For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ব্যবহার করুন উবটান, কীভাবে তৈরি করবেন? দেখে নিন

|

শীতের সময় ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। ত্বকের নিস্তেজ ভাব দূর করতে আমরা সকলেই বিভিন্ন ময়েশ্চারাইজার বা লোশন কিংবা বডি অয়েল ব্যবহার করে থাকি। তবে আপনি শীতকালে ত্বকের যত্নে ঘরোয়া পদ্ধতির সাহায্য নিতে পারেন। প্রাচীনকাল থেকেই ভারতীয়রা রূপচর্চায় উবটান ব্যবহার করে আসছে। এটি খুব সহজেই ঘরে তৈরি করা যায়, প্রয়োগ করা সহজ এবং ফলাফলের দিক থেকেও অতুলনীয়।

How To Make Ubtan At Home For Glowing Skin

সৌন্দর্য বৃদ্ধিতে উবটান ব্যবহার করা ভারতীয়দের কাছে অত্যন্ত সুপরিচিত বিষয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক শীতকালে ত্বকের যত্নে উবটান কীভাবে তৈরি করবেন এবং এর উপকারিতা কী।

উবটান তৈরি করবেন কীভাবে?

উবটান তৈরি করবেন কীভাবে?

বাড়িতে খুব সহজেই উবটান তৈরি করতে পারেন। এর জন্য ১ চা চামচ হলুদ, ২-৩টি কেশর, পরিমাণমতো গোলাপ জল ও দই নিন। হলুদ, দই, কেশর ও গোলাপ জল ভাল করে মিশিয়ে নিন। তারপর এতে বেসন মেশান। আপনি এই মিশ্রণে নারকেল বা আমন্ড তেলও মেশাতে পারেন।

উবটান কীভাবে ব্যবহার করবেন?

উবটান কীভাবে ব্যবহার করবেন?

উবটান লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিন। তারপর পুরো মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। এই উবটান সপ্তাহে দু'বার ব্যবহার করুন। এটি ত্বককে কোমল ও মসৃণ করে তোলার পাশাপাশি, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও অত্যন্ত কার্যকর। ত্বকে পুষ্টিও যোগায়।

উবটান বানানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

উবটান বানানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

-ফেস উবটান বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন পেস্টটি খুব বেশি ঘন বা পাতলা না হয়ে যায়।

-আঙুলের সাহায্যে পুরো মুখে লাগান।

-উবটান মুখে ১৫ মিনিটের বেশি না রাখাই ভাল।

উবটান লাগানোর উপকারিতা

উবটান লাগানোর উপকারিতা

উবটান লাগালে মুখে উজ্জ্বলতা আসে এবং এটি ত্বককে ময়েশ্চারাইজ করে। সানবার্ন ঠিক হয়ে যায়। এছাড়াও, উবটান মুখের কালো দাগ ও ডার্ক সার্কেল দূর করে।

English summary

How To Make Ubtan At Home For Glowing Skin

Check out this article to know how to make homemade ubtan for glowing skin. Read on.
Story first published: Monday, December 13, 2021, 17:37 [IST]
X
Desktop Bottom Promotion