For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

চুল উঠে টাক পড়ে যাচ্ছে? ঘরোয়া এই ৬ হেয়ার প্যাক ব্যবহারেই ফল পাবেন হাতেনাতে!

|

চুল পড়ার সমস্যা এখন ঘরে ঘরে। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, হরমোনাল ইমব্যালেন্স, স্বাস্থ্য সমস্যা, চুলের সঠিক যত্ন না নেওয়া, ঘুম-খাবারের অনিয়ম, দূষণ, বাইরের ধুলোবালি, এসব কারণে চুলের পড়ার সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে। হেয়ার ফল নিয়ে কম বেশি আমরা সবাই দুশ্চিন্তায় থাকি।

Hair Masks To Treat Hair Loss

চুল পড়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। কিন্তু তার সঙ্গে যদি সমান তালে চুল না গজায়, তাহলেই বিপদ! সেক্ষেত্রে পড়তে থাকে টাক। টাকের সমস্যা এড়াতে অনেকেই নানা ওষুধ খান, নানা কেমিক্যাল-যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন। তবে আমাদের ঘরে এমন কিছু উপাদান আছে, যেগুলো কাজে লাগিয়ে আপনি সহজেই কিছু হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারেন, যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারি। আজকের আর্টিকেলে রইল এরকমই ৬টি প্যাকের সন্ধান, যা চুল পড়া কমিয়ে চুলকে করে তুলবে স্বাস্থ্যোজ্জ্বল।

১) ডিমের মাস্ক

১) ডিমের মাস্ক

১টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর সঙ্গে এক কাপ দুধ, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুল এবং স্ক্যাল্পে লাগান। শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

ডিমের এই হেয়ার মাস্ক প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ, যা চুলে পুষ্টি যোগায়, চুল উজ্জ্বল করে, চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পড়া কমায়।

২) কলা হেয়ার মাস্ক

২) কলা হেয়ার মাস্ক

২টি পাকা কলা, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু একসঙ্গে মিশ্রিত করুন। মাথার ত্বকে এবং চুলে এই মিশ্রণটি ভাল ভাবে প্রয়োগ করুন। পাঁচ মিনিট পর হালকা গরম জলে মাথা ধুয়ে ফেলুন। কলা হেয়ার মাস্ক চুল ঝলমলে ও নরম করে, খুশকি কমায়, চুল ময়শ্চারাইজ করে।

৩) দইয়ের মাস্ক

৩) দইয়ের মাস্ক

১ কাপ দই, টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার, ১ টেবিল চামচ মধু ভাল করে মিশ্রিত করুন। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল ময়েশ্চারাইজ করে, চুলে পুষ্টি যোগায়।

৪) অ্যাভোকাডো হেয়ার মাস্ক

৪) অ্যাভোকাডো হেয়ার মাস্ক

১টি ছোটো পাকা অ্যাভোকাডো, ১/২ কাপ দুধ, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ আমন্ড অয়েল ভাল ভাবে মিশ্রিত করুন। এই মাস্কটি পুরো চুলে ভাল ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক চুল ফাটা কমায়, চুল ময়েশ্চারাইজ করে।

৫) কারি পাতা এবং নারকেল তেল

৫) কারি পাতা এবং নারকেল তেল

২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে ১০-১২টি ফ্রেশ কারি পাতা দিয়ে ফোটান। তারপর তেল হালকা ঠান্ডা হলে স্ক্যাল্প এবং চুলে ভাল ভাবে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার মাস্ক চুল পড়া কমায়, চুল ময়েশ্চারাইজ করে ও চুলে পুষ্টি যোগায়।

৬) ক্যাস্টর অয়েল

৬) ক্যাস্টর অয়েল

২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ব্র্যান্ডি ২ টেবিল চামচ এবং একটি ডিম একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি আপনার মাথার ত্বকে এবং চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রাখার পর ঠান্ডা জলে মাথা ধুয়ে ফেলুন।

এই হেয়ার মাস্ক চুলে জট পাকতে দেয় না, চুলের বৃদ্ধি ঘটায় এবং চুল পাকা আটকায়।

English summary

Effective Hair Masks To Treat Hair Loss In Bengali

We have listed some DIY hair masks to prevent and treat hair loss below. Scroll down to check them out.
Story first published: Saturday, November 26, 2022, 13:48 [IST]
X
Desktop Bottom Promotion