For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আমের ফেস প্যাক ব্যবহার করেই কমিয়ে ফেলুন ত্বকের বয়স! রইল টিপস

|

ফলের রাজা আম খেতে যেমন সুস্বাদু, তেমনই আমাদের শরীরেরও অনেক উপকার করে। এছাড়া, রূপচর্চাতেও সমানভাবে কার্যকর আম। ত্বকে বয়সের ছাপ আটকাতে আমের জুড়ি মেলা ভার। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে।

Homemade Mango Face Pack

ত্বকের বয়স কমিয়ে যদি রূপের জেল্লা বাড়াতে ব্যবহার করুন আমের বিভিন্ন ঘরোয়া ফেস প্যাক -

আমের সঙ্গে মুলতানি মাটি

আমের সঙ্গে মুলতানি মাটি

একটা পাকা আম ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান এক চা চামচ টক দই ও তিন চা চামচ মুলতানি মাটি। মুখ জল দিয়ে পরিষ্কার করে তারপর ফেস প্যাকটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

আম ত্বককে কোমল করে তোলে। মুলতানি মাটি ত্বকের ময়লা এবং তেল দূর করে, দাগছোপ কমায় এবং ত্বক উজ্জ্বল করে।

আমের সঙ্গে গোলাপ জল

আমের সঙ্গে গোলাপ জল

একটা পাকা আম ব্লেন্ড করে তাতে দুই চা চামচ মুলতানি মাটি, দুই চা চামচ টক দই ও দুই চা চামচ গোলাপ জল মেশান ভাল করে। এটি মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

গোলাপ জল ত্বকের প্রদাহ কমায়। এই ফেস প্যাকটি ত্বককে হাইড্রেট করে এবং বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করে। এই প্যাকটি সেনসিটিভ স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী।

দাগহীন উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন আলুর ফেস প্যাক! কী ভাবে বানাবেন? রইল হদিশদাগহীন উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন আলুর ফেস প্যাক! কী ভাবে বানাবেন? রইল হদিশ

আমের সঙ্গে বেসন

আমের সঙ্গে বেসন

চার টেবিল চামচ আমের পাল্প, দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ মধু আর এক চা চামচ টক দই একটা বাটিতে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।

বেসন ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি ট্যান অপসারণেও সাহায্য করে। টক দই ট্যান এবং দাগছোপ হালকা করতে সাহায্য করে। আর, মধু ত্বককে হাইড্রেট রাখে।

আমের সঙ্গে দুধ

আমের সঙ্গে দুধ

একটা পাকা আম ব্লেন্ড করে নিন। তাতে দুই চা চামচ দুধ মিশিয়ে মুখে মাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

কাঁচা দুধ ত্বকের দাগছোপ নিরাময়ে দারুণ কার্যকর। এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে এবং তারুণ্যতা বজায় রাখে।

English summary

Homemade Mango Face Packs For Healthy Skin In Bengali

Here are a few simple and easy mango face pack recipes you can try out. Read on.
Story first published: Wednesday, June 15, 2022, 20:07 [IST]
X
Desktop Bottom Promotion