Just In
- 6 hrs ago
Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে? দেখুন ০৫ জুলাইয়ের রাশিফল
- 13 hrs ago
Tarun Majumdar : প্রয়াত প্রবীণ পরিচালক তরুণ মজুমদার, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা কথা
- 16 hrs ago
Bipadtarini Puja 2022 : বিপদ থেকে মুক্ত হতে বিপত্তারিণী পুজোর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন!
- 22 hrs ago
July 2022 Festival Calendar : জুলাইয়ে রথযাত্রা ও গুরু পূর্ণিমা, দেখে নিন এই মাসে আর কোন কোন উৎসব পালিত হবে
আমের ফেস প্যাক ব্যবহার করেই কমিয়ে ফেলুন ত্বকের বয়স! রইল টিপস
ফলের রাজা আম খেতে যেমন সুস্বাদু, তেমনই আমাদের শরীরেরও অনেক উপকার করে। এছাড়া, রূপচর্চাতেও সমানভাবে কার্যকর আম। ত্বকে বয়সের ছাপ আটকাতে আমের জুড়ি মেলা ভার। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে।
ত্বকের বয়স কমিয়ে যদি রূপের জেল্লা বাড়াতে ব্যবহার করুন আমের বিভিন্ন ঘরোয়া ফেস প্যাক -

আমের সঙ্গে মুলতানি মাটি
একটা পাকা আম ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান এক চা চামচ টক দই ও তিন চা চামচ মুলতানি মাটি। মুখ জল দিয়ে পরিষ্কার করে তারপর ফেস প্যাকটি লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
আম ত্বককে কোমল করে তোলে। মুলতানি মাটি ত্বকের ময়লা এবং তেল দূর করে, দাগছোপ কমায় এবং ত্বক উজ্জ্বল করে।

আমের সঙ্গে গোলাপ জল
একটা পাকা আম ব্লেন্ড করে তাতে দুই চা চামচ মুলতানি মাটি, দুই চা চামচ টক দই ও দুই চা চামচ গোলাপ জল মেশান ভাল করে। এটি মুখে সমানভাবে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।
গোলাপ জল ত্বকের প্রদাহ কমায়। এই ফেস প্যাকটি ত্বককে হাইড্রেট করে এবং বার্ধক্যের লক্ষণ প্রতিরোধ করে। এই প্যাকটি সেনসিটিভ স্কিনের জন্য অত্যন্ত কার্যকরী।
আরও পড়ুন :দাগহীন উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন আলুর ফেস প্যাক! কী ভাবে বানাবেন? রইল হদিশ

আমের সঙ্গে বেসন
চার টেবিল চামচ আমের পাল্প, দুই টেবিল চামচ বেসন, এক চা চামচ মধু আর এক চা চামচ টক দই একটা বাটিতে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
বেসন ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি ট্যান অপসারণেও সাহায্য করে। টক দই ট্যান এবং দাগছোপ হালকা করতে সাহায্য করে। আর, মধু ত্বককে হাইড্রেট রাখে।

আমের সঙ্গে দুধ
একটা পাকা আম ব্লেন্ড করে নিন। তাতে দুই চা চামচ দুধ মিশিয়ে মুখে মাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কাঁচা দুধ ত্বকের দাগছোপ নিরাময়ে দারুণ কার্যকর। এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে এবং তারুণ্যতা বজায় রাখে।