For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rose Water for Skin Care : শুষ্ক ত্বকের যত্নে রাখুন গোলাপ জল, দেখে নিন কী ভাবে ব্যবহার করবেন

|

রুপচর্চায় গোলাপ জলের ব্যবহার প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সব ধরনের ত্বকের জন্যই উপকারী এই উপাদান। শুষ্ক ত্বকের যত্নে, ত্বককে হাইড্রেট, নরম এবং মসৃণ রাখতে সাহায্য করে গোলাপ জল। ত্বকের যে কোনও ধরনের জ্বালা অথবা লালচে ভাব কমাতেও সাহায্য করে এটি।

How To Use Rose Water For Dry Skin

ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জলের ফেস প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এর প্রভাবে ত্বকের রুক্ষ-শুষ্কভাব দূর হবে। ত্বক মোলায়েম থাকবে। দেখে নিন, শুষ্ক ত্বকের যত্নে গোলাপ জলের ফেস প্যাক কী ভাবে তৈরি করবেন -

গোলাপ জল

গোলাপ জল

ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন ভাল ভাবে। এর পর গোলাপ জল মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখে ময়েশ্চারাইজার লাগান। দিনে দু'বার এটি করুন।

গ্লিসারিন, লেবু ও গোলাপ জল

গ্লিসারিন, লেবু ও গোলাপ জল

৩ টেবিল চামচ গ্লিসারিন, ৩ টেবিল চামচ গোলাপ জল, ১ চা চামচ লেবুর রস একসঙ্গে মিশ্রিত করে বোতলে ভরে নিন। এটি ফ্রিজে রাখুন। এই মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ম্যাসাজ করুন কিছুক্ষণ। প্রতি রাতে এটি করুন।

চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? ব্যবহার করুন গোলাপ জলের ফেস প্যাকচটজলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? ব্যবহার করুন গোলাপ জলের ফেস প্যাক

মুলতানি মাটি, দুধ ও গোলাপ জল

মুলতানি মাটি, দুধ ও গোলাপ জল

২ টেবিল চামচ মুলতানি মাটির গুঁড়ো, ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে নিন। ২০ মিনিট রাখার পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২ বার এই পেস্ট ব্যবহার করলেই ফল মিলবে হাতেনাতে!

চন্দন এবং গোলাপ জল

চন্দন এবং গোলাপ জল

১ টেবিল চামচ চন্দন পাউডার, আধা চা চামচ নারকেল তেল, আধা চা চামচ আমন্ড অয়েল, ১ চা চামচ গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে মুছে নিন। তারপর এই পেস্টটি মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ১-২ বার এই পেস্ট ব্যবহার করলেই ফল পাবেন।

English summary

How To Use Rose Water For Dry Skin In Bengali

Continue reading to know how to use rose water for dry skin care.
X
Desktop Bottom Promotion