For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ডিম্বাকৃতির মেক-আপ স্পঞ্জ কিভাবে পরিষ্কার করতে হয়

By Anindita Sinha
|

মেক-আপ লাগানোর জন্য সবচেয়ে সেরা উপায় হল, মেক-আপ স্পঞ্জের ব্যবহার করা। এটা আপনাকে একটা নিখুঁত এয়ারব্রাশ ফিনিশ দেয়। এটা ব্যবহার করাও খুব সহজ আর এটা আপনার মেক-আপকেও অকৃত্রিম দেখাতে সাহায্য করে। কিন্তু আপনি কি জানেন, এই মেক-আপ স্পঞ্জগুলিকে পুনরায় ব্যবহার করা যায়?

কিভাবে এই মেক-আপ স্পঞ্জগুলিকে পরিষ্কার করবেন তা এখানে কিছু পয়েন্টের সাহায্যে আমরা শেয়ার করতে চলেছি। আগে, মেক-আপ স্পঞ্জ পরিষ্কার করার ধারণাটা ছিল না। কিন্তু ধন্যবাদ এইগুলির আকারকে, ব্যবহার করার জন্য এগুলি এতোটাই যথাযথ যে এগুলিকে আমরা আর ফেলে দিতে পারিনা।

আর যদি আমরা ফেলতেও চাই, তাও এগুলি এতোটাও সস্তা না। এবং আমরা সকলেই জানি যে মেক-আপের নোংরা সরঞ্জাম ব্যবহার করলে, তা আমাদের ত্বকের ওপর কতোটা খারাপ প্রভাব ফেলতে পারে। নোংরা সরঞ্জাম ধুলোকে আকর্ষণ করে, আর এই ধুলোই পরে আপনার মুখের সংস্পর্শে আসে, যা মুখের ত্বকে গোটা, ফুস্কুড়ির কারণ হতে পারে।

আর তাই, মেক-আপের সরঞ্জাম পরিষ্কার করার সময়ে আপনাকে খুবই সতর্ক হতে হবে। আর এটা আলতো হাতে করা জরুরী, যাতে স্পঞ্জটি নষ্ট না হয়ে যায়।

স্পঞ্জ পরিষ্কার করার ধাপগুলি এখানে দেওয়া হল। আসুন দেখে নেওয়া যাক।

ডিম্বাকৃতির মেক-আপ স্পঞ্জ কিভাবে পরিষ্কার করতে হয়

১. যেভাবে আপনি মেক-আপের সময় করে থাকেন ঠিক সেইভাবেই স্পঞ্জটিকে ভিজিয়ে নিন।

২. অতিরিক্ত জল নিংড়ে ফেলে দিন। খুব বেশি জোর লাগাবেন না, নইলে স্পঞ্জটি ছিঁড়ে যেতে পারে।

৩. এর ওপর কোন লিকুইড সাবান লাগিয়ে, ঘষতে থাকুন।

৪. আরও একবার ভিজিয়ে নিন ও নিংড়ে জল ফেলে দিন। আপনি মেক-আপগুলিকে বেরিয়ে আসতে দেখবেন।

৫. ধৈর্য রাখুন, আর এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে থাকুন, যতক্ষণ না স্পঞ্জটি দাগহীন ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে।

৬. নিশ্চিত করে নেবেন, বারবার নিংড়ে নেওয়ার ফলে সমস্ত সাবান যেন স্পঞ্জ থেকে বেরিয়ে যায়।

৭. শুকিয়ে যেতে দিন। শুকিয়ে যাওয়ার জন্য একটা ঠাণ্ডা ঘরে এটাকে রেখে দিন, যাতে আবার আপনি এটাকে ব্যবহার করতে পারেন।

আর এইভাবেই, আপনি আপনার মেক-আপ স্পঞ্জকে যতদিন সম্ভব হয় টিকিয়ে রাখতে পারবেন।

English summary

ডিম্বাকৃতির মেক-আপ স্পঞ্জ কিভাবে পরিষ্কার করতে হয়

Makeup sponges are the best way to apply your makeup. They give you a flawless airbrushed finish. It is extremely easy to use and it also makes your makeup look natural. But, did you know that these makeup sponges can be reused?
Story first published: Monday, December 5, 2016, 9:00 [IST]
X
Desktop Bottom Promotion