For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) খুশকি তাড়াবে এই ৭ ম্যাজিক টোটকা!

By Oneindia Bengali Digital Desk
|

খুশকি যে আপনার চুল ও মাথার ত্বককে শুধু রুক্ষ করে দেয় তা না। চুলের গোড়া আলগা করে, যার ফলে চুল পড়ে যেতে শুরু করে। এমনকি মাথার ত্বকে চুলকুনিও হয়। আর চুলকোলোই খুশকি আরও প্রকাশ্যে চলে আসে। যা অনেকসময় আপনাকে লোকসমাজে বিড়াম্বনার মুখে ফেলতে পারে। [(ছবি) আপনার চুল আপনার ব্যক্তিত্বের কোন গোপন রহস্য ফাঁস করে?]

খুশকি মূলত কয়েকটি কারণে হতে পারে, মাথার চামড়া শুষ্ক হয়ে গেলে, সঠিক ডায়েটের অভাবে, দূষণ, কিছু নির্দিষ্ট কেমিক্যালের জেরে ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দুশ্চিন্তার কারণেও খুশকির সমস্যা বাড়তে পারে।

এছাড়াও অনিয়মিত চুল ধোয়া, বা জলে আর্সেনিক থাকলে খুশকি হতে পারে। খুশকির জেরে অস্বস্তি চুলকানির সমস্যা বেড়ে যায়। মনোসংযোগ নষ্ট হয়। তাই খুবই আবশ্যিক যাতে যাতে একদম মূল থেকে এই সমস্যার সমাধান করা হয়। [(ছবি) চুল ঝরা বন্ধ করবে পেঁয়াজের রস]

খুব সহজ কিছু ঘরোয়া উপায়েই আপনি খুশকির সমস্যা থেকে মুক্ত হতে পারেন। সেই সমাধানগুলি কী কী দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে।

মেথি

মেথি

মেথির মধ্যে এমন কিছু উপাদান আছে যা মাথার ছোট ছোট ফুসকুড়ি (যেগুলি শুকিয়ে যাওয়ার ফলেও খুশকি হয়) সারিয়ে ফেলতে পারে। এতে প্রাকৃতিক প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা খুশকির সমস্যা দূর করার পাশাপাশি চুলকে মজবুত ও রেশমের মতো মোলায়েম বানায়।

ভিনিগার

ভিনিগার

খুশকির সমস্যায় ভিনিগার হল আর একটি উপযোগী প্রাকৃতির উপাদান। ভিনিগারে উপস্থিত ম্যালিক অ্যাসিড মাথার ত্বকের অযাচিত তেল শুষে নেয় এবং মাথার ত্বকের রন্ধ্রকে খুলে দেয়। যার ফলে খুশকির সমস্যা সমাধান হয়।

অ্যালোভেরা

অ্যালোভেরা

অ্যালোভেরা মাথার ত্বক ও চুলের জন্য দারুণ উপকারি। অ্যালোভেরার প্রাকৃতিক শীতল উপাদান মাথার চুলকুনি অস্বস্তি দূর করে। চুলকে ময়শ্চারাইজ করে। ফলে সহজেই খুশকি দূর হয়।

পুদিনা পাতা

পুদিনা পাতা

পুদিনা পাতা আসলে অ্যান্টিসেপটিক। পুদিনা পাতায় প্রচুর পরিমাণে মেন্থল আছে। যার ফলে মাথা ঠাণ্ডা হয়। মাথার মধ্যে জমে থাকা ময়লাকে পরিষ্কার করে। যার থেকে খুশকি জন্ম নিতে পারে না। খুশকি চুলে জন্মালেও তাকে একেবারে গোড়া থেকে নির্মূল করে।

লেবু

লেবু

চুলের ক্ষেত্রে লেবু অত্যন্ত উপযোগী। লেবু মাথার ত্বকের পিএইচ ভারসাম্যকে স্বাভাবিক করে। এবং চুলে নয়া ঔজ্জ্বল্য আনে। একইসঙ্গে মাথায় ময়লা জমে ত্বকের রন্ধ্র বুজে যায়। যার ফলে মাথায় স্বাভাবিক তেল উৎপাদনে বাধা পায়। এবং খুশকির প্রকোপ বাড়তে থাকে। লেবু এই বুজে যাওয়া রন্ধ্র আবার খুলে দেয়।

পাকা পেঁপে

পাকা পেঁপে

পাকা পেঁপের মধ্যে থাকা অ্যাসিড মাথার ত্বকের মৃত কোষগুলিকে নষ্ট করে দেয়, এবং মৃতপ্রায় কোষগুলি পুনরুজ্জীবন ঘটায়। ফলে খুশকির সম্ভাবনা অনেকাংশে লোপ পায়।

টমেটো

টমেটো

টমেটোর রস যদি মাথার তালুতে ভাল করে মালিশ করা যায়, এবং কিছুক্ষণ রেখে যদি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা যায় তাহলে উপকার পাওয়া যায়।

এই সংক্রান্ত আরও কিছু খবর

(ছবি) নিজেকে সুন্দর রাখতে এই ১০ অদ্ভুৎ 'বিউটি ট্রিটমেন্ট' নাম শুনলে শিউরে উঠবেন!

(ছবি) অনবদ্য উপায়ে কীভাবে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন?

English summary

Effective Ways To Treat Dandruff

Effective Ways To Treat Dandruf
X
Desktop Bottom Promotion