For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মুখে কী করে গ্লিসারিন ব্যবহার করবেন?

By Riddhi Ghosh
|

সিনেমা ও টিভিতে অভিনেতা/অভিনেত্রীর কৃত্রিম অশ্রুর জন্য গ্লিসারিনের ব্যবহার আমাদের অনেকেরই জানা।তবে গ্লিসারিন এমন একটা জিনিস যার অন্য প্রয়োগও আছে।সেরকমই একটা উপকারিতা হল ত্বকের জন্য।গ্লিসারিন অনেক উপকার করে ত্বক ও রুপচর্চায়।

গ্লিসারিন শুধু যে অশ্রু গ্রন্থিকে উত্তেজিত করে কৃত্রিম কান্নার সৃষ্টি করে এমন নয়, এটা আমাদের ত্বককেও উত্তেজিত করে তাকে পুনর্জ্জীত করে।গ্লিসারিন সরাররি ত্বকে প্রয়োগ করা যায় অথবা মুখের প্যাক ও মুখের মাস্কের উপাদান হিসেবে ব্যবহার করা যায়।

ত্বকের ওপর গ্লিসারিনের কি কি উপকারিতা দেখুন-

মুখে কী করে গ্লিসারিন ব্যবহার করবেন

ময়েশ্চারাইজার
গ্লিসারিনকে ত্বকের পক্ষে খুব ভাল ময়েশ্চারাইজার হিসেবে মানা হয়।এটা খুব কাজে লাগে শুকনো,ছোপ পড়ে যাওয়া বিবর্ণ চামড়ার জন্য।তাই এটা শীতের জন্য খুবই আবশ্যক জিনিস।গ্লিসারিনকে আপনি সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন।একটা তুলোয় গ্লিসারিনে চুবিয়ে সেটা ত্বকের ওপর লাগান।গ্লিসারিন লাতানোর পরেই চামড়া নরম ও আদ্র থাকে।গ্লিসারিনের কিছু অসুধের মত গুণ আছে যা চট করে শুকনো,রুক্ষ ও খসখসে চামড়া সারাতে সক্ষম।এই গুণের জন্যই চামড়া মোলায়েম ও নরম থাকে।এটা ত্বকের জন্য গ্লিসারিনের একটা বড় গুণ।

ক্লেনসার
গ্লিসারিন ত্বকের ওপর থেকে ময়লা ও ধুলো সরায় ও চামড়াকে পরিস্কার করে।গ্লিসারিনকে গোলাপ জলের সাথে মেশান এবং ত্বক পরিস্কার করতে ব্যবহার করুন।রাতে শোওয়ার আগে গোলাপ জলে গ্লিসারিন মেশান।ভাল করে সেটা দিয়ে মুখ মুছুন।এটা নিয়মিত করুন যাতে চামড়া ভাল করে পরিস্কার হয় ও বন্ধ কোষগুলো খোলে।এটা চামড়ার জন্য একটা খুবই উপকারি জিনিস।

পুষ্টি যোগায়
ত্বকের পুষ্টি যোগাতে গ্লিসারিন খুব কার্য্যকরি।তাই যে কোনও প্রসাধনীতে গ্লিসারিন ব্যবহার করা হয়।গ্লিসারিন ত্বকর জলের মাত্রা বা আদ্রতা বজায় রাখতে সাহায্য করে,যার ফলে চামড়া সুস্থ্য থাকে।গ্লিসারিনকে পুষ্টিদাতা হিসেবে ব্যবহার করতে গেলে আপনার দৈনন্দিন ব্যবহারের ময়েশ্চারাইজারের সাথে মিশিয়ে ব্যবহার করুন।আপনি মুখের প্যাক বা মাস্কে গ্লিসারিন যোগ করতে পারেন।গ্লিসারিনের গুণ আছে ত্বকের পুষ্টি যোগায় ও নরম রাখে।নিয়মিত ব্যবহার করলে চামড়া সুস্থ্য ও তরতাজা থাকে।

ত্বকচর্চা
গ্লিসারিনকে অসুধ ও ক্রিমে ব্যবহার করা যায়, যা দিয়ে রুক্ষ ও খসখসে ত্বকের চিকিৎসা হয়।অনেক সময় ঠাণ্ডার জন্য,দূষণ ও অন্য নানা কারণে ত্বকের ওপরটা খসখসে হয়ে উঠতে শুরু করে।এই সময় গ্লিসারিন ব্যবহার করলে চামড়ার রোগ থেকে রেহাই পাওয়া যায় ও চামড়া নরম ও মসৃণ থাকে।চামড়ার রোগ সারানোর অসুধে বেশির ভাগ সময়ই গ্লিসারিন থাকে।নিয়মিত গ্লিসারিন ব্যবহার খুব ভাল ত্বকের যত্ন নেয়।তাই নিজের ত্বককে স্বাস্থ্যবান রাখতে নিয়মিত গ্লিসারিন ব্যবহার করুন।

চামড়ার খুঁত কমায়
গ্লিসারিন ত্বকের ব্রণ ও কোনও রকমের খুঁত সারাতে সাহায্য করে।এটার জন্য নিয়মিত রুপে গ্লিসারিন ব্যবহার করতে হয়।ব্রণর জায়গায় বা যেখানে খুঁত আছে সেখানে ভাল করে গ্লিসারিন মাখুন।আস্তে আস্তে মুখের দাগগুলো মুছে যাবে,এবং ত্বক পরিস্কার হয়ে যাবে।"কান্না উৎপাদনকারক" গ্লিসারিনকে তাই অন্য সব উপকারের জন্যও ব্যবহার করা যেতেই পারে।

Read more about: ত্বকচর্চা
English summary

মুখে গ্লিসারিন ব্যবহার।মুখের ত্বকের যত্বে গ্লিসারিন।গ্লিসারিনের ত্বকের ওপর উপকারিতা

Glycerin which is very well known for producing fake tears is not just used by film and television actors and actresses. Glycerin is one substance that has other benefits as well.
Story first published: Wednesday, November 30, 2016, 11:12 [IST]
X
Desktop Bottom Promotion