For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চুল পেকে যাচ্ছে? ঘরোয়া উপাদানেই ফিরে পাবেন কুচকুচে কালো চুল!

|

বয়স বাড়লে, চুল পাকবে - এটাই স্বাভাবিক। কিন্তু অল্প বয়সে চুল পাকতে থাকলে কার ভাল লাগে! পাকা চুল ঢাকার জন্য অনেকেই চুলে নানা রকম রাসায়নিক রং ব্যবহার করেন। এতে কিছুদিন চুল কালো থাকে ঠিকই, কিন্তু তারপর আবার যেই কে সেই! তাছাড়া, কেমিকেল-যুক্ত প্রোডাক্ট বেশি ব্যবহার করলে আবার নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে।

homemade hair packs to darken grey hair

বরং প্রাকৃতিক উপায়েই আপনি চুল কালো করতে পারেন। তার না আছে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া, না আছে দ্রুত সেই রং চলে যাওয়ার ভয়! এখন জেনে নিন, কী ভাবে ঘরোয়া উপায়ে চুল কালো করবেন।

আমলকি হেয়ার প্যাক

আমলকি হেয়ার প্যাক

ভিটামিন সি সমৃদ্ধ আমলকি স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও অত্যন্ত উপকারী। এতে ক্যালসিয়াম রয়েছে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যার ফলে চুল ভাল থাকে এবং অকালে চুল পেকে যাওয়ার হাত থেকে মুক্তি মেলে।

একগুচ্ছ কারি পাতা পিষে নিন। তার সঙ্গে ২ টেবিল চামচ আমলকি পাউডার ও ২ টেবিল চামচ ব্রাহ্মী পাউডার মেশান। একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টটি পুরো চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

আলুর হেয়ার প্যাক

আলুর হেয়ার প্যাক

আলু অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা চুল কালো করতে সাহায্য করে। দইও চুল ভাল রাখে এবং অকালে চুল পেকে যেতে দেয় না।

আলুর রসে ৩ টেবিল চামচ টক দই মেশান ভাল ভাবে। এই প্যাকটি চুল এবং মাথার ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর শ্যাম্পু করে নিন।

তুলসী হেয়ার প্যাক

তুলসী হেয়ার প্যাক

ভিটামিন সি সমৃদ্ধ তুলসি চুলের নানা সমস্যা দূর করতে কার্যকর। অন্যদিকে, ব্ল্যাক টি ট্যানিক অ্যাসিডে পরিপূর্ণ, যা চুলকে কালো করতে সাহায্য করে।

একটি প্যানে পরিমাণমতো জলে ৪ টেবিল চামচ ব্ল্যাক টি পাউডার এবং কয়েকটি তুলসি পাতা দিয়ে কিছুক্ষণ ফোটান। জলটা ঠান্ডা হতে দিন। তারপর এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু'বার এই পদ্ধতি প্রয়োগ করুন।

হেনা হেয়ার প্যাক

হেনা হেয়ার প্যাক

হেনা পাকা চুলকে কালো করতে দারুণ কার্যকর। পরিমাণমতো জলে ১ টেবিল চামচ কফি পাউডার ভাল করে ফুটিয়ে ঠান্ডা করুন। এতে হেনা পাউডার দিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি কয়েক ঘণ্টা ঢেকে রেখে দিন। তারপর এতে ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে প্যাকটি আপনার পুরো চুলে লাগান। কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

English summary

homemade hair packs to darken grey hair naturally in bengali

Here are some natural hair packs to darken grey hair. Read on to know more.
Story first published: Thursday, November 3, 2022, 19:30 [IST]
X
Desktop Bottom Promotion