Just In
Don't Miss
হিনা খানের নতুন লুক, প্যান্টসুটেই মুগ্ধ নেটিজেনরা
টেলিভিশন জগতের একজন জনপ্রিয় ও স্টাইলিশ অভিনেত্রী হিনা খান। প্রায়শই ইন্টারনেটে তাঁর ফ্যাশনেবেল লুক ভাইরাল হয়। এই লকডাউনের মাঝে হিনা খান সোশ্যাল মিডিয়ায় তাঁর নানান ফ্যাশনেবেল লুক শেয়ার করছেন, পাশাপাশি তাঁর ভক্তদেরও স্টাইলিশ লুকের প্রতি অনুপ্রাণিত করছেন। সোশ্যাল মিডিয়ায় হিনা বেশ সক্রিয়, প্রায়শই ইন্টারনেটে স্টাইলিশ এবং বোল্ড লুকস্ শেয়ার করে থাকেন। সম্প্রতি হিনা খান তাঁর একটি স্টাইলিশ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে তাঁকে রঙিন প্যান্ট স্যুটে দেখা গেছে। আসুন জেনে নিই হিনা খানের এই কালারফুল প্যান্ট স্যুট সম্পর্কে।
এই কালারফুল প্যান্টসুটে হিনা খান-কে বেশ জমকালো লাগছে। তাঁর ভক্তরাও এই স্টাইলটি খুব পছন্দ করেছে। তাঁর প্যান্ট স্যুটে হালকা নীল, গোলাপী এবং হলুদ বর্ণের কাজ করা। জ্যাকেটের সঙ্গে তিনি একটি ক্রপ টপ পরেছেন। ক্রপ টপ এবং প্যান্ট স্যুটে হিনা খানের এই লুক অনায়াসে বলিউডের যেকোনও অভিনেত্রীর সাথে টক্কর দিতে পারে।
হালকা মেকআপের সাথে হিনা আলাদা করে কোনও কিছু জুয়েলারি পরেননি। মেকআপের মধ্যে হিনা খান হালকা গোলাপী কালারের লিপস্টিক, হালকা রঙের আইশ্যাডো, লাইট ব্লাশার এবং ওয়েভি হেয়ারস্টাইলের সাথে অতি সুন্দর দেখাচ্ছে তাঁকে। টিভি জগতের স্টাইলিশ অভিনেত্রীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন হিনা খান।