For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ত্বককে দাগহীন করতে ব্যবহার করুন পাতিলেবুর ফেস প্যাক, কী ভাবে বানাবেন জেনে নিন

|

ভিটামিন সি সমৃদ্ধ পাতিলেবু কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, পাশাপাশি ত্বকের নানা সমস্যারও সমাধান করে নিমেষেই। হাইপারপিগমেন্টেশন, ব্রণ, ট্যান, রিঙ্কেলস কমাতে লেবু দুর্দান্ত কার্যকর। তবে পাতিলেবুর রস সরাসরি মুখে লাগালে মারাত্মক জ্বালা করতে পারে, তাই কোনও কিছুর সঙ্গে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন।

Homemade Lemon Face Packs For Clear Skin

আজকের আর্টিকেলে এই লেবু দিয়ে তৈরি ৫টি ফেস প্যাকের কথা বলব, যা ব্যবহার করলে আপনার স্কিন হয়ে উঠবে উজ্জ্বল আর ঝকঝকে!

মধুর সঙ্গে লেবু

মধুর সঙ্গে লেবু

এক টেবিল চামচ জলে এক চা চামচ লেবুর রস মেশান। এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান ভাল করে। ১৫-২০ মিনিট রাখার পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে নরম ও উজ্জ্বল করে তুলবে।

হলুদের সঙ্গে লেবু

হলুদের সঙ্গে লেবু

এক টেবিল চামচ জলে অর্ধেক লেবুর রস মেশান। এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মধু মেশান। মুখে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের দাগছোপ, ব্রণ এবং আরও অনেক সমস্যা দূর করবে।

বেসনের সঙ্গে লেবু

বেসনের সঙ্গে লেবু

এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ জল, এক টেবিল চামচ বেসন, এক চা চামচ মধু - সমস্ত উপকরণ একসঙ্গে মেশান ভাল করে। সমানভাবে পুরো মুখে লাগিয়ে শুকোতে দিন। তার পর ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ট্যান কমাতে সাহায্য করবে।

অব্যবহৃত লেবুর খোসা দিয়েই ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন!অব্যবহৃত লেবুর খোসা দিয়েই ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন!

অ্যালোভেরার সঙ্গে লেবু

অ্যালোভেরার সঙ্গে লেবু

অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে ব্লেন্ড করে নিন ভাল ভাবে। এতে অর্ধেক লেবুর রস এবং এক চা চামচ মধু মিশিয়ে মুখে মেখে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের বলিরেখা প্রতিরোধ করে তারুণ্যতা ধরে রাখে।

কলার সঙ্গে লেবু

কলার সঙ্গে লেবু

অর্ধেক পাকা কলা চটকে নিন, তাতে এক টেবিল চামচ জল মেশানো লেবুর রস এবং এক চা চামচ মধু দিয়ে মিশ্রিত করুন। ফেস প্যাকটি মুখে লাগিয়ে শুকোতে দিন। তার পর জলে ধুয়ে ফেলুন। ত্বক নরম ও মসৃণ করে তোলে এই ফেস প্যাক।

English summary

Homemade Lemon Face Packs For Clear Skin

Have a look at some beauty hacks using lemon.
Story first published: Monday, July 11, 2022, 18:48 [IST]
X
Desktop Bottom Promotion