For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শসার গুণেই মুক্তি পাবেন ত্বকের নানা সমস্যা থেকে! কী ভাবে বানাবেন শসার ফেস প্যাক?

|

শসা এমন একটি ফল যা আমাদের ত্বক ও স্বাস্থ্য, উভয়েরই উপকার করে। ত্বকের নানান সমস্যা দূর করে এই কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ ফলটি। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। শসা ত্বককে নরম রাখতে, ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে, ত্বককে ভেতর থেকে সতেজ ও টানটান রাখতে বেশ সাহায্য করে।

Homemade Cucumber Face Pack Recipes

এখন সব সময়ই বাজারে শসা পাওয়া যায়। যে কারণে সকলের বাড়িতেই সারা বছর শসা মজুত থাকে। এই শসা দিয়েই তৈরি করতে পারেন ফেস প্যাক, যা আপনার ত্বকে পুষ্টি যোগাবে এবং ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাবে।

অ্যালোভেরা এবং শসা

অ্যালোভেরা এবং শসা

এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১/৪ গ্রেট করা শসা মেশান ভাল করে। এই মিশ্রণটি মুখ এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বককে পুনরুজ্জীবিত এবং উজ্জ্বল করে তুলবে।

আমন্ড এবং শসা

আমন্ড এবং শসা

এক টেবিল চামচ আমন্ড বাটার এবং ২-৩ টুকরো শসা মিক্সিতে দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। এই শসার ফেস প্যাক শুষ্ক ত্বকের জন্য আদর্শ।

বেসন এবং শসা

বেসন এবং শসা

২ টেবিল চামচ বেসনের সঙ্গে ২-৩ টেবিল চামচ শসার রস মিশিয়ে নিন। প্যাকটি মুখ ও গলায় সমানভাবে লাগিয়ে শুকোতে দিন। শুকিয়ে গেলে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করে তোলে এই ফেস মাস্ক।

কম বয়সেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে? জেনে নিন বলিরেখা দূর করার ৫ উপায়কম বয়সেই ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছে? জেনে নিন বলিরেখা দূর করার ৫ উপায়

টমেটো এবং শসা

টমেটো এবং শসা

শসার খোসা ছাড়িয়ে পাকা টমেটোর সঙ্গে ব্লেন্ড করে নিন। এই পেস্টটি মুখ ও গলায় ভাল করে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। শসার এই ফেস প্যাক ত্বক উজ্জ্বল করে তুলবে।

মুলতানি মাটি এবং শসা

মুলতানি মাটি এবং শসা

২ টেবিল চামচ শসার রস, ১ টেবিল চামচ গোলাপ জল এবং ১-২ টেবিল চামচ মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ত্বকের ময়লা দূর করে এবং ব্রণ কমায়। অয়েলি স্কিনের জন্য এই প্যাক উপযুক্ত।

লেবু এবং শসা

লেবু এবং শসা

শসার রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে ও গলায় লাগান ভাল করে। ১৫ মিনিট রাখার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক নিয়মিত ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন নিয়ন্ত্রণে থাকবে এবং ট্যানও দূর হবে।

English summary

Homemade Cucumber Face Pack Recipes To Nourish Skin

Keep reading to know some of the best face packs you can prepare with cucumber. Read on.
Story first published: Saturday, September 17, 2022, 19:23 [IST]
X
Desktop Bottom Promotion