For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নামী-দামি প্রসাধনী নয়, সাধারণ মুসুর ডাল দিয়েই ত্বক হবে উজ্জ্বল! রইল ৬ টিপস

|

মসুর ডালের উপকারিতা অনেক। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও নানা উপকার করে এই ডাল। মসুর ডাল বেটে বা গুঁড়ো করে ফেস প্যাক বানিয়ে ব্যবহার করুন। ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে সহজেই। ত্বকের কালচে দাগছোপ, ব্ল্যাকহেডস বা ব্রণর মতো সমস্যাও মিটবে। নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়বে না। প্রাকৃতিক স্ক্রাব হিসেবেও মসুর ডাল অনবদ্য।

Masoor Dal Face Packs For Glowing And Healthy Skin

মুখের ট্যান দূর করা থেকে মুখের বাড়তি রোম কমানো বা ত্বক এক্সফোলিয়েট করা, একাধিক সমস্যার সমাধান করতে পারে আপনার হেঁশেলের এই একটা উপকরণ। আপনি মসুর ডালের ফেস প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে প্রতিটি ফেস প্যাক বানানোর জন্য খানিকটা মুসুর ডাল ভালো করে ধুয়ে আগের রাতে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নিন।

মসুর ডাল ও দুধ

মসুর ডাল ও দুধ

মসুর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভাল করে পিষে নিন। এতে কিছুটা কাঁচা দুধ দিয়ে মাখিয়ে নিন। এবার এই ফেস প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে নিন।

মসুর ডালের এই ফেস প্যাকটি ত্বককে এক্সফোলিয়েট করে, ত্বকের ছিদ্রগুলি আঁটসাঁট করে, ত্বক উজ্জ্বল এবং ট্যান মুক্ত করে। এছাড়াও, এই প্যাক ত্বককে ভেতর থেকে পরিষ্কার ও কোমল করে তোলে, ত্বকে পুষ্টি যোগায় এবং ব্রণ প্রতিরোধে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করতে

ত্বক উজ্জ্বল করতে

৫০ গ্রাম মসুর ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভাল করে পিষে নিন। এই পেস্টে ১ চা চামচ কাঁচা দুধ এবং ১ চা চামচ আমন্ড অয়েল মেশান। মুখে সমানভাবে প্যাকটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

মসুর ডালের এই ফেস প্যাকটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, কালো দাগছোপ দূর করে এবং শুষ্ক ত্বক ও ব্রণ নিরাময় করে।

শুষ্ক ত্বকের জন্য

শুষ্ক ত্বকের জন্য

২ চা চামচ মসুর ডাল দুধে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পিষে নিন। পুরো মুখে এবং গলায় এটি সমানভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মসুর ডালের ফেস প্যাকটি শুষ্ক ত্বকের জন্য দারুণ কার্যকরী। তৈলাক্ত ত্বক হলে, দুধের পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারেন।

মসুর ডালের ফেস প্যাক

মসুর ডালের ফেস প্যাক

২-৩ চা চামচ গোটা মসুর ডাল সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট তৈরি করে, মুখে সমানভাবে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

ফেসিয়াল হেয়ার অপসারণের জন্য

ফেসিয়াল হেয়ার অপসারণের জন্য

১০০ গ্রাম মসুর ডাল, ৫০ গ্রাম চন্দন পাউডার এবং কমলালেবুর খোসার পাউডার সারা রাত দুধে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সমস্ত উপাদান একসঙ্গে পিষে মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধীরে ধীরে বৃত্তাকার গতিতে ত্বকে ঘষুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

এই ফেস প্যাকটি মুখের লোম অপসারণ করবে। এই প্যাকের মধ্যে থাকা কমলার খোসা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

নিস্তেজ ত্বকের জন্য

নিস্তেজ ত্বকের জন্য

মসুর ডাল ভাজা ও কমলালেবুর শুকনো খোসা সম পরিমাণ নিয়ে দুধের সঙ্গে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটি মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকে প্রাণ ফিরিয়ে আনে।

English summary

Masoor Dal Face Packs For Glowing And Healthy Skin In Bengali

Keep reading to learn how to prepare masoor dal face packs.
Story first published: Friday, November 25, 2022, 17:01 [IST]
X
Desktop Bottom Promotion