For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

(ছবি) নানা ধরনের চর্মরোগ থেকে মুক্তির ঘরোয়া উপায়

|

চুলকানি, জ্বালাপোড়া, লাল ছোপ, ফুসকুড়ি ইত্যাদি খুব বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক সময়ে এর ফলে ত্বকের স্বাভাবিক রঙ হারিয়ে যায়। আর শরীরের যেকোনও জায়গার ত্বকেই এই সমস্যা দেখা দিতে পারে। [এই ত্বকচর্চা সংক্রান্ত মিথগুলি বিশ্বাস করা এবার বন্ধ করুন!]

খাবারে অ্যালার্জি, নানা ধরনের রাসায়নিকের সংস্পর্শে আসা, পোকা মাকড়ের কামড়, চুলকানি, কুষ্ঠ রোগ, ঠান্ডা আবহাওয়া ইত্যাদি নানা কারণে ত্বকের সমস্যা হতে পারে।

ত্বকে কোনও সমস্যা হলে খুব সহজেই তা আমাদের চোখে পড়ে। তা থেকে মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। তবে তার জন্য বাজার চলতি নানা পণ্যের উপরে নির্ভর করার চেয়ে ঘরোয়া উপায়ে এর পাকাপাকি সমাধান পেতে পারেন। কীভাবে? তা জেনে নিন নিচের স্লাইড থেকে।

অ্যালো ভেরা

অ্যালো ভেরা

অ্যালো ভেরার একাধিক গুণাগুণ রয়েছে। ত্বকের যেকোনও সমস্যায় অসাধারণ কাজ দেয় এটি। ত্বকের যেকোনও সমস্যায় অ্যালো ভেরার রস লাগান। সমস্যা থেকে মুক্তি পাবেন।

অলিভ অয়েল

অলিভ অয়েল

শুষ্ক ত্বকে সমস্যা অনেক বেশি হয়। এই তেলে থাকা ভিটামিন ত্বকে মিশে গিয়ে আর্দ্রতা বজায় রাখে। ফলে নিয়মিত অলিভ অয়েল মাখলে ত্বক ভালো থাকে।

বেকিং সোডা

বেকিং সোডা

বেকিং সোডা দিয়েও ত্বকের নানা সমস্যার সমাধান সম্ভব। আক্রান্ত জায়গায় বেকিং সোডা লাগান। সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া ভাব ও চুলকানি কমে যাবে।

তুলসী

তুলসী

তুলসীর হাজারো গুণ রয়েছে। নানা ধরনের ক্ষত, লাল ছোপ, পোড়া, চুলকানি সহ ত্বকের যেকোনও সমস্যায় তুলসীর রস বেটে লাগালে তৎক্ষণাৎ উপকার পাওয়া যায়।

নিম

নিম

নিমে রয়েছে এমন উপাদান যা যেকোনও জ্বালাময়ী ভাব কমিয়ে দিতে সক্ষম। বিশেষ করে চুলকানি বা ত্বকের লাল ছোপ ইত্যাদি কমাতে নিমের পাতা বিশেষ কাজ করে।

এমন আরও খবর পড়ুন এখানে :

এই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনেএই ঘরোয়া টোটকায় ফরসা হোন মাত্র ১০ দিনে

ত্বকের বয়স ধরে রাখুন এই ঘরোয়া খাবার খেয়েত্বকের বয়স ধরে রাখুন এই ঘরোয়া খাবার খেয়ে

ছুলি থেকে মুক্তি পান এই ঘরোয়া টোটকায়ছুলি থেকে মুক্তি পান এই ঘরোয়া টোটকায়

স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে মাথায় রাখুন এই টিপসস্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে মাথায় রাখুন এই টিপস

English summary

Effective Remedies For Body Rash

Effective Remedies For Body Rash
Story first published: Saturday, December 19, 2015, 13:28 [IST]
X
Desktop Bottom Promotion