোপ ও ফুসকুড়ি হতে পারে। [পরিষ্কার ত্বক চাইলে কী করবেন, আর কী করবেন না!]

এই সমস্যার সম্মুখীন হলে অনেকেই তাতে খুব একটা নজর না দিয়ে এড়িয়ে যান। আবার কেউ কেউ মেক-আপ করে তা ঢাকার চেষ্টা করেন। [রোদে পোড়ার হাত থেকে ত্বককে বাঁচাবে এই খাবার]

ত্বকের যত্ন না নেওয়া যেমন ঠিক নয়, এসব ক্ষেত্রে বাজারজাত নানা প্রসাধনী ও পথ্য ব্যবহার করাও তেমন উচিত নয়। এতে চামড়ার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। তার চেয়ে এই ঘরোয়া উপায়ে দাগ-ছোপের সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেন আপনি। [এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে]

লেবু

লেবু

কালো ছোপ কমাতে লেবুর রস ভীষণ কার্যকরী। সরাসরি মুখে লেবুর রস মাখতে পারেন। অথবা লেবুর টুকরো কেটে নিয়ে ঘষে নিতে পারেন।

বাটারমিল্ক

বাটারমিল্ক

আপনার ত্বক সেনসিটিভ হলে বাটারমিল্ক সবচেয়ে ভালো অপশন হতে পারে। কালো ছোপ দেওয়া জায়গায় এটি লাগান। এতে লেবুর রস, ট্যোম্যাটোর রস মেশাতে পারেন।

ওটস

ওটস

ওটসের সঙ্গে দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ধীরে ধীরে সেটা মুখে মেখে খানিকটা ধীরে ধীরে ঘষে নিন। এতে দাগছোপ দূর করতে সুবিধা হবে।

অ্যামন্ড

অ্যামন্ড

দুধে কয়েকটি অ্যামন্ড দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। পরে তা বের করে পেস্ট তৈরি করে মধু মিশিয়ে মুখে মাখুন।

চন্দন কাঠ

চন্দন কাঠ

মুখের ছোপ দূর করতে চন্দনের চেয়ে ভালো কিছু আর নেই। চন্দন কাঠের গুড়ো গোলাপ জল ও গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন।

আলু

আলু

কালো ছোপ মুখে পড়লে আলুর রস আপনাকে বাঁচাতে পারে। রস তৈরি করে তা মুখে তুলোর বলে করে মাখুন। কিছুক্ষণ রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

দই

দই

ত্বক সুন্দর করতে দইয়ের জুড়ি নেই। দইয়ের পেস্ট তৈরি করে মুখে মাখুন। মুখে রেখে শুকিয়ে গেলে তা তুলে ফেলুন।

অ্যালো ভেরা

অ্যালো ভেরা

অ্যালো ভেরা ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এর পেস্ট তৈরি করে মুখে মাখুন। দাগছোপ দূর করতে এটি বিশেষ উপযোগী।

হলুদ

হলুদ

ত্বককে দাগহীন করার জন্য বহুকাল ধরেই হলুদের ব্যবহার হয়ে আসছে। এর চেয়ে ভালো সমাধান আর কিছু হতে পারে না।

পেপে

পেপে

পেপের মধ্যে থাকা উপাদান ত্বককে ফ্রেশ লুক দিতে পারে। পেপের পেস্ট তৈরি করে তা ত্বকে মাখুন। কালো ছোপ সহজেই দূর হবে।

English summary

Natural Dark Spot Removers

Here we are with some of the most useful 10 natural dark spot removers that you can opt from.
Story first published: Monday, February 15, 2016, 11:51 [IST]
X
Desktop Bottom Promotion